ETV Bharat / state

Mamata Banerjee in Spain: স্পেনেও পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন, প্রবাসী বাঙালিদের অনুরোধ মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 6:56 AM IST

বিদেশ সফরে গিয়ে স্পেনে বসবাসকারী প্রাবসী বাঙালিদের সঙ্গে গানে-গল্পে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিদেশের মাটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুরোধ জানালেন তিনি ৷

ETV Bharat
স্পেনে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 16 সেপ্টেম্বর: প্রবাসী বাঙালিরাও পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। এমনই অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এখন তিনি স্পেনে ৷ শুক্রবার সেখানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেন মুখ্যমন্ত্রী ৷ এরপর স্পেনে বসবাসকারী বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিদেশ সফরে গেলেও এভাবেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন, কথা বলেন ৷

মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের প্রস্তাব পাশ হয় ৷ পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাসী বাঙালিদের বিদেশের মাটিতে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন অনুরোধ করেন ৷ একই সঙ্গে 'বাংলার মাটি বাংলার জল' গানটিকেও রাজ্য সঙ্গীত হিসাবে গাইতে অনুরোধ করেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি রাখি বন্ধনে উৎসবের স্মৃতিবিজড়িত ৷

  • Moments of joy!

    Today, Hon’ble CM @MamataOfficial met and interacted with the people from the Indian community in Madrid, Spain.

    The lively exchange provided an opportunity to foster connections beyond borders.

    Insightful conversations, cultural celebrations, and a strong… pic.twitter.com/v8WvtVcYwM

    — All India Trinamool Congress (@AITCofficial) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন শিল্প সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান স্পেনে বসবাসকারী প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ঘরোয়া আড্ডায় যোগ দিতে ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর ঘিরে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে উৎসাহ ছিলই ৷ বিশেষত করে যুব সম্প্রদায়ের মধ্যে ৷ তাঁদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ৷ আড্ডার মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতের আসরও বসেছিল ৷

বাংলায় 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত হয়েছে ৷ 20 জুন দিবসটিকেই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে মান্যতা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সঙ্গে সহমত বঙ্গ বিজেপি ৷ এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার ৷ তবে বাংলার বুকে এই নিয়ে বিতর্ক থাকলেও প্রবাসীদের মধ্যে এই দিনটিকে জনপ্রিয় করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী ৷ পাঁচ বছর বাদে ফের বিদেশ সফরে স্পেনে গিয়েছেন তিনি ৷ শুক্রবার প্রবাসী বাঙালিদের সঙ্গে আড্ডায় যোগ দেন ৷ সেখানে বাংলা-স্পেনের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকর্ম নিয়ে আলোচনা হয় ৷ এবার স্পেনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় কিনা সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

কলকাতা, 16 সেপ্টেম্বর: প্রবাসী বাঙালিরাও পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। এমনই অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এখন তিনি স্পেনে ৷ শুক্রবার সেখানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেন মুখ্যমন্ত্রী ৷ এরপর স্পেনে বসবাসকারী বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিদেশ সফরে গেলেও এভাবেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন, কথা বলেন ৷

মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের প্রস্তাব পাশ হয় ৷ পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাসী বাঙালিদের বিদেশের মাটিতে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন অনুরোধ করেন ৷ একই সঙ্গে 'বাংলার মাটি বাংলার জল' গানটিকেও রাজ্য সঙ্গীত হিসাবে গাইতে অনুরোধ করেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি রাখি বন্ধনে উৎসবের স্মৃতিবিজড়িত ৷

  • Moments of joy!

    Today, Hon’ble CM @MamataOfficial met and interacted with the people from the Indian community in Madrid, Spain.

    The lively exchange provided an opportunity to foster connections beyond borders.

    Insightful conversations, cultural celebrations, and a strong… pic.twitter.com/v8WvtVcYwM

    — All India Trinamool Congress (@AITCofficial) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন শিল্প সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান স্পেনে বসবাসকারী প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ঘরোয়া আড্ডায় যোগ দিতে ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর ঘিরে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে উৎসাহ ছিলই ৷ বিশেষত করে যুব সম্প্রদায়ের মধ্যে ৷ তাঁদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ৷ আড্ডার মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতের আসরও বসেছিল ৷

বাংলায় 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত হয়েছে ৷ 20 জুন দিবসটিকেই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে মান্যতা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সঙ্গে সহমত বঙ্গ বিজেপি ৷ এই দাবি মানতে নারাজ রাজ্য সরকার ৷ তবে বাংলার বুকে এই নিয়ে বিতর্ক থাকলেও প্রবাসীদের মধ্যে এই দিনটিকে জনপ্রিয় করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী ৷ পাঁচ বছর বাদে ফের বিদেশ সফরে স্পেনে গিয়েছেন তিনি ৷ শুক্রবার প্রবাসী বাঙালিদের সঙ্গে আড্ডায় যোগ দেন ৷ সেখানে বাংলা-স্পেনের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকর্ম নিয়ে আলোচনা হয় ৷ এবার স্পেনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় কিনা সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.