কলকাতা, 16 অগাস্ট : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টিপাত ৷ আগামী 48 ঘণ্টা বৃষ্টি হবে বলে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ ঘণ্টা দুয়েকের এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তা । ইতিমধ্যে জলের তলায় বহু রাস্তা । তবে রাত 11টার পর ভারী বৃষ্টি হলে জল নামতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেয়াদ পারিষদ তারক সিং । আপাতত সারারাত খোলা থাকবে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷
এই বিষয়ে, মেয়র পারিষদ তারক সিং বলেন, "জল নামতে বেশি সময় লাগবে না ৷ রাত ন'টার পর জোয়ার আসবে । এরপর ভারী বৃষ্টি হলে তা 11 টা পর্যন্ত ঠেকানো সম্ভব হবে । যদি রাত 11টার পর ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে জল নামতে সমস্যা হতে পারে ৷ তাই সারারাত খোলা থাকছে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷ কোথাও সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য তৎপর থাকবেন পৌরকর্মীরা ৷"
এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ, মোমিনপুর - 65 মিলিমিটার, বেহালা - 72.6 মিলিমিটার, নিউ মার্কেট -39 মিলিমিটার, বালিগঞ্জ- 56 মিলিমিটার, কালীঘাট-56.8 মিলিমিটার, চেতলা- 49 মিলিমিটার, ঠনঠনিয়া- 22 মিলিমিটার, উল্টোডাঙা- 29 মিলিমিটার, জিনজিরা বাজার- 63 মিলিমিটার, মানিকতলা-19 মিলিমিটার, দত্তাবাগ-22 মিলিমিটার ৷