ETV Bharat / state

WB Health Worker Recruitment : বিপুল কর্ম সংস্থানের বার্তা, শীঘ্রই রাজ্যে সাড়ে 11 হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ - WB Health Worker Recruitment

বাণিজ্য সম্মেলনের আগে বড় কর্মসংস্থানের বার্তা দিল নবান্ন । শীঘ্রই রাজ্যে নিয়োগ হবে সাড়ে 11 হাজার স্বাস্থ্যকর্মী ৷ এছড়াও খাদ্য দফতরেও নিয়োগ হবে একাধিক কর্মী ৷ মগরাহাটের নিহত সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে (WB Health Worker Recruitment) ৷

WB Government Announced Huge Vacancy
বিপুল কর্ম সংস্থানের বার্তা, শিঘ্রই নিয়োগ 12 হাজার স্বাস্থ্য়কর্মী
author img

By

Published : Apr 18, 2022, 10:45 PM IST

কলকাতা, 18 এপ্রিল : বাণিজ্য সম্মেলনের আগে শূন্যপদ ঘোষণা রাজ্য সরকারের । আগামী বুধবার থেকে নিউটাউনে নবনির্মিত কনভেনশন সেন্টারে দু’দিনের বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে । এই সম্মেলনের আগে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রায় 12 হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যৌথভাবে এ দিন এই কথা ঘোষণা করেন (WB Health Worker Recruitment)।

এই প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ৷ তাই স্বাস্থ্যখাতে 11 হাজার 521 জন কর্মী নিয়োগ করা হবে । তবে শিল্পমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন এই যে প্রায় 12 হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ হবে ৷ খাদ্য দফতরে নিয়োগ করা হবে 342 জন প্রার্থী । তবে সবটাই হবে চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে । খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

এই মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, সিলিকন ভ্যালির জমি বন্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে চিপ এবং সেমি কনডাক্টর প্রস্তুতকারক সংস্থাগুলিকে । ইতিপূর্বে জমি বণ্টনের জন্য তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি প্রাধান্য পেত ৷ কিন্তু সেইসকল সংস্থাগুলি দ্রুত ক্যাম্পাস নির্মাণ করছে না ৷ এমনকী কর্মসংস্থানে রাজ্যে যুবক-যুবতীরা প্রাধান্য পাচ্ছে না ৷ তাই জমি বণ্টনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিনের বৈঠকে মগরাহাটের নিহত সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুর পরিবারের একজন করে সদস্য চাকরি পাবে বলেও উল্লেখ করেন ৷

তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পরই শিল্প এবং কর্মসংস্থানে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে শিল্প বিনিয়োগ আনতে চাইছেন তিনি । পাশাপাশি রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান করতে চাইছেন তিনি । সেই উদ্দেশ্যপূরণের ক্ষেত্রেই এদিন এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতা, 18 এপ্রিল : বাণিজ্য সম্মেলনের আগে শূন্যপদ ঘোষণা রাজ্য সরকারের । আগামী বুধবার থেকে নিউটাউনে নবনির্মিত কনভেনশন সেন্টারে দু’দিনের বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে । এই সম্মেলনের আগে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রায় 12 হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যৌথভাবে এ দিন এই কথা ঘোষণা করেন (WB Health Worker Recruitment)।

এই প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ৷ তাই স্বাস্থ্যখাতে 11 হাজার 521 জন কর্মী নিয়োগ করা হবে । তবে শিল্পমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন এই যে প্রায় 12 হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ হবে ৷ খাদ্য দফতরে নিয়োগ করা হবে 342 জন প্রার্থী । তবে সবটাই হবে চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে । খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

এই মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, সিলিকন ভ্যালির জমি বন্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে চিপ এবং সেমি কনডাক্টর প্রস্তুতকারক সংস্থাগুলিকে । ইতিপূর্বে জমি বণ্টনের জন্য তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি প্রাধান্য পেত ৷ কিন্তু সেইসকল সংস্থাগুলি দ্রুত ক্যাম্পাস নির্মাণ করছে না ৷ এমনকী কর্মসংস্থানে রাজ্যে যুবক-যুবতীরা প্রাধান্য পাচ্ছে না ৷ তাই জমি বণ্টনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিনের বৈঠকে মগরাহাটের নিহত সিভিক ভলান্টিয়ার ও তার বন্ধুর পরিবারের একজন করে সদস্য চাকরি পাবে বলেও উল্লেখ করেন ৷

তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পরই শিল্প এবং কর্মসংস্থানে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে শিল্প বিনিয়োগ আনতে চাইছেন তিনি । পাশাপাশি রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান করতে চাইছেন তিনি । সেই উদ্দেশ্যপূরণের ক্ষেত্রেই এদিন এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.