ETV Bharat / state

খোলা আকাশের নিচে রাতভর অবস্থান চাকরিপ্রার্থীদের - স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদন

ডিসেম্বরের শীতে খোলা আকাশের নিচে রাতভর অবস্থানে অনড় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তাঁদের সমস্যার সমাধান হবে, এই আশা নিয়ে মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা।

upper-primary-candidates-protest-overnight-in-bidhannagar
upper-primary-candidates-protest-overnight-in-bidhannagar
author img

By

Published : Dec 2, 2020, 8:12 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর : আপার প্রাইমারিতে শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে রাতভর অবস্থান চাকরিপ্রার্থীদের । বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে সারারাত ধরে চলে অবস্থান-বিক্ষোভ । চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মিটলে চলবে অবস্থান । প্রয়োজনে পড়লে অনশনের রাস্তাতেও হাঁটতে প্রস্তুত তাঁরা ।

গতকাল থেকে বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে অবস্থানে বসেন কয়েকশো চাকরিপ্রার্থী । আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 2014 সালে আপার প্রাইমারিতে চাকরির ফর্ম ফিলআপ করেছিলেন । কিন্তু, পরীক্ষা হওয়ার পর 2020 শেষ হতে চললেও চাকরি পাননি তাঁরা । সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও একাধিকবার আদালতে আটকে যায় এই চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । তার আগে তাঁদের সমস্যার সমাধান হবে, এই আশা নিয়েই মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা । আদালতের বিচারপ্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি । তাই আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ থেকে একইসঙ্গে রাজ্য সরকার ও বিচারপতির কাছে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা ।

ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছিল ৷ সেই ক্ষোভ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আপার প্রাইমারি স্তরের হবু শিক্ষকরা । মালদা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা এসে প্রথমে জড়ো হন সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে ৷ পুলিশ চাকরীপ্রার্থী শুনলেই আটক করে ভ্যানে তুলছিল ৷ এই খবর পাওয়ামাত্র অন্যান্য শতাধিক আন্দোলনকারীরা চলে আসেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে । সেখানেই বিক্ষোভে শামিল হন চাকরিপ্রার্থীরা ৷

কলকাতা, 2 ডিসেম্বর : আপার প্রাইমারিতে শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে রাতভর অবস্থান চাকরিপ্রার্থীদের । বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে সারারাত ধরে চলে অবস্থান-বিক্ষোভ । চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মিটলে চলবে অবস্থান । প্রয়োজনে পড়লে অনশনের রাস্তাতেও হাঁটতে প্রস্তুত তাঁরা ।

গতকাল থেকে বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে অবস্থানে বসেন কয়েকশো চাকরিপ্রার্থী । আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 2014 সালে আপার প্রাইমারিতে চাকরির ফর্ম ফিলআপ করেছিলেন । কিন্তু, পরীক্ষা হওয়ার পর 2020 শেষ হতে চললেও চাকরি পাননি তাঁরা । সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও একাধিকবার আদালতে আটকে যায় এই চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । তার আগে তাঁদের সমস্যার সমাধান হবে, এই আশা নিয়েই মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা । আদালতের বিচারপ্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি । তাই আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ থেকে একইসঙ্গে রাজ্য সরকার ও বিচারপতির কাছে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা ।

ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছিল ৷ সেই ক্ষোভ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আপার প্রাইমারি স্তরের হবু শিক্ষকরা । মালদা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা এসে প্রথমে জড়ো হন সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে ৷ পুলিশ চাকরীপ্রার্থী শুনলেই আটক করে ভ্যানে তুলছিল ৷ এই খবর পাওয়ামাত্র অন্যান্য শতাধিক আন্দোলনকারীরা চলে আসেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান দপ্তর আচার্য সদনের সামনে । সেখানেই বিক্ষোভে শামিল হন চাকরিপ্রার্থীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.