ETV Bharat / state

Governor Praises CM: চলচ্চিত্র উৎসবের মঞ্চে নয়া রাজ্যপালের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা - WB Governor praises Mamata Banerjee at KIFF

রাজ্যের বর্তমান সাংবিধানিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের সুসম্পর্কের প্রমাণ মিলল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ। এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বক্তব্য রাখতে উঠে রাজ্য, রাজ্যের মানুষ এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন নয়া রাজ্যপাল (WB Governor praises Mamata Banerjee at KIFF inauguration ceremony)।

Governor Praises CM
চলচ্চিত্র উৎসবের মঞ্চে নয়া রাজ্যপালের গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা
author img

By

Published : Dec 15, 2022, 11:10 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: বেশিদিন আগের কথা নয়। বাংলার মানুষের মনে এখনও রাজভবন বনাম নবান্নের সংঘাত অমলিন হয়নি। কিন্তু নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) হাত ধরে অতীতের তিক্ততা কাটছে। রাজ্যের বর্তমান সাংবিধানিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের সুসম্পর্কের প্রমাণ মিলল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ। এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বক্তব্য রাখতে উঠে রাজ্য, রাজ্যের মানুষ এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন নয়া রাজ্যপাল (WB Governor praises Mamata Banerjee at KIFF inauguration ceremony)।

এদিন বাংলার মুখ্যমন্ত্রীর শিল্পী সত্ত্বা ও কবিসত্ত্বার প্রশংসা করেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি বলেন, "রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। সাধারণ মানুষেরাই সব। এরাই সকলে স্টার। স্টাররা আসবে, যাবে ৷ কিন্তু সাধারণ মানুষ থাকবে। এদিন শাহরুখের ডায়লগ আউরে তিনি বলেন, 'ডন্ট আন্ডারএস্টিমেন্ট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান'।"

এদিন বাংলার চলচ্চিত্র উৎসবকে 'সেরা' বলে আখ্যা দেন তিনি। রাজ্যপালের কথায়, "যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উত্‍সবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উত্‍সব ৷" তিনি আরও বলেন, "কান থেকে বার্লিন, প্যারিস থেকে টরন্টো, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র উত্‍সব হয়। কিন্তু বাংলার চলচ্চিত্র উত্‍সব সবার থেকে পৃথক। আমরা প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার।"

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'বেশরম' সমালোচনার জবাব শাহরুখের

এদিন বাংলার সঙ্গে নিজেকে একাত্ম করে নিজেকে প্রকাশ করেন নয়া রাজ্যপাল। তিনি যে রাজভবনে তাঁর পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথে হাঁটছেন না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত, এর আগেও বাংলার প্রশংসা করেছিলেন রাজ্যপাল। বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে তিনি মন্তব্য করেন, "ভারতকে পথ দেখাবে বাংলা।" ডিসেম্বরের শুরুতে কলকাতা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

কলকাতা, 15 ডিসেম্বর: বেশিদিন আগের কথা নয়। বাংলার মানুষের মনে এখনও রাজভবন বনাম নবান্নের সংঘাত অমলিন হয়নি। কিন্তু নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) হাত ধরে অতীতের তিক্ততা কাটছে। রাজ্যের বর্তমান সাংবিধানিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের সুসম্পর্কের প্রমাণ মিলল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ। এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বক্তব্য রাখতে উঠে রাজ্য, রাজ্যের মানুষ এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন নয়া রাজ্যপাল (WB Governor praises Mamata Banerjee at KIFF inauguration ceremony)।

এদিন বাংলার মুখ্যমন্ত্রীর শিল্পী সত্ত্বা ও কবিসত্ত্বার প্রশংসা করেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি বলেন, "রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। সাধারণ মানুষেরাই সব। এরাই সকলে স্টার। স্টাররা আসবে, যাবে ৷ কিন্তু সাধারণ মানুষ থাকবে। এদিন শাহরুখের ডায়লগ আউরে তিনি বলেন, 'ডন্ট আন্ডারএস্টিমেন্ট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান'।"

এদিন বাংলার চলচ্চিত্র উৎসবকে 'সেরা' বলে আখ্যা দেন তিনি। রাজ্যপালের কথায়, "যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উত্‍সবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উত্‍সব ৷" তিনি আরও বলেন, "কান থেকে বার্লিন, প্যারিস থেকে টরন্টো, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র উত্‍সব হয়। কিন্তু বাংলার চলচ্চিত্র উত্‍সব সবার থেকে পৃথক। আমরা প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার।"

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'বেশরম' সমালোচনার জবাব শাহরুখের

এদিন বাংলার সঙ্গে নিজেকে একাত্ম করে নিজেকে প্রকাশ করেন নয়া রাজ্যপাল। তিনি যে রাজভবনে তাঁর পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথে হাঁটছেন না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত, এর আগেও বাংলার প্রশংসা করেছিলেন রাজ্যপাল। বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে তিনি মন্তব্য করেন, "ভারতকে পথ দেখাবে বাংলা।" ডিসেম্বরের শুরুতে কলকাতা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.