ETV Bharat / state

ভোটে দাঁড়াচ্ছেন না সূর্যকান্ত, বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় চমক - বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী তালিকা

দীর্ঘদিনের বিধায়ক তথা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরি এবছর ভোটে দাঁড়াবেন না । প্রার্থী তালিকায় থাকছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও ।

kkkk
kkkk
author img

By

Published : Mar 2, 2021, 7:58 PM IST

কলকাতা, 2 মার্চ : আসন বণ্টন নিয়ে মুজাফফর আহমেদ ভবনে আজ দীর্ঘক্ষণ ধরে বৈঠক হল । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে সবকটি বাম দলকে নিয়ে বৈঠক করেন নেতৃত্ব। চলতি মাসের 8 তারিখে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্য বামফ্রন্ট । ফরওয়ার্ড ব্লক আপাতত 19টি আসনে প্রার্থী দেবে । সিপিআই প্রার্থী দেবে ন'টি আসনে, আরএসপি সম্ভাব্য 11টি, কংগ্রেস 92 এবং আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও পর্যন্ত 37টি আসনে প্রার্থী দেবে বলে ঠিক হয়েছে ।

প্রার্থী তালিকায় 60 শতাংশ নতুন মুখের প্রাধান্য থাকবে । দীর্ঘদিনের বিধায়ক তথা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরি এবছর ভোটে দাঁড়াবেন না । প্রার্থী তালিকায় থাকছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও । সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ৷ হুগলি চণ্ডীতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী দীপ্সিতা ধর বালি অথবা বেলুড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ ঐশী ঘোষ দুর্গাপুর পূর্ব অথবা পশ্চিম মেদিনীপুর থেকে প্রার্থী হতে পারেন । শালবনী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুশান্ত ঘোষ ।

আরও পড়ুন : ঠিক কী হয়েছিল অধীরের সঙ্গে ? অকপট আব্বাস

এছাড়া গড়বেতা থেকে তপন ঘোষ, নারায়ণগড় থেকে তাপস সিনহা, কসবা থেকে শতরূপ ঘোষ, শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য, বেলেঘাটা থেকে রাজীব বিশ্বাস, কামারহাটি থেকে মানস মুখোপাধ্যায়, যাদবপুর থেকে সুজন চক্রবর্তী, বরানগর থেকে সায়ন দীপ মিত্র, উত্তর 24 পরগনার বিজপুর অথবা খড়দা থেকে প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস । চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র এবং দেবদূত ঘোষ টালিগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন । বেহালা পূর্বের প্রার্থী হতে পারেন নিহার ভক্ত । পাণ্ডবেশ্বর কুলটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : নকলের গায়ে নকল লেখা আছে শুনে হাসি পায়, তৃণমূলকে কটাক্ষ আব্বাসের

আরএসপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন গোসাবা থেকে অনিল মণ্ডল, বাসন্তীতে সমর বিশ্বাস, বোলপুর থেকে তপন হোড় এবং ছাতনা থেকে ফাল্গুনী মুখোপাধ্যায় ৷ বালুরঘাট থেকে এবার বিশ্বনাথ চৌধুরি প্রতিদ্বন্দ্বিতা করছেন না । নতুন প্রার্থী হতে পারেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস । চাকুলিয়া থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হতে পারেন আল-ই-ইমরান রামজ । দিনহাটা থেকে দাঁড়াতে পারেন আব্দুল রউফ ।

এদিকে আগামী 6 তারিখ নরেন্দ্র মোদি রাজ্যে আসার আগের দিন বিক্ষোভ মিছিল করবে কংগ্রেস এবং বামফ্রন্ট । সঙ্গে থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । বিকেল সাড়ে তিনটের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত এই মিছিল হবে ।

কলকাতা, 2 মার্চ : আসন বণ্টন নিয়ে মুজাফফর আহমেদ ভবনে আজ দীর্ঘক্ষণ ধরে বৈঠক হল । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে সবকটি বাম দলকে নিয়ে বৈঠক করেন নেতৃত্ব। চলতি মাসের 8 তারিখে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্য বামফ্রন্ট । ফরওয়ার্ড ব্লক আপাতত 19টি আসনে প্রার্থী দেবে । সিপিআই প্রার্থী দেবে ন'টি আসনে, আরএসপি সম্ভাব্য 11টি, কংগ্রেস 92 এবং আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও পর্যন্ত 37টি আসনে প্রার্থী দেবে বলে ঠিক হয়েছে ।

প্রার্থী তালিকায় 60 শতাংশ নতুন মুখের প্রাধান্য থাকবে । দীর্ঘদিনের বিধায়ক তথা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরি এবছর ভোটে দাঁড়াবেন না । প্রার্থী তালিকায় থাকছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও । সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ৷ হুগলি চণ্ডীতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী দীপ্সিতা ধর বালি অথবা বেলুড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ ঐশী ঘোষ দুর্গাপুর পূর্ব অথবা পশ্চিম মেদিনীপুর থেকে প্রার্থী হতে পারেন । শালবনী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুশান্ত ঘোষ ।

আরও পড়ুন : ঠিক কী হয়েছিল অধীরের সঙ্গে ? অকপট আব্বাস

এছাড়া গড়বেতা থেকে তপন ঘোষ, নারায়ণগড় থেকে তাপস সিনহা, কসবা থেকে শতরূপ ঘোষ, শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য, বেলেঘাটা থেকে রাজীব বিশ্বাস, কামারহাটি থেকে মানস মুখোপাধ্যায়, যাদবপুর থেকে সুজন চক্রবর্তী, বরানগর থেকে সায়ন দীপ মিত্র, উত্তর 24 পরগনার বিজপুর অথবা খড়দা থেকে প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস । চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র এবং দেবদূত ঘোষ টালিগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন । বেহালা পূর্বের প্রার্থী হতে পারেন নিহার ভক্ত । পাণ্ডবেশ্বর কুলটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : নকলের গায়ে নকল লেখা আছে শুনে হাসি পায়, তৃণমূলকে কটাক্ষ আব্বাসের

আরএসপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন গোসাবা থেকে অনিল মণ্ডল, বাসন্তীতে সমর বিশ্বাস, বোলপুর থেকে তপন হোড় এবং ছাতনা থেকে ফাল্গুনী মুখোপাধ্যায় ৷ বালুরঘাট থেকে এবার বিশ্বনাথ চৌধুরি প্রতিদ্বন্দ্বিতা করছেন না । নতুন প্রার্থী হতে পারেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস । চাকুলিয়া থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হতে পারেন আল-ই-ইমরান রামজ । দিনহাটা থেকে দাঁড়াতে পারেন আব্দুল রউফ ।

এদিকে আগামী 6 তারিখ নরেন্দ্র মোদি রাজ্যে আসার আগের দিন বিক্ষোভ মিছিল করবে কংগ্রেস এবং বামফ্রন্ট । সঙ্গে থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । বিকেল সাড়ে তিনটের সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত এই মিছিল হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.