কলকাতা, 2 অক্টোবর: প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যরা এবার অভিনব গান্ধি জয়ন্তী পালন করলেন । সোমবার সকালে কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গির লার্ভা নিধনে নামল প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠন । চমক ছিল মহাত্মা গান্ধি সাজানো একজন সেখানে কীটনাশক স্প্রে করছিলেন ৷
শহর কলকাতায় যেভাবে ডেঙ্গির প্রকোপ বেড়ে চলেছে এবং একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে তাতে কলকাতা পৌরনিগম এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করায় প্রদেশ কংগ্রেস । এ কারণেই মহাত্মা গান্ধির জন্ম দিবসে তার স্বপ্নের স্বচ্ছ ভারত গড়ে তুলতে সাফাই অভিযানে নামা হয় । একজনকে মহাত্মা গান্ধী সাজিয়ে ডেঙ্গি আক্রান্ত এলাকায় প্রচার অভিযান চালানোর ব্যবস্থা করে প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ।
সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এদিন শহর কলকাতার বিভিন্ন এলাকায় এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে । যদিও ডেঙ্গি সচেতনার প্রচারে নেমে মোদির বিরুদ্ধে কটাক্ষ জারি থাকে । শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও দেশের সবথেকে বড় ডেঙ্গি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশের মানুষের সুরক্ষার স্বার্থে যত শীঘ্র সম্ভব দেশের মসনদ থেকে সবথেকে বড় এই ডেঙ্গি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাতে হবে । গান্ধিজীর আদর্শ মেনে তার অহিংস পথ অবলম্বন করেই আগামী দিনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাকও দেওয়া হয় এদিন ।
অন্যদিকে, কলকাতা পৌরনিগমের 93 নম্বর ওয়ার্ডেও বিক্ষোভ দেখানো হয় । ডেঙ্গি এবং ভেক্টর বার্ন ডিজিজ এই বিপদ নিয়ন্ত্রণের জন্য কাঠামোগত পরিকল্পনা প্রয়োজন বলেই জানান বিক্ষোভকারীরা । দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ বলেন, "আমরা কেএমসি কর্তৃপক্ষকে নীরব দেখছি । ডেঙ্গি মোকাবিলায় আমাদের পরিকাঠামো ও জনবল দরকার । অধীর চৌধুরী যখন মশা নিরোধক স্প্রে করে ডেঙ্গি নিয়ন্ত্রণের পথ দেখিয়েছেন, তখন কেএমসি কর্তৃপক্ষের উচিত তার কাছ থেকে শিক্ষা নেওয়া ।
আরও পড়ুন : ডেঙ্গি সচেতনতার বার্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের