ETV Bharat / state

আমফানের ত্রাণ বিতরণ নিয়ে 5 BDO-কে শোকজ়

author img

By

Published : Jun 21, 2020, 8:36 PM IST

আমফানের ত্রাণ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না । এই অভিযোগে পাঁচ BDO-কে শোকজ় রাজ্যের ।

nabanna
nabanna

কলকাতা, 21 জুন : রাজ্য সরকারের তরফে চারটি জেলার পাঁচজন ব্লক উন্নয়ন আধিকারিককে শোকজ় নির্দেশ পাঠানো হল । আমফানের ত্রাণ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে । আজ এক সরকারি অধিকারিক এই বিষয়ে জানান ।

আমফানে অনেক ঘরের ক্ষতি হয়েছে । অনেকেই গৃহহারা । প্রচুর ক্ষতি হয়েছে চাষজমিরও । তাঁদের সাহায্যের জন্যেই রাজ্য সরকারের তরফে ত্রাণ সামগ্রী এবং অর্থের ব্যবস্থা করা হয়েছে । গ্রাণে এই ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা । তাঁরা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, কোনওভাবে কোনও ত্রুটির অভিযোগ ওঠে ; সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ।

সরকারের ওই আধিকারিক বলেন, “দুই 24 পরগনা, হুগলি এবং হাওড়ার পাঁচজন ব্লক উন্নয়ন আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে । যদি শোকজ় এর উত্তর তাঁরা সঠিকভাবে না দেন, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।”

এরকম অনেক অভিযোগ আসছে যে, ক্ষতিগ্রস্তরা রাজ্যের ঘোষণা করা সুবিধা পাচ্ছেন না । তাঁদের কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না । আবার অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, যাঁদের বাড়ির কোনও ক্ষতি হয়নি কিন্তু তাঁরা পঞ্চায়েত সদস্যের পরিজন তাঁরা বাড়ি তৈরির টাকা পেয়ে যাচ্ছেন । ক্ষতিগ্রস্তদের তালিকায় সঠিক নাম থাকছে না । আবার অনেকক্ষেত্রে ভুল IFSC কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে বলে জানান ওই আধিকারিক ।

আধিকারিক বলেন, “এই সবকিছুর দায়িত্বে রয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) । তাঁকে উত্তর দিতে হবে । সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে ।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন । এবং অভিযোগ আসার পর তিনি ত্রাণ বিতরণের কাজ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সরকারি আধিকারিক ।

20 মে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । মৎস্যজীবী এবং কৃষকরা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আর্থিক সাহায্যের জন্য এবং বাড়়ি পুনর্নিমাণের জন্য ত্রাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 21 জুন : রাজ্য সরকারের তরফে চারটি জেলার পাঁচজন ব্লক উন্নয়ন আধিকারিককে শোকজ় নির্দেশ পাঠানো হল । আমফানের ত্রাণ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে । আজ এক সরকারি অধিকারিক এই বিষয়ে জানান ।

আমফানে অনেক ঘরের ক্ষতি হয়েছে । অনেকেই গৃহহারা । প্রচুর ক্ষতি হয়েছে চাষজমিরও । তাঁদের সাহায্যের জন্যেই রাজ্য সরকারের তরফে ত্রাণ সামগ্রী এবং অর্থের ব্যবস্থা করা হয়েছে । গ্রাণে এই ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা । তাঁরা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, কোনওভাবে কোনও ত্রুটির অভিযোগ ওঠে ; সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ।

সরকারের ওই আধিকারিক বলেন, “দুই 24 পরগনা, হুগলি এবং হাওড়ার পাঁচজন ব্লক উন্নয়ন আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে । যদি শোকজ় এর উত্তর তাঁরা সঠিকভাবে না দেন, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।”

এরকম অনেক অভিযোগ আসছে যে, ক্ষতিগ্রস্তরা রাজ্যের ঘোষণা করা সুবিধা পাচ্ছেন না । তাঁদের কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না । আবার অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, যাঁদের বাড়ির কোনও ক্ষতি হয়নি কিন্তু তাঁরা পঞ্চায়েত সদস্যের পরিজন তাঁরা বাড়ি তৈরির টাকা পেয়ে যাচ্ছেন । ক্ষতিগ্রস্তদের তালিকায় সঠিক নাম থাকছে না । আবার অনেকক্ষেত্রে ভুল IFSC কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে বলে জানান ওই আধিকারিক ।

আধিকারিক বলেন, “এই সবকিছুর দায়িত্বে রয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) । তাঁকে উত্তর দিতে হবে । সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে ।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন । এবং অভিযোগ আসার পর তিনি ত্রাণ বিতরণের কাজ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সরকারি আধিকারিক ।

20 মে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । মৎস্যজীবী এবং কৃষকরা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আর্থিক সাহায্যের জন্য এবং বাড়়ি পুনর্নিমাণের জন্য ত্রাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.