কলকাতা, 11 সেপ্টেম্বর : যে ভাইরাসের দাপটে বিধস্ত হয়েছে গোটা পৃথিবী, বদলে গিয়েছে প্রত্যেক মানুষের জীবনধারা ৷ এবার সেই করোনা ভাইরাস সম্পর্কে পড়ুয়াদের সচেতন করার চিন্তা-ভাবনা চলেছে । স্কুলের পাঠ্যক্রমে করোনা সম্পর্কে একটি চ্যাপ্টার বা অধ্যায় চালু করার পরিকল্পনা করছে শিক্ষা দফতর । জানিয়েছেন সিলেবাস কমিটির এক উচ্চপদস্থ আধিকারিক ।
যদিও গতবছরই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, এই ভাইরাসের সম্পর্কে সাধারণ মানুষ ও ছোটদের আরও সচেতন করা প্রয়োজন । তাই ভবিষ্যতে পাঠ্যক্রমে এই বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হবে । রাজ্য সিলেবাস কমিটির এক কর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমস্ত সদস্য ও বিশেষজ্ঞদের আলোচনা চলছে । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ ছোট ক্লাসগুলিতেও এই বিষয়ে অধ্যায় যুক্ত করা হতে পারে ।
আরও পড়ুন : Corona in Bengal : পরপর চারদিন 700-র ঘরে সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে উত্তর 24 পরগনা ও কলকাতা
তবে কবে থেকে তা চালু হবে সেই বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি । বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায় রয়েছে । মূলত করোনা ভাইরাস কী, এই ভাইরাসের প্রকৃতি কেমন, এই রোগের লক্ষণগুলি কী কী এই নিয়েই তৈরি হতে পারে পাঠ্যসূচি ।