কলকাতা, 31 মে : রাজ্য সরকারের সহযোগিতায় এবার মধ্য কলকাতায় শুরু হল কোভিড হাসপাতাল । ইসলামিয়া হাসাপাতাল সোসাইটির ম্যানেজমেন্টের পরিকল্পনা ও মুখ্যমন্ত্রীর সাহায্যে আধুনিক চিকিৎসার কোভিড ইউনিটটি চালু হল ইসলামিয়া হাসপাতালে । রবিবার এই কোভিড ইউনিটের উদ্বোধন করেন কলকাতা পৌরসংস্থার মুখ্যপ্রশাসক, মন্ত্রী ও এই হাসপাতালের পরিচালন সমিতির সভাপতি ফিরহাদ হাকিম ৷ কোভিড ইউনিটের সমস্ত ব্যবস্থা নিজে ঘুরে দেখেন তিনি ।
গতকাল তিনি জানান যে, রাজ্য স্বাস্থ্য দফতরের 3 কোটি 75 লক্ষ টাকায় তৈরি হয়েছে এই কোভিড ইউনিট ৷ 110 শয্যা বিশিষ্ট এই কোভিড ইউনিটে রয়েছে 15টি ভেন্টিলেটর, 15টি এইচডিইউ ও 15 টি আইসিইউ বেড । এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের জন্য 50 টি বেডে বাইপ্যাপ মেশিন থাকছে । জেনারেল বেডের সংখ্যা 45টি ৷ প্রতিটি বেডে রয়েছে অক্সিজেনের জন্য স্থায়ী পাইপলাইন । পুরো হাসাপাতাল পার্মানেন্ট গ্যাস পাইপলাইন দিয়ে কভার করা আছে ৷ অর্থাৎ গুরুতর অসুস্থ করোনা রোগীর চিকিৎসা সম্ভব এখানে ৷ ফায়ার ইন্সপেকশন হয়ে গিয়েছে, হয়তো আজই পাওয়া যাবে ফায়ার লাইসেন্স ৷
আরও পড়ুন : নর্থ ব্লক নয়, আজ নবান্নেই যাবেন আলাপন
কোভিড ইউনিটটি সামলাতে চ্যারিং ক্রস নার্সিং হোম তাদের স্বাস্থ্যকর্মী আর টেকনিশিয়ান দিয়ে সহযোগিতা করবে ৷ পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই চালাতে পারবে ৷ ইসলামিয়া হাসপাতালের নিজস্ব নার্সিং কলেজ থেকে নার্স নেওয়া হবে ৷ ভবানীপুরে পুলিশ হাসপাতালের মতো ইসলামিয়ার কোভিড হাসপাতালও একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে চালানো হবে । এখানে 24 ঘণ্টা থাকবেন চিকিৎসক ও নার্স ।
বর্তমানে স্বাস্থ্য দফতরের সহযোগিতায় হাসপাতালে 400 জাম্বো অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে ৷ সিলিন্ডারগুলি ডিপোজিটের মাধ্যমে নেওয়া হয়েছে ৷ প্ল্যাট আসার কথা রয়েছে, তা এলে এগুলি ফেরত দেওয়া হবে ৷ একমো মেশিন এই মুহূর্তে এখানে নেই, এমনকি রাজ্যেও একমো টেকনোলজি সব জায়গায় নেই ৷ শুধু হৃদপিণ্ডজনিত চিকিৎসার জায়গায় এটা থাকে ৷
এই হাসপাতলে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ তা না থাকলে কোনও দুঃস্থ পরিবারের চিকিৎসার খরচ দেবে হাসপাতালের পরিচালন সমিতির ফান্ড ।
এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন সরকারি অর্থ সাহায্য নিয়ে তৈরি করা হলেও বিভিন্ন সংস্থা ও সহৃদয় ব্যক্তিরা অনুদান দিয়েছেন । আরও উন্নত পরিষেবার জন্য তিনি অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন ।
আগামী বুধবার থেকে হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে। এর আগে গোটা হাসপাতালটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলবে । আপাতত চারটে তলায় কোভিড ইউনিট থাকলেও পরে সম্পূর্ণ হাসপাতালটিতেই কোভিড ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷
আর এই কোভিড ইউনিটের জন্য তিনি বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷