ETV Bharat / state

AG slams Suvendu: ওবিসি সংরক্ষণের তালিকায় মামলা রাজনৈতিক উদ্দেশ্যেই, শুভেন্দুর অভিযোগ নস্যাৎ এজি'র - শুভেন্দু অধিকারী

হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তা নিয়েই এবার শুভেন্দুর অভিযোেগ উড়িয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendra Nath Mookherjee slams Suvendu) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 9:04 PM IST

কলকাতা, 16 মার্চ: ওবিসি সংরক্ষণের তালিকা সম্পূর্ণ না-করেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে । এমনটাই অভিযোগ করে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (WB Advocate General Soumendra Nath Mookherjee)। তিনি জানান, বিরোধী দলনেতার দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । কারণ সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করার পর রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল, কোনও রাজনৈতিক দল তা চ্যালেঞ্জ করেনি (Soumendra Nath Mookherjee slams Suvendu Adhikari)।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "সংরক্ষিত আসন সম্পর্কিত বিষয়ে সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । নির্বাচন কমিশনের এই সংক্রান্ত নোটিশগুলো চ্যালেঞ্জ করা হয়নি মামলায় । নিয়ম অনুযায়ী, ওবিসি সংরক্ষণ হিসাবের মধ্যেই আসে না যদি এসসি, এসটি সংরক্ষণ 50% হয়ে যায়। পাশাপাশি সার্ভে প্রক্রিয়া নিয়ে আদালতে এখনও কোনও প্রশ্ন ওঠেনি । কোনও রাজনৈতিক দল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়নি । এই নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তারা কেউ এই বিজ্ঞপ্তিটাকে চ্যালেঞ্জ করেনি।"

অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মামলায় তাদের কোনও বক্তব্য নেই । কারণ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারে পড়ে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী পিএস পাটোয়ালিয়া জানান, সংবিধান অনুয়ায়ী ওবিসি'দের সংরক্ষণ বাধ্যতামূলক । প্রায় দেড় বছর আগে জনগণনা হয়েছে । প্রশাসনের উচিত ছিল বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে ওবিসি সংখ্যা নির্ধারণ করা।
এদিন শুনানি সম্পূর্ণ হয়নি । শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । তিনি আবেদন জানিয়েছিলেন, নির্বাচনের ডিলিমিটেশন প্রসেস (অর্থাৎ নির্বাচনী ক্ষেত্র নির্ধারণ, সংরক্ষণের তালিকা সংশোধন) ইত্যাদি কাজ সম্পন্ন হয়নি । তা শেষ না-হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা স্থগিত রাখা হোক । সেই মামলাতে আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ জারি করে রেখেছেন ।

কলকাতা, 16 মার্চ: ওবিসি সংরক্ষণের তালিকা সম্পূর্ণ না-করেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে । এমনটাই অভিযোগ করে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (WB Advocate General Soumendra Nath Mookherjee)। তিনি জানান, বিরোধী দলনেতার দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । কারণ সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করার পর রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল, কোনও রাজনৈতিক দল তা চ্যালেঞ্জ করেনি (Soumendra Nath Mookherjee slams Suvendu Adhikari)।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "সংরক্ষিত আসন সম্পর্কিত বিষয়ে সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । নির্বাচন কমিশনের এই সংক্রান্ত নোটিশগুলো চ্যালেঞ্জ করা হয়নি মামলায় । নিয়ম অনুযায়ী, ওবিসি সংরক্ষণ হিসাবের মধ্যেই আসে না যদি এসসি, এসটি সংরক্ষণ 50% হয়ে যায়। পাশাপাশি সার্ভে প্রক্রিয়া নিয়ে আদালতে এখনও কোনও প্রশ্ন ওঠেনি । কোনও রাজনৈতিক দল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়নি । এই নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তারা কেউ এই বিজ্ঞপ্তিটাকে চ্যালেঞ্জ করেনি।"

অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মামলায় তাদের কোনও বক্তব্য নেই । কারণ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারে পড়ে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী পিএস পাটোয়ালিয়া জানান, সংবিধান অনুয়ায়ী ওবিসি'দের সংরক্ষণ বাধ্যতামূলক । প্রায় দেড় বছর আগে জনগণনা হয়েছে । প্রশাসনের উচিত ছিল বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে ওবিসি সংখ্যা নির্ধারণ করা।
এদিন শুনানি সম্পূর্ণ হয়নি । শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । তিনি আবেদন জানিয়েছিলেন, নির্বাচনের ডিলিমিটেশন প্রসেস (অর্থাৎ নির্বাচনী ক্ষেত্র নির্ধারণ, সংরক্ষণের তালিকা সংশোধন) ইত্যাদি কাজ সম্পন্ন হয়নি । তা শেষ না-হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা স্থগিত রাখা হোক । সেই মামলাতে আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ জারি করে রেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.