কলকাতা, 13 এপ্রিল: বারাসতে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পর এবার বৃহস্পতিবার প্রেসিডেন্সিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার-সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছে এসএফআই । এদিন সারপ্রাইজ ভিজিটে বের হন রাজ্যপাল । রাজভবন থেকে বেরিয়ে বেলা বারোটার একটু পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন তিনি । সেখানে গিয়ে উপাচার্য অনুরাধা লোহিয়া-সহ বিশ্ববিদ্যালয়ের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । বর্তমানে রাজ্যপাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ।
সূত্রের দাবি, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কোনওরকম কোন সমস্যা আছে কি না, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য কী রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছেন সিভি আনন্দ বোস বলে জানা গিয়েছে । এর আগে রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটে যান । রাজ্যপাল পদাধিকার বলে এই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ৷ সেখানেও বিশ্ববিদ্যালয় নানান কাজকর্ম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি ।
বুধবার বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন তিনি । তৃণমূল ছাত্র পরিষদের তরফে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 হাজার প্রত্যাহারের দাবি তোলা হয় । এনিপির বিরুদ্ধে বিরুদ্ধে স্লোগান ওঠে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ৷ রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে এই স্লোগান তোলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷
তবে তার আগে 10 এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন বোস ৷ সেসময় তাঁকে গো-ব্যাক স্লোগান শুনতে হয় ৷ সেখানেও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয় ছাত্র সংগঠন ডিএসওয়ের সদস্যরা ৷ এই ঘটনাগুলির পুনরাবৃত্তি হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও । এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যপালের কনভয় ঢোকার পর পরই কর্মী-সমর্থকরা স্লোগান দিতে শুরু করে ।
আরও পড়ুন: একই দিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস, শুনতে হল গো-ব্যাক স্লোগান