ETV Bharat / state

College for Specially Abled Students: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য দেশে প্রথম কলেজ তৈরি করছে রাজ্য সরকার

বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এবার প্রথম সরকারি কলেজ তৈরি করছে রাজ্য সরকার । জন শিক্ষা এবং গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভায় জানান, রাজ্যে শুধু নয়, গোটা দেশের মধ্যে প্রথম বিশেষভাবে সক্ষমদের জন্য কলেজ তৈরি হতে চলেছে রাজ্যে ।

Etv Bharat
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
author img

By

Published : Jul 27, 2023, 10:14 PM IST

কলকাতা, 27 জুলাই: বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সরকারিভাবে এখনও পর্যন্ত গোটা দেশে অমিল। যতটুকু রয়েছে তার সবটাই রয়েছে বেসরকারি উদ্যোগে। এবার সেই পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, রাজ্যের প্রথম বিশেষভাবে সক্ষমদের জন্য কলেজ তৈরি হতে চলেছে উত্তর 24 পরগনার হাবরায়। তাঁর মতে, কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে এই উদ্যোগ প্রথমবার। হাবরা পৌরসভার অন্তর্গত বাণীপুর গভর্নমেন্ট অফ এডুকেশন ভবন সংলগ্ন খালি জমিতে কলেজটি তৈরি হবে বলেও জানান মন্ত্রী। তাঁর দাবি, এই কলেজ হবে সারা দেশে বিশেষভাবে সক্ষমদের জন্য এই ধরনের প্রথম সরকারি কলেজ। অন্য কোনও রাজ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য এমন একটিও কলেজ নেই বলেও বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।

এদিন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারের প্রশ্নের জবাবে জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা জমি ইতিমধ্যেই জনশিক্ষা দফতরের নামে হস্তান্তর করা হয়েছে গত মাসেই। রাজ্যের অর্থ বিভাগও এমন একটি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে।" এমনকী মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে এই কাজের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চিঠি দিয়েছেন বলেও জানা গিয়েছে।

এদিন মন্ত্রী আরও বলেন, "বিল্ডিংটিতে ছেলে এবং মেয়েদের থাকার জন্য আলাদা সুবিধা থাকবে এবং অন্যান্য রাজ্যের বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরাও এই কলেজে পড়ার সুযোগ পাবে।" মন্ত্রীর দাবি, প্রস্তাবিত কলেজে কারিগরি শিক্ষা দেওয়ার সম্ভবনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে। মন্ত্রী জানান, তাঁর দফতরের অধীনে বিশেষভাবে সক্ষমদের জন্য এতদিন পর্যন্ত যে সমস্ত স্কুল ছিল সেখানে সর্বাধিক দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যেত। কিন্তু এর বাইরে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

আর সেই কারণেই এই কলেজ তৈরির ভাবনা ছিল সরকারের। এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রায় 17 হাজারের বেশি ছাত্র-ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত। এবার তারাও উচ্চশিক্ষার সুযোগ পাবে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।

কলকাতা, 27 জুলাই: বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সরকারিভাবে এখনও পর্যন্ত গোটা দেশে অমিল। যতটুকু রয়েছে তার সবটাই রয়েছে বেসরকারি উদ্যোগে। এবার সেই পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, রাজ্যের প্রথম বিশেষভাবে সক্ষমদের জন্য কলেজ তৈরি হতে চলেছে উত্তর 24 পরগনার হাবরায়। তাঁর মতে, কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে এই উদ্যোগ প্রথমবার। হাবরা পৌরসভার অন্তর্গত বাণীপুর গভর্নমেন্ট অফ এডুকেশন ভবন সংলগ্ন খালি জমিতে কলেজটি তৈরি হবে বলেও জানান মন্ত্রী। তাঁর দাবি, এই কলেজ হবে সারা দেশে বিশেষভাবে সক্ষমদের জন্য এই ধরনের প্রথম সরকারি কলেজ। অন্য কোনও রাজ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য এমন একটিও কলেজ নেই বলেও বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।

এদিন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারের প্রশ্নের জবাবে জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা জমি ইতিমধ্যেই জনশিক্ষা দফতরের নামে হস্তান্তর করা হয়েছে গত মাসেই। রাজ্যের অর্থ বিভাগও এমন একটি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে।" এমনকী মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে এই কাজের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চিঠি দিয়েছেন বলেও জানা গিয়েছে।

এদিন মন্ত্রী আরও বলেন, "বিল্ডিংটিতে ছেলে এবং মেয়েদের থাকার জন্য আলাদা সুবিধা থাকবে এবং অন্যান্য রাজ্যের বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরাও এই কলেজে পড়ার সুযোগ পাবে।" মন্ত্রীর দাবি, প্রস্তাবিত কলেজে কারিগরি শিক্ষা দেওয়ার সম্ভবনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে। মন্ত্রী জানান, তাঁর দফতরের অধীনে বিশেষভাবে সক্ষমদের জন্য এতদিন পর্যন্ত যে সমস্ত স্কুল ছিল সেখানে সর্বাধিক দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা যেত। কিন্তু এর বাইরে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

আর সেই কারণেই এই কলেজ তৈরির ভাবনা ছিল সরকারের। এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রায় 17 হাজারের বেশি ছাত্র-ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত। এবার তারাও উচ্চশিক্ষার সুযোগ পাবে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.