ETV Bharat / state

বৃহস্পতিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়

পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজের জন্য বৃহস্পতিবার কলকাতা পৌরনিগম দক্ষিণ কলকাতায় পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে । পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ছ'টা থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হবে ।

আগামী 6 তারিখ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে , জানাল কলকাতা পৌরনিগম
আগামী 6 তারিখ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে , জানাল কলকাতা পৌরনিগম
author img

By

Published : May 4, 2021, 8:43 AM IST

কলকাতা , 4 মে : বৃহস্পতিবার (6 মে) দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা । গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজের জন্য কলকাতা পৌরনিগম পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে ।

কলকাতা পৌরনিগমের তরফ থেকে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, বুস্টার পাম্পিং মেশিন মেরামত ও পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ হবে বৃহস্পতিবার । তাই 6 তারিখ বৃহস্পতিবার গার্ডেনরিচ থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

গার্ডেনরিচের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকার ফলে দক্ষিণ কলকাতার বহু অংশে ওইদিন জল সাময়িক থাকবে না । বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ ও বজবজ থেকে টালিগঞ্জ, হাজরা, রাসবিহারী, গড়িয়া ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় কলকাতা পৌরনিগম থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

একইসঙ্গে কালীঘাট, চেতলা, রানিকুঠি, কুঁদঘাট, লেক গার্ডেন্স, গলফ্ গ্রিন, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী সেন পল্লি, সিরিটি প্রফুল্ল পার্ক সহ একাধিক এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷

কলকাতা পৌরনিগমের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি
কলকাতা পৌরনিগমের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি

কলকাতা পৌরনিগম বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ছ'টায় গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হবে । সকাল 10টার পর জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে সারাদিনের জন্য । পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ছ'টা থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হবে ।

আরও পড়ুন : দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মী

কলকাতা , 4 মে : বৃহস্পতিবার (6 মে) দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্ধ থাকবে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা । গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে পাইপলাইনের মেরামতি ও আধুনিকীকরণের কাজের জন্য কলকাতা পৌরনিগম পানীয় জল পরিষেবা বন্ধ রাখবে ।

কলকাতা পৌরনিগমের তরফ থেকে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, বুস্টার পাম্পিং মেশিন মেরামত ও পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ হবে বৃহস্পতিবার । তাই 6 তারিখ বৃহস্পতিবার গার্ডেনরিচ থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

গার্ডেনরিচের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকার ফলে দক্ষিণ কলকাতার বহু অংশে ওইদিন জল সাময়িক থাকবে না । বেহালা, মহেশতলা, গার্ডেনরিচ ও বজবজ থেকে টালিগঞ্জ, হাজরা, রাসবিহারী, গড়িয়া ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় কলকাতা পৌরনিগম থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

একইসঙ্গে কালীঘাট, চেতলা, রানিকুঠি, কুঁদঘাট, লেক গার্ডেন্স, গলফ্ গ্রিন, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী সেন পল্লি, সিরিটি প্রফুল্ল পার্ক সহ একাধিক এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ৷

কলকাতা পৌরনিগমের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি
কলকাতা পৌরনিগমের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি

কলকাতা পৌরনিগম বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ছ'টায় গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হবে । সকাল 10টার পর জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে সারাদিনের জন্য । পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ছ'টা থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হবে ।

আরও পড়ুন : দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.