ETV Bharat / state

Kangaroo Mother Care: প্রিম্যাচিওর শিশুদের বাঁচাতে চাই ক্যাঙারুর মতো মায়ের ত্বকের স্পর্শ, প্রচারে রাজ্য-ইউনিসেফ - ক্যাঙারু মাদার কেয়ার

Kangaroo Mother Care for survival of premature babies: প্রিম্যাচিওর শিশুদের বাঁচাতে সবচেয়ে ভালো পদ্ধতি ক্যাঙারুর মতো মায়ের ত্বকের স্পর্শ ৷ কলকাতার হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ারের কর্মশালার আয়োজন করল রাজ্য ও ইউনিসেফ ৷

Kangaroo Mother Care
ক্যাঙারু মাদার কেয়ার
author img

By

Published : Aug 4, 2023, 1:02 PM IST

কলকাতা, 4 অগস্ট: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে...৷ এর কোনও দ্বিমত নেই ৷ মায়ের কোলই যে শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় তা সর্বজনবিদিত ৷ সব মা-ই তাঁর সন্তানকে প্রাণ দিয়ে আগলে রাখেন ৷ তবে প্রকৃতির নিয়মে প্রাণী জগতে ক্যাঙারুরা তাদের সন্তানকে আক্ষরিক অর্থেই নিজের শরীর দিয়ে আগলায় ৷ তাদের শরীরী গঠনই এমন যে, জন্মাবার পরও মায়ের পেটই শিশুর ঘরবাড়ি ৷ মানবসন্তানের সুরক্ষার ক্ষেত্রেও এ বার ধার করা হচ্ছে ক্যাঙারুদের কনসেপ্ট ৷ সময়ের আগেই জন্মানো শিশু বা প্রিম্যাচিওর বেবিদের প্রাণসংশয় রুখতে 'ক্যাঙারু মাদার কেয়ার'-এর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ অকাল জন্মের ক্রমবর্ধমান সংখ্যার প্রেক্ষিতে সম্প্রতি কলকাতার এক হাসপাতালে এই বিষয়ে আয়োজিত কর্মশালায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ ও চিকিৎসকরা একযোগে এর পক্ষে সওয়াল করল ৷

বাড়ছে প্রি-টার্ম বেবির সংখ্যা: লাইফস্টাইল পরিবর্তন, দেরিতে বিয়ে, কমবয়সে গর্ভধারণ, সিজারিয়ান প্রসব এবং ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার করে জন্মানো শিশুর জন্মের ফলে এখন অনেকক্ষেত্রেই প্রি-টার্ম অর্থাৎ সময়ের আগেই শিশুর জন্ম হতে দেখা যাচ্ছে ৷ আর সে সব ক্ষেত্রে শিশুর ওজনও কম হচ্ছে এবং তাঁকে বাঁচানোই হয়ে পড়ছে কঠিন চ্যালেঞ্জ ৷

ক্যাঙারু মাদার কেয়ার: আর চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই কলকাতার একটি হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ার নিয়ে কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই কর্মশালার ফাঁকে রাজ্য সরকারের 'মা ও শিশুমৃত্যু হ্রাসের জন্য টাস্ক ফোর্সের' সদস্য ডা. একে মল্লিক বলেন, "এখন নবজাতকের প্রায় এক-তৃতীয়াংশ গর্ভাবস্থার পূর্ণ মেয়াদের আগে (প্রিটার্ম) এবং 2.5 কেজি ওজনের নিচে জন্মগ্রহণ করে । সরকারি হাসপাতালে এই ধরনের শিশুর সংখ্যা অনেক বেশি, কারণ বেসরকারি হাসপাতালে আইভিএফ-এর মাধ্যমে জন্মের পরে শিশুদের এখানে ভর্তি করা হয় ৷"

তিনি আরও বলেন, "রাজ্য সরকারের নীতি এখন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে, যেখানে প্রাতিষ্ঠানিক প্রসবের 20 শতাংশ সংঘটিত হয়, সেখানে ক্যাঙারু মাদার কেয়ার খুব জরুরি ৷ এ ক্ষেত্রে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান করানো হয় ৷ এটি রাজ্যে নবজাতকের মৃত্যুর হার কমাতে সাহায্য করবে ।"

রাজ্যে কমেছে নবজাতকের মৃত্যুর হার: পশ্চিমবঙ্গে 2011 সালে নবজাতকের মৃত্যুর হার ছিল প্রতি হাজার জীবিত জন্মানো শিশুর মধ্যে 24 এবং সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই পদ্ধতিগুলি ব্যবহারের কারণে এই হার এখন প্রতি হাজার জন্মানো শিশুতে 14-এ নেমে এসেছে ।

আরও পড়ুন: 2 মাসে রাজ্যে অন্তত 123 শিশুর মৃত্যু, গরম বাড়ায় কমছে রোগের প্রকোপ

ক্যাঙারু মাদার কেয়ারের প্রশিক্ষণ: ইউনিসেফের সহযোগিতায় মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল আয়োজিত এই কর্মশালায় আইপিজিএমইআর-এসএসকেএম হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সহায়তায় বেসরকারি হাসপাতালের নার্স এবং ডাক্তারদের ক্যাঙারু মাদার কেয়ারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

স্কিন-টু-স্কিন কনট্যাক্ট জরুরি: ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বন্দনা ভাটিয়া বলেন, শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তাকে মায়ের পেটে রাখা হয় এবং শিশুটি এগিয়ে মায়ের বুকের কাছে গিয়ে স্তন্যপান শুরু করে । এটাই ত্বকের সঙ্গে ত্বকের সংযোগ বা স্কিন-টু-স্কিন কনট্যাক্ট ৷

তিনি বলেন, "কম ওজনে জন্মানো (2.5 কেজির কম) এবং প্রি-টার্ম (37 সপ্তাহের কম) শিশুদের হাইপোথার্মিয়ার ঝুঁকি থাকে এবং তাদের দীর্ঘস্থায়ী স্কিন টু স্কিন কনট্যাক্টের প্রয়োজন হয় । কলম্বিয়ার বোগোটাতে এটি আবিষ্কৃত হয়েছে যে শিশুটিকে ইনকিউবেটরে রাখার পরিবর্তে, তাকে ক্যাঙারুর থলির মতো মায়ের বুকের ত্বকের সংস্পর্শে দীর্ঘস্থায়ী ভাবে রাখতে পারলে তা শিশুটির জন্য বেস্ট ওয়ার্মার হবে ।"

মেডিকা হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা. নিকোলা ফ্লিন বলেন, "এতে মা ও শিশুর বন্ধন বাড়ে এবং মা ও শিশুর মধ্যে স্ট্রেস কমে । শিশু উষ্ণতা পায়, ক্ষুধার্ত হয় এবং শৈশবের বিকাশ শুরু হয় ৷" তাঁদের হাসপাতালে 700 গ্রামের কম ওজনের শিশুরও জন্ম হয় বলে তিনি জানিয়েছেন ।

কার্যকর ও বিনা খরচের পদ্ধতি: ক্যাঙারু মাদার কেয়ার একটি কার্যকর ও বিনা খরচের পদ্ধতি ৷ এখন নবজাতকদের সুরক্ষায় এবং শিশুমৃত্যুর হার কমাতে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে এই ক্যাঙারু মাদার কেয়ারের প্রচার করা হচ্ছে ।

কলকাতা, 4 অগস্ট: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে...৷ এর কোনও দ্বিমত নেই ৷ মায়ের কোলই যে শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় তা সর্বজনবিদিত ৷ সব মা-ই তাঁর সন্তানকে প্রাণ দিয়ে আগলে রাখেন ৷ তবে প্রকৃতির নিয়মে প্রাণী জগতে ক্যাঙারুরা তাদের সন্তানকে আক্ষরিক অর্থেই নিজের শরীর দিয়ে আগলায় ৷ তাদের শরীরী গঠনই এমন যে, জন্মাবার পরও মায়ের পেটই শিশুর ঘরবাড়ি ৷ মানবসন্তানের সুরক্ষার ক্ষেত্রেও এ বার ধার করা হচ্ছে ক্যাঙারুদের কনসেপ্ট ৷ সময়ের আগেই জন্মানো শিশু বা প্রিম্যাচিওর বেবিদের প্রাণসংশয় রুখতে 'ক্যাঙারু মাদার কেয়ার'-এর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ অকাল জন্মের ক্রমবর্ধমান সংখ্যার প্রেক্ষিতে সম্প্রতি কলকাতার এক হাসপাতালে এই বিষয়ে আয়োজিত কর্মশালায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ ও চিকিৎসকরা একযোগে এর পক্ষে সওয়াল করল ৷

বাড়ছে প্রি-টার্ম বেবির সংখ্যা: লাইফস্টাইল পরিবর্তন, দেরিতে বিয়ে, কমবয়সে গর্ভধারণ, সিজারিয়ান প্রসব এবং ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি ব্যবহার করে জন্মানো শিশুর জন্মের ফলে এখন অনেকক্ষেত্রেই প্রি-টার্ম অর্থাৎ সময়ের আগেই শিশুর জন্ম হতে দেখা যাচ্ছে ৷ আর সে সব ক্ষেত্রে শিশুর ওজনও কম হচ্ছে এবং তাঁকে বাঁচানোই হয়ে পড়ছে কঠিন চ্যালেঞ্জ ৷

ক্যাঙারু মাদার কেয়ার: আর চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই কলকাতার একটি হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ার নিয়ে কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই কর্মশালার ফাঁকে রাজ্য সরকারের 'মা ও শিশুমৃত্যু হ্রাসের জন্য টাস্ক ফোর্সের' সদস্য ডা. একে মল্লিক বলেন, "এখন নবজাতকের প্রায় এক-তৃতীয়াংশ গর্ভাবস্থার পূর্ণ মেয়াদের আগে (প্রিটার্ম) এবং 2.5 কেজি ওজনের নিচে জন্মগ্রহণ করে । সরকারি হাসপাতালে এই ধরনের শিশুর সংখ্যা অনেক বেশি, কারণ বেসরকারি হাসপাতালে আইভিএফ-এর মাধ্যমে জন্মের পরে শিশুদের এখানে ভর্তি করা হয় ৷"

তিনি আরও বলেন, "রাজ্য সরকারের নীতি এখন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে, যেখানে প্রাতিষ্ঠানিক প্রসবের 20 শতাংশ সংঘটিত হয়, সেখানে ক্যাঙারু মাদার কেয়ার খুব জরুরি ৷ এ ক্ষেত্রে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান করানো হয় ৷ এটি রাজ্যে নবজাতকের মৃত্যুর হার কমাতে সাহায্য করবে ।"

রাজ্যে কমেছে নবজাতকের মৃত্যুর হার: পশ্চিমবঙ্গে 2011 সালে নবজাতকের মৃত্যুর হার ছিল প্রতি হাজার জীবিত জন্মানো শিশুর মধ্যে 24 এবং সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই পদ্ধতিগুলি ব্যবহারের কারণে এই হার এখন প্রতি হাজার জন্মানো শিশুতে 14-এ নেমে এসেছে ।

আরও পড়ুন: 2 মাসে রাজ্যে অন্তত 123 শিশুর মৃত্যু, গরম বাড়ায় কমছে রোগের প্রকোপ

ক্যাঙারু মাদার কেয়ারের প্রশিক্ষণ: ইউনিসেফের সহযোগিতায় মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল আয়োজিত এই কর্মশালায় আইপিজিএমইআর-এসএসকেএম হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সহায়তায় বেসরকারি হাসপাতালের নার্স এবং ডাক্তারদের ক্যাঙারু মাদার কেয়ারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

স্কিন-টু-স্কিন কনট্যাক্ট জরুরি: ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বন্দনা ভাটিয়া বলেন, শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তাকে মায়ের পেটে রাখা হয় এবং শিশুটি এগিয়ে মায়ের বুকের কাছে গিয়ে স্তন্যপান শুরু করে । এটাই ত্বকের সঙ্গে ত্বকের সংযোগ বা স্কিন-টু-স্কিন কনট্যাক্ট ৷

তিনি বলেন, "কম ওজনে জন্মানো (2.5 কেজির কম) এবং প্রি-টার্ম (37 সপ্তাহের কম) শিশুদের হাইপোথার্মিয়ার ঝুঁকি থাকে এবং তাদের দীর্ঘস্থায়ী স্কিন টু স্কিন কনট্যাক্টের প্রয়োজন হয় । কলম্বিয়ার বোগোটাতে এটি আবিষ্কৃত হয়েছে যে শিশুটিকে ইনকিউবেটরে রাখার পরিবর্তে, তাকে ক্যাঙারুর থলির মতো মায়ের বুকের ত্বকের সংস্পর্শে দীর্ঘস্থায়ী ভাবে রাখতে পারলে তা শিশুটির জন্য বেস্ট ওয়ার্মার হবে ।"

মেডিকা হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা. নিকোলা ফ্লিন বলেন, "এতে মা ও শিশুর বন্ধন বাড়ে এবং মা ও শিশুর মধ্যে স্ট্রেস কমে । শিশু উষ্ণতা পায়, ক্ষুধার্ত হয় এবং শৈশবের বিকাশ শুরু হয় ৷" তাঁদের হাসপাতালে 700 গ্রামের কম ওজনের শিশুরও জন্ম হয় বলে তিনি জানিয়েছেন ।

কার্যকর ও বিনা খরচের পদ্ধতি: ক্যাঙারু মাদার কেয়ার একটি কার্যকর ও বিনা খরচের পদ্ধতি ৷ এখন নবজাতকদের সুরক্ষায় এবং শিশুমৃত্যুর হার কমাতে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে এই ক্যাঙারু মাদার কেয়ারের প্রচার করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.