ETV Bharat / state

দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস-তৃণমূলকে একসঙ্গে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar on Congress and TMC: দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের খোঁচা দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভও দেখায় সংসদে ৷ কংগ্রেসের ধীরাজ সাহুর দুর্নীতি সম্বন্ধে বলতে গিয়ে এদিন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একই সূত্রে তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়লেন না।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:45 PM IST

কংগ্রেস-তৃণমূলকে একসঙ্গে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার

কলকাতা, 11 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সংসদ সদস্য পদ খারিজ হওয়ায় রাজধানীতে যেভাবে হাওয়া গরম হয়েছিল তা ঠান্ডা হতে না হতেই কংগ্রেসের সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। আর সেই ইস্যুতে সোমবার কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে সংসদের বাইরে প্রতিবাদ জানাল বিজেপি সাংসদরা। 'যেখানে কংগ্রেস, সেখানেই দুর্নীতি' এই স্লোগান দিয়ে এদিন দিল্লিতে সংসদ ভবনের সামনে গান্ধি মূর্তির পাদদেশে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য বিজেপি সাংসদরা।

কংগ্রেসের ধীরাজ সাহুর দুর্নীতি সম্বন্ধে বলতে গিয়ে এদিন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একই সূত্রে তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়লেন না। রবিবার রাত পর্যন্ত চলে সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর বাড়ি থেকে টাকা উদ্ধার। এদিনও চলেছে টাকা গোনা ৷ শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে 353 কোটি টাকা। এদিন দিল্লিতে এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা বিক্ষোভ দেখান। সুকান্ত মজুমদার বলেন, "বিগত কয়েকদিনে যেভাবে কংগ্রেসের ধীরাজ সাহুর গোডাউন থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাতে পরিষ্কার যে কংগ্রেস হোক বা তৃণমূল কংগ্রেস এই গোটা 'ইন্ডিয়া' জোট হল চোরদের জোট। আর এই আলীবাবা চল্লিশ চোরের জোট এখন তৈরি হয়েছে।"

এদিন বিজেপি'র পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, এই চোরদের ভারতবর্ষের 'চৌকিদার' নরেন্দ্র মোদি সবাইকে ধরে ধরে শাস্তি দেবেন। তাঁদের সাফ করবে মোদিই। এঁদের সবাইকে জেলের ভেতরেও ঢোকানো হবে। একই সূত্রে সুকান্ত মজুমদার বঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, "এখনও পর্যন্ত ধীরাজ সাহুর বাড়ি থেকে সাড়ে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক মন্ত্রী যিনি বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তাঁর বান্ধবীর দুটি ফ্ল্যাট এবং খাটের নীচ থেকে প্রায় 50 কোটির উপর টাকা পাওয়া গিয়েছিল।"

পাশাপাশি বিজেপি দাবি করে যে, পশ্চিমবঙ্গে যে কালো টাকা উদ্ধার করা হয়েছে তা হিমশৈলের চুড়া মাত্র। আগামীদিনে তদন্ত হলে আরও কোটি কোটি টাকা পাওয়া যাবে। সমস্ত নেতারা জেলের ভেতরে ঢুকছে। বাকিরাও জেলের ভেতরে ঢুকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদির মন্ত্র "না খাবো, না খেতে দেব" এই মন্ত্র নিয়েই বিজেপি এগিয়ে যাবে।

আরও পড়ুন

  1. যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি, হলফনামা ইউজিসির
  2. বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ?
  3. দুবাইয়ে আটকে থাকা বালুরঘাটের 13 শ্রমিককে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত

কংগ্রেস-তৃণমূলকে একসঙ্গে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার

কলকাতা, 11 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সংসদ সদস্য পদ খারিজ হওয়ায় রাজধানীতে যেভাবে হাওয়া গরম হয়েছিল তা ঠান্ডা হতে না হতেই কংগ্রেসের সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। আর সেই ইস্যুতে সোমবার কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে সংসদের বাইরে প্রতিবাদ জানাল বিজেপি সাংসদরা। 'যেখানে কংগ্রেস, সেখানেই দুর্নীতি' এই স্লোগান দিয়ে এদিন দিল্লিতে সংসদ ভবনের সামনে গান্ধি মূর্তির পাদদেশে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য বিজেপি সাংসদরা।

কংগ্রেসের ধীরাজ সাহুর দুর্নীতি সম্বন্ধে বলতে গিয়ে এদিন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একই সূত্রে তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়লেন না। রবিবার রাত পর্যন্ত চলে সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর বাড়ি থেকে টাকা উদ্ধার। এদিনও চলেছে টাকা গোনা ৷ শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে 353 কোটি টাকা। এদিন দিল্লিতে এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা বিক্ষোভ দেখান। সুকান্ত মজুমদার বলেন, "বিগত কয়েকদিনে যেভাবে কংগ্রেসের ধীরাজ সাহুর গোডাউন থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে তাতে পরিষ্কার যে কংগ্রেস হোক বা তৃণমূল কংগ্রেস এই গোটা 'ইন্ডিয়া' জোট হল চোরদের জোট। আর এই আলীবাবা চল্লিশ চোরের জোট এখন তৈরি হয়েছে।"

এদিন বিজেপি'র পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, এই চোরদের ভারতবর্ষের 'চৌকিদার' নরেন্দ্র মোদি সবাইকে ধরে ধরে শাস্তি দেবেন। তাঁদের সাফ করবে মোদিই। এঁদের সবাইকে জেলের ভেতরেও ঢোকানো হবে। একই সূত্রে সুকান্ত মজুমদার বঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, "এখনও পর্যন্ত ধীরাজ সাহুর বাড়ি থেকে সাড়ে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক মন্ত্রী যিনি বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তাঁর বান্ধবীর দুটি ফ্ল্যাট এবং খাটের নীচ থেকে প্রায় 50 কোটির উপর টাকা পাওয়া গিয়েছিল।"

পাশাপাশি বিজেপি দাবি করে যে, পশ্চিমবঙ্গে যে কালো টাকা উদ্ধার করা হয়েছে তা হিমশৈলের চুড়া মাত্র। আগামীদিনে তদন্ত হলে আরও কোটি কোটি টাকা পাওয়া যাবে। সমস্ত নেতারা জেলের ভেতরে ঢুকছে। বাকিরাও জেলের ভেতরে ঢুকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদির মন্ত্র "না খাবো, না খেতে দেব" এই মন্ত্র নিয়েই বিজেপি এগিয়ে যাবে।

আরও পড়ুন

  1. যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি, হলফনামা ইউজিসির
  2. বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, রয়েছেন কুণাল; জট খুলবে ?
  3. দুবাইয়ে আটকে থাকা বালুরঘাটের 13 শ্রমিককে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.