মুম্বই, 1 ডিসেম্বর : দু'দিনের মুম্বই সফরে আজ এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (Mamata Banerjee to meet Sharad Pawar Today) ৷ বিকেল 3টে 15 মিনিট নাগাদ এনসিপি প্রধানের বাড়ি গিয়ে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো ৷
গতকাল মুম্বই পৌঁছে তিনি সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দেন ৷ বাণিজ্য নগরীতে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন বহু অনুরাগী ৷ এছাড়া গতকাল শিবসেনা নেতা তথা রাজ্যসভার শিবসেনা সাংসদ (Shiv Sena) সঞ্জয় রাউত (Rajya Sabha MP Sanjay Raut) এবং উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে (Aadtiya Thackeray) সঙ্গে বৈঠক করেন ৷
আজ দুপুর 1.15 মিনিট নাগাদ নারিমান পয়েন্টে অবস্থিত ওয়াই বি চৌহান সেন্টারে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করবেন ৷ এরপর এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদির (Maha Vikas Aghadi, MVA) কংগ্রেস ও শিবসেনার জোটসঙ্গী ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতার সঙ্গে জরুরি বৈঠক সারবেন ৷
এরপর বিকেল 5টা নাগাদ লোয়ার প্যারেলে একটি হোটেলে মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের (Young Professional Organisation) আয়োজিত শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ ত্রিপুরা, অসম, গোয়া, উত্তরপ্রদেশ এবং সম্প্রতি মেঘালয়ার 12 জন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার কি তাহলে পশ্চিম জয়ের প্রস্তুতি ?