ETV Bharat / state

জল থইথই কলকাতা, জোয়ারে বাড়বে সমস্যা - water level increased on the roads of kolkata

ইতিমধ্যে জলের তলায় বহু রাস্তা । তবে রাত 11টার পর ভারী বৃষ্টি হলে জল নামতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেয়াদ পারিষদ তারক সিং । আপাতত সারারাত খোলা থাকবে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 16, 2019, 6:25 PM IST

Updated : Aug 17, 2019, 4:42 PM IST

কলকাতা, 16 অগাস্ট : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টিপাত ৷ আগামী 48 ঘণ্টা বৃষ্টি হবে বলে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ ঘণ্টা দুয়েকের এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তা । ইতিমধ্যে জলের তলায় বহু রাস্তা । তবে রাত 11টার পর ভারী বৃষ্টি হলে জল নামতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেয়াদ পারিষদ তারক সিং । আপাতত সারারাত খোলা থাকবে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷

image
ভারী বৃষ্টির জেরে ক্রমাগত বাড়ছে রাস্তার জল

এই বিষয়ে, মেয়র পারিষদ তারক সিং বলেন, "জল নামতে বেশি সময় লাগবে না ৷ রাত ন'টার পর জোয়ার আসবে । এরপর ভারী বৃষ্টি হলে তা 11 টা পর্যন্ত ঠেকানো সম্ভব হবে । যদি রাত 11টার পর ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে জল নামতে সমস্যা হতে পারে ৷ তাই সারারাত খোলা থাকছে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷ কোথাও সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য তৎপর থাকবেন পৌরকর্মীরা ৷"

ভিডিয়োয় শুনুন মেয়র পরিষদ তারক সিংয়ের বক্তব্য

এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ, মোমিনপুর - 65 মিলিমিটার, বেহালা - 72.6 মিলিমিটার, নিউ মার্কেট -39 মিলিমিটার, বালিগঞ্জ- 56 মিলিমিটার, কালীঘাট-56.8 মিলিমিটার, চেতলা- 49 মিলিমিটার, ঠনঠনিয়া- 22 মিলিমিটার, উল্টোডাঙা- 29 মিলিমিটার, জিনজিরা বাজার- 63 মিলিমিটার, মানিকতলা-19 মিলিমিটার, দত্তাবাগ-22 মিলিমিটার ৷

কলকাতা, 16 অগাস্ট : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টিপাত ৷ আগামী 48 ঘণ্টা বৃষ্টি হবে বলে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ ঘণ্টা দুয়েকের এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তা । ইতিমধ্যে জলের তলায় বহু রাস্তা । তবে রাত 11টার পর ভারী বৃষ্টি হলে জল নামতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেয়াদ পারিষদ তারক সিং । আপাতত সারারাত খোলা থাকবে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷

image
ভারী বৃষ্টির জেরে ক্রমাগত বাড়ছে রাস্তার জল

এই বিষয়ে, মেয়র পারিষদ তারক সিং বলেন, "জল নামতে বেশি সময় লাগবে না ৷ রাত ন'টার পর জোয়ার আসবে । এরপর ভারী বৃষ্টি হলে তা 11 টা পর্যন্ত ঠেকানো সম্ভব হবে । যদি রাত 11টার পর ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে জল নামতে সমস্যা হতে পারে ৷ তাই সারারাত খোলা থাকছে কন্ট্রোল রুম । সেখান থেকেই চালানো হবে নজরদারি ৷ কোথাও সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য তৎপর থাকবেন পৌরকর্মীরা ৷"

ভিডিয়োয় শুনুন মেয়র পরিষদ তারক সিংয়ের বক্তব্য

এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ, মোমিনপুর - 65 মিলিমিটার, বেহালা - 72.6 মিলিমিটার, নিউ মার্কেট -39 মিলিমিটার, বালিগঞ্জ- 56 মিলিমিটার, কালীঘাট-56.8 মিলিমিটার, চেতলা- 49 মিলিমিটার, ঠনঠনিয়া- 22 মিলিমিটার, উল্টোডাঙা- 29 মিলিমিটার, জিনজিরা বাজার- 63 মিলিমিটার, মানিকতলা-19 মিলিমিটার, দত্তাবাগ-22 মিলিমিটার ৷

Intro:আগামী 48 ঘন্টা দেব কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুরের সন্ধ্যে নামলে কলকাতা মহানগরীতে। আকাশ কালো করে আসে, বজ্রবিদ্যুৎ সহ অঝরে বৃষ্টি শুরু হয়। ঘন্টা দুয়েকের এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বহু রাস্তা। ইতিমধ্যেই কলকাতার বহু রাস্তায় জলের তলায়। যদিও মিয়ার পারিষদ তারক সিং জানিয়েছেন বেশিক্ষণ লাগবেনা জল নামতে দ্রুত জল নেমে যাবে কলকাতার রাজপথ থেকে। এই মুহূর্তে ঢাকা থাকায় জল তাড়াতাড়ি নেবে যাবে। তারক সিং জানিয়েছেন রাত নটার পর জোয়ার আসবে। এরপর ভারী বৃষ্টি হলে তা 11 টা অব্দি ঠেকানো সম্ভব হবে।


Body:রাত 11 টার পর ভারী বৃষ্টি হলে জল নামতে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেয়াদ পারিষদ তারক সিং। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কাল ফের জল জমার সমস্যা ভোগ করতে হতে পারে কলকাতা বাসীকে। তবে সারারাত খোলা থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে। কোথাও সমস্যা হলে তার দ্রুত সমাধানের জন্য তৎপর থাকবে পুরো কর্মীরা জানিয়েছেন নেয়ার করসো তারক সিং।


Conclusion:এখন অব্দি মমিনপুর বৃষ্টি হয়েছে
মমিনপুর 65 মিলিমিটার
বেহালাতে 72 পয়েন্ট 6 মিলি মিটার
নিউ মার্কেট 39 মিলিমিটার
পালমার ব্রিজ 46 মিলিমিটার
বালিগঞ্জ 56 মিলিমিটার
কালীঘাট 56.8 মিলিমিটার
চেতলা 49 মিলিমিটার
ঠনঠনিয়া 22 মিলিমিটার
উল্টোডাঙ্গা 29 মিলিমিটার
ভাপা 35 মিলিমিটার
জিনজিরা বাজার 63 মিলিমিটার
মানিকতলা 19 মিলিমিটার
দত্ত বাগ 22 মিলিমিটার
Last Updated : Aug 17, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.