ETV Bharat / state

School Reopen : স্কুল খোলা নিয়ে জেলাশাসকদের কাছে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা পৌঁছাল

খুলছে স্কুল ৷ আপাতত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৷ তার আগে বেশ কিছু গাইডলাইন গেল জেলাশাসকদের কাছে ৷

খুলছে স্কুল
খুলছে স্কুল
author img

By

Published : Oct 29, 2021, 3:31 PM IST

কলকাতা, 29 অক্টোবর : এবার রাজ্যে খুলছে স্কুল ৷ দেড় বছরেরও বেশি সময় পর করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department) ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসককে (District Magistrate) ৷

28 অক্টোবর শিক্ষা দফতরের প্রধান সচিবের (Principal Secretary) পাঠানো এই নির্দেশিকায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 16 নভেম্বর, 2021 তারিখে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে পঠনপাঠন শুরু হবে ৷ দীর্ঘ সময় পর স্কুল খোলা হচ্ছে, তাই প্রত্যেকটি জেলায় এবিষয়ে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে জেলাশাসককে ৷

আরও পড়ুন : School Re open : স্কুলে স্কুলে প্রস্তুতি জোরকদমে, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি বর্ধমান

  • প্রতিটি জেলায় এডিএম-কে (শিক্ষা) (ADM, Education) নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করতে হবে ৷ কোভিড প্রোটোকল মেনে কোনও রকম জটিলতা ছাড়া কী ভাবে স্কুল খোলা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি ৷ ডিআই-রা (District Inspectors) যেন এডিএম-এর সঙ্গে এবং যে কোনও জরুরি প্রয়োজনে জেলাশাসকের অফিসে যোগাযোগ করেন ৷
  • অগ্রাধিকারের ভিত্তিতে 31 অক্টোবর স্কুলগুলি পরিষ্কার করে ফেলার কাজ সারতে হবে ৷
  • 1 নভেম্বর, 2021 তারিখ থেকে সব শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা স্কুলের ক্যাম্পাসে আসতে পারবেন ৷
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যেন স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার যোগ্য পাসের ব্যবস্থা করেন ৷
  • কোভিড প্রোটোকল মেনে সুরক্ষা বজায় রেখে হস্টেলগুলি খোলা যাবে ৷
  • বোর্ড বা কাউন্সিল স্কুল খোলা প্রসঙ্গে নির্দেশিকা জারি করবে ৷
  • রাজ্য স্তরে নোডাল অফিসার হিসেবে স্কুল এডুকেশন কমিশনার ডঃ এ এন বিশ্বাসকে নিয়োগ করা হয়েছে ৷ প্রয়োজনে শিক্ষা দফতরের প্রধান সচিবের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷

এই নির্দেশিকার কপি জেলাশাসক ছাড়াও পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে ৷ শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগের প্রধান সচিব, কলকাতা পৌরনিগমের কমিশনার, স্বাস্থ্য দফতরের সচিব, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব-সহ অন্য উচ্চআধিকারিকদের কাছে পাঠানো হয়েছে ৷

কলকাতা, 29 অক্টোবর : এবার রাজ্যে খুলছে স্কুল ৷ দেড় বছরেরও বেশি সময় পর করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department) ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসককে (District Magistrate) ৷

28 অক্টোবর শিক্ষা দফতরের প্রধান সচিবের (Principal Secretary) পাঠানো এই নির্দেশিকায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 16 নভেম্বর, 2021 তারিখে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে পঠনপাঠন শুরু হবে ৷ দীর্ঘ সময় পর স্কুল খোলা হচ্ছে, তাই প্রত্যেকটি জেলায় এবিষয়ে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে জেলাশাসককে ৷

আরও পড়ুন : School Re open : স্কুলে স্কুলে প্রস্তুতি জোরকদমে, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি বর্ধমান

  • প্রতিটি জেলায় এডিএম-কে (শিক্ষা) (ADM, Education) নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করতে হবে ৷ কোভিড প্রোটোকল মেনে কোনও রকম জটিলতা ছাড়া কী ভাবে স্কুল খোলা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি ৷ ডিআই-রা (District Inspectors) যেন এডিএম-এর সঙ্গে এবং যে কোনও জরুরি প্রয়োজনে জেলাশাসকের অফিসে যোগাযোগ করেন ৷
  • অগ্রাধিকারের ভিত্তিতে 31 অক্টোবর স্কুলগুলি পরিষ্কার করে ফেলার কাজ সারতে হবে ৷
  • 1 নভেম্বর, 2021 তারিখ থেকে সব শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা স্কুলের ক্যাম্পাসে আসতে পারবেন ৷
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যেন স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার যোগ্য পাসের ব্যবস্থা করেন ৷
  • কোভিড প্রোটোকল মেনে সুরক্ষা বজায় রেখে হস্টেলগুলি খোলা যাবে ৷
  • বোর্ড বা কাউন্সিল স্কুল খোলা প্রসঙ্গে নির্দেশিকা জারি করবে ৷
  • রাজ্য স্তরে নোডাল অফিসার হিসেবে স্কুল এডুকেশন কমিশনার ডঃ এ এন বিশ্বাসকে নিয়োগ করা হয়েছে ৷ প্রয়োজনে শিক্ষা দফতরের প্রধান সচিবের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷

এই নির্দেশিকার কপি জেলাশাসক ছাড়াও পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে ৷ শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগের প্রধান সচিব, কলকাতা পৌরনিগমের কমিশনার, স্বাস্থ্য দফতরের সচিব, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব-সহ অন্য উচ্চআধিকারিকদের কাছে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.