ETV Bharat / state

নির্বাচনের আগেই ভোটকর্মীদের টিকাকরণের নির্দেশ রাজ্যের

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গতকাল রাজ্যের সব জেলাশাসক ও কমিশনারদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সেখানে টিকাকরণ নিয়ে জেলাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয় । 6 মার্চ মধ্যে ভোট কর্মীদের প্রথম ডোজ় দেওয়া ও 28 ফেব্রুয়ারির মধ্যে টিকাকরণের কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে ।

author img

By

Published : Feb 20, 2021, 1:43 PM IST

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কলকাতা, 20 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে যাঁরা ভোটকর্মী হিসেবে কাজ করবেন, তাঁদের কোরোনা টিকা দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে বলে নির্দেশ দিল রাজ্য সরকার । আগামী 6 মার্চের মধ্যেই শেষ করতে হবে প্রথম ডোজ় দেওয়ার কাজ । ইতিমধ্যেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাশাসককে লিখিতভাবে এই নির্দেশ পাঠিয়েছেন ।

স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রথম সারির সমস্ত করোনা যোদ্ধাকে দু'দফায় টিকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং পরের ধাপে সমস্ত সরকারি এবং আধা সরকারি দপ্তরে কর্মরত সব স্তরের কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী ও পরিবহন কর্মীদের টিকা দেওয়া হবে ।

প্রথম সারির যোদ্ধা হিসেবে ভোট কর্মীদের টিকা দিতে হবে । কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের তরফে রাজ্যগুলিকে এমনই জানানো হয়েছে । সেই নির্দেশ অনুসারে রাজ্যে ভোট কর্মীদের টিকাকরণের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কতজন ভোটকর্মীকে টিকা দিতে হবে তার একটি বিস্তারিত তালিকাও চাওয়া হয়েছে । গতকাল রাজ্যের সব জেলাশাসক ও কমিশনারদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সেখানে টিকাকরণ নিয়ে জেলাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয় । 6 মার্চ মধ্যে ভোট কর্মীদের প্রথম ডোজ় দেওয়া ও 28 ফেব্রুয়ারির মধ্যে টিকাকরণের কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন, টিকিট না পেলে নিজের জগতে ফিরতে চান চিরঞ্জিৎ


নির্বাচনের কাজে যে সমস্ত বাস বা বিভিন্ন পরিবহন মাধ্যম ব্যবহার করা হবে, সেই যানবাহন ও তার কর্মীদের টিকাকরণের আওতায় আনা নিয়েও আলোচনা হয় বৈঠকে । তবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে যাঁরা ভোটকর্মী হিসেবে কাজ করবেন, তাঁদের কোরোনা টিকা দেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে বলে নির্দেশ দিল রাজ্য সরকার । আগামী 6 মার্চের মধ্যেই শেষ করতে হবে প্রথম ডোজ় দেওয়ার কাজ । ইতিমধ্যেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলাশাসককে লিখিতভাবে এই নির্দেশ পাঠিয়েছেন ।

স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রথম সারির সমস্ত করোনা যোদ্ধাকে দু'দফায় টিকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং পরের ধাপে সমস্ত সরকারি এবং আধা সরকারি দপ্তরে কর্মরত সব স্তরের কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী ও পরিবহন কর্মীদের টিকা দেওয়া হবে ।

প্রথম সারির যোদ্ধা হিসেবে ভোট কর্মীদের টিকা দিতে হবে । কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের তরফে রাজ্যগুলিকে এমনই জানানো হয়েছে । সেই নির্দেশ অনুসারে রাজ্যে ভোট কর্মীদের টিকাকরণের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কতজন ভোটকর্মীকে টিকা দিতে হবে তার একটি বিস্তারিত তালিকাও চাওয়া হয়েছে । গতকাল রাজ্যের সব জেলাশাসক ও কমিশনারদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সেখানে টিকাকরণ নিয়ে জেলাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয় । 6 মার্চ মধ্যে ভোট কর্মীদের প্রথম ডোজ় দেওয়া ও 28 ফেব্রুয়ারির মধ্যে টিকাকরণের কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন, টিকিট না পেলে নিজের জগতে ফিরতে চান চিরঞ্জিৎ


নির্বাচনের কাজে যে সমস্ত বাস বা বিভিন্ন পরিবহন মাধ্যম ব্যবহার করা হবে, সেই যানবাহন ও তার কর্মীদের টিকাকরণের আওতায় আনা নিয়েও আলোচনা হয় বৈঠকে । তবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.