কলকাতা, 24 সেপ্টেম্বর : প্রয়াত ড. শেখর বসু । দেশের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন INS আরিহান্ত তৈরির পিছনে তাঁর অবদান ছিল । দেশের পারমাণবিক শক্তি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর ।
কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন তিনি । আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 67 ।
দেশের পারমাণবিক শক্তি প্রোগ্রামের সঙ্গে চার দশকের বেশি সময় ধরে যুক্ত ছিলেন তিনি । দু'বছর আগেও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন । পারমাণবিক শক্তি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানিত সম্মানিত করা হয় তাঁকে ।