ETV Bharat / state

আজ উচ্চমাধ‍্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা

author img

By

Published : Jul 17, 2020, 12:55 AM IST

আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷

আজ উচ্চমাধ‍্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা
আজ উচ্চমাধ‍্যমিকের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা

কলকাতা, 17 জুলাই : আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে নাগাদ অনলাইনে বা SMS -এর মাধ‍্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । যেহেতু এবছর উচ্চমাধ্যমিকের সবক'টি পরীক্ষা হয়নি, তাই CBSE-র পথে হেঁটে প্রকাশ করা হবে না উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ।

কোরোনা আবহে এবার সম্পন্ন হয়নি উচ্চমাধ্যমিকের সবক'টি বিষয়ের পরীক্ষা । মার্চে স্থগিত হয়ে যাওয়া 15টি পরীক্ষা পুনরায় নেওয়ার দিন দু'বার ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি । যে বিষয়গুলির লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছিল তার মধ‍্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বাকি থাকা বিষয়গুলির মূল‍্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 31 জুলাইয়ের মধ্যেই মূল‍্যায়নের কাজ শেষ করে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে । এরপর 14 জুলাই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 জুলাই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন ।

আজ উচ্চমাধ‍্যমিকের ফল
আজ উচ্চমাধ‍্যমিকের ফল

তবে ফল প্রকাশের দিন শুধুমাত্র অনলাইন বা SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । তারা ওইদিন মার্কশিট ও সার্টিফিকেটের কোনও হার্ডকপি পাবে না । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী 31 জুলাই দুপুর 2টো থেকে সংসদের বিভিন্ন ক‍্যাম্প অফিসে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে । সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে এসে সেগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন স্কুলের প্রধান বা তাঁদের নির্বাচিত প্রতিনিধিরা । সংসদের তরফে বলা হয়েছে, মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর তা যত দ্রুত সম্ভব অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে । সবরকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই তা করতে বলা হয়েছে ।

আজ উচ্চমাধ‍্যমিকের ফল
আজ উচ্চমাধ‍্যমিকের ফল

এদিকে মাধ্যমিকের ফল প্রকাশের দিনই ক্লাস ইলেভেনে ভরতির রূপরেখা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেই ঘোষণামতো বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত ও যে সকল স্কুলে ক্লাস ইলেভেন ও টুয়েলভ রয়েছে তাদের ইলেভেনে ভরতির প্রক্রিয়া আগামী 20 জুলাইয়ের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধার ভিত্তিতে ভরতি করতে হবে । যে সকল পড়ুয়া নিজের স্কুলেই ভরতি হবে তাদের ভরতি প্রক্রিয়া 1 অগাস্ট থেকে শুরু করতে হবে এবং 10 অগাস্টের মধ্যে শেষ করতে হবে । যে সকল পড়ুয়া অন্য স্কুল থেকে আসবে তাদের ভরতি প্রক্রিয়া 11 অগাস্ট থেকে শুরু করে 31 অগাস্টের মধ্যে শেষ করতে হবে । ভরতির সময় পড়ুয়াদের পরিবর্তে অভিভাবকদের আসতে বলা হয়েছে । মানতে বলা হয়েছে স্বাস্থ‍্যবিধি ও সামাজিক দূরত্ব ।

কলকাতা, 17 জুলাই : আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ দুপুর সাড়ে তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। বিকেল চারটে নাগাদ অনলাইনে বা SMS -এর মাধ‍্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । যেহেতু এবছর উচ্চমাধ্যমিকের সবক'টি পরীক্ষা হয়নি, তাই CBSE-র পথে হেঁটে প্রকাশ করা হবে না উচ্চমাধ্যমিকের মেধাতালিকা ।

কোরোনা আবহে এবার সম্পন্ন হয়নি উচ্চমাধ্যমিকের সবক'টি বিষয়ের পরীক্ষা । মার্চে স্থগিত হয়ে যাওয়া 15টি পরীক্ষা পুনরায় নেওয়ার দিন দু'বার ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি । যে বিষয়গুলির লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছিল তার মধ‍্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বাকি থাকা বিষয়গুলির মূল‍্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 31 জুলাইয়ের মধ্যেই মূল‍্যায়নের কাজ শেষ করে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে । এরপর 14 জুলাই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 জুলাই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন ।

আজ উচ্চমাধ‍্যমিকের ফল
আজ উচ্চমাধ‍্যমিকের ফল

তবে ফল প্রকাশের দিন শুধুমাত্র অনলাইন বা SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । তারা ওইদিন মার্কশিট ও সার্টিফিকেটের কোনও হার্ডকপি পাবে না । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী 31 জুলাই দুপুর 2টো থেকে সংসদের বিভিন্ন ক‍্যাম্প অফিসে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে । সংশ্লিষ্ট ক্যাম্প অফিসে এসে সেগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন স্কুলের প্রধান বা তাঁদের নির্বাচিত প্রতিনিধিরা । সংসদের তরফে বলা হয়েছে, মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর তা যত দ্রুত সম্ভব অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে । সবরকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই তা করতে বলা হয়েছে ।

আজ উচ্চমাধ‍্যমিকের ফল
আজ উচ্চমাধ‍্যমিকের ফল

এদিকে মাধ্যমিকের ফল প্রকাশের দিনই ক্লাস ইলেভেনে ভরতির রূপরেখা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেই ঘোষণামতো বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত ও যে সকল স্কুলে ক্লাস ইলেভেন ও টুয়েলভ রয়েছে তাদের ইলেভেনে ভরতির প্রক্রিয়া আগামী 20 জুলাইয়ের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধার ভিত্তিতে ভরতি করতে হবে । যে সকল পড়ুয়া নিজের স্কুলেই ভরতি হবে তাদের ভরতি প্রক্রিয়া 1 অগাস্ট থেকে শুরু করতে হবে এবং 10 অগাস্টের মধ্যে শেষ করতে হবে । যে সকল পড়ুয়া অন্য স্কুল থেকে আসবে তাদের ভরতি প্রক্রিয়া 11 অগাস্ট থেকে শুরু করে 31 অগাস্টের মধ্যে শেষ করতে হবে । ভরতির সময় পড়ুয়াদের পরিবর্তে অভিভাবকদের আসতে বলা হয়েছে । মানতে বলা হয়েছে স্বাস্থ‍্যবিধি ও সামাজিক দূরত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.