কলকাতা, 30 জুলাই: বিজোপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র সাংসদদের মণিপুর সফরকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ একই সঙ্গে, বিরোধী সাংসদদের এই সফর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ করেন সুকান্ত ৷
মণিপুরের ঘটনা নিয়ে বিরোধীরা সংসদের ভিতরে এবং বাইরে প্রবল চাপ সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকারের উপর ৷ একই সঙ্গে, 26টি অবিজেপি বিরোধী রাজনৈতিক দলের জোট যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া', তাদের তরফে কার্যত স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে, এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে লড়াই জারি থাকবে ৷ প্রায় তিন মাস হয়ে গেলেও এখনও শান্তি ফেরেনি মণিপুরে ৷ এর মাঝেই একের পর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ কখনও মহিলাদের বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো, তো কখনও রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্তের স্ত্রী'কে জীবন্ত পুড়িয়ে হত্যা করা ৷ বারবারই খবরের শিরোণামে উঠে এসেছে সেই মণিপুর প্রসঙ্গ ৷
এরপর গত 20 জুলাই সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা ৷ একই সঙ্গে, শনিবার দু'দিনের সফরে মণিপুরে গিয়েছেন বিরোধী সাংসদরা ৷ সেখানে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরনার্থী শিবিরেও গিয়েছেন সাংসদরা ৷ সেখান থেকেই বিজেপি'র বিরুদ্ধে তোপও দেগেছেন তারা ৷ যার পালটা এদিন 'ইন্ডিয়া' জোটের প্রতিনিধিদের তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ রবিবার তিনি বলেন, "এটি কেবল একটি রাজনৈতিক সফর ছাড়া কিছুই নয়।" শুধু তাই নয়, বিরোধী সাংসদদের পশ্চিমবঙ্গ সফরে আসা উচিৎ বলেও জানান তিনি ৷
আরও পড়ুন: সোমবার মণিপুর নিয়ে আলোচনা বিধানসভায়, বলবেন মমতাও
এদিন সুকান্ত মজুমদার বলেন, "তাদের পশ্চিমবঙ্গ সফর করা উচিত ৷ মালদা ও কোচবিহারের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করা উচিত। মণিপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। বিরোধীদের উচিত সংসদে বসে এই বিষয়ে আলোচনা করা।" এর আগে অমিত শাহ, অনুরাগ ঠাকুররা বারবার মণিপুর নিয়ে সংসদে আলোচনার জন্য বিরোধীদের প্রস্তাব দেন ৷ তারপরও অবশ্য পরিস্থিতির কোনও বদল হয়নি ৷