ETV Bharat / state

Central Minister Criticises Bengal Government : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলালে মিলবে না সাহায্য, রাজ্যকে হুঁশিয়ারি মন্ত্রীর - Jal Jeevan Mission

রাজ্য জল জীবন মিশন প্রকল্পের গতি পশ্চিমবঙ্গে শ্লথ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের (Union Minister Prahlad Singh Patel) ৷

Prahlad Singh Patel
রাজ্যকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
author img

By

Published : Mar 10, 2022, 8:16 AM IST

Updated : Mar 10, 2022, 9:11 AM IST

কলকাতা, 10 মার্চ : কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে, এমন অভিযোগ রাজ্য বিজেপি দীর্ঘদিন করে আসছে । বুধবার সেই একই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের (Union Minister Prahlad Singh Patel) মুখেও ।

রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমাদের কাছে খবর আছে প্রধানমন্ত্রী ঘোষিত জল জীবন মিশনের (Jal Jeevan Mission) নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার । যদি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে যেন সহযোগিতা আশা না করে রাজ্য ।' তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের লক্ষ্য 2024 সালের মধ্যে নল দিয়ে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া । 2019-এর 15 অগস্ট যখন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল, তখনও পর্যন্ত সারা দেশে নলের মাধ্যমে মাত্র 17 শতাংশ ঘরে জল পৌঁছে দেওয়া গিয়েছিল, এখন তা বেড়ে হয়েছে 47 শতাংশ । আজ আমরা 6টি রাজ্য বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মিজোরাম, ওড়িশা, ছত্তিশগড়ের জল জীবন মিশন প্রকল্পের সমীক্ষা করলাম । পশ্চিমবঙ্গে 2024 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে পারে ।'

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলাচ্ছে রাজ্য, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের

আরও পড়ুন : রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণকে কটাক্ষ সুকান্তর

রাজ্য এই প্রকল্প স্লথ গতিতে চলছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ প্রহ্লাদ সিং প্যাটেলের দাবি, "জল জীবন মিশন প্রকল্পের কাজে পশ্চিমবঙ্গ যথেষ্ট পিছিয়ে । ওড়িশা যেখানে 3 শতাংশ থেকে 47 শতাংশে পৌঁছেছে সেখানে পশ্চিমবঙ্গ এই প্রকল্পের কাজ করতে পেরেছে মাত্র ২০ শতাংশ ।’' কেন্দ্রের বরাদ্দ অর্থ, রাজ্য ঠিকমতো খরচ করতে পারছে না বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ।

কলকাতা, 10 মার্চ : কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে, এমন অভিযোগ রাজ্য বিজেপি দীর্ঘদিন করে আসছে । বুধবার সেই একই অভিযোগ শোনা গেল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের (Union Minister Prahlad Singh Patel) মুখেও ।

রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমাদের কাছে খবর আছে প্রধানমন্ত্রী ঘোষিত জল জীবন মিশনের (Jal Jeevan Mission) নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার । যদি সত্যিই এটা হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে যেন সহযোগিতা আশা না করে রাজ্য ।' তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের লক্ষ্য 2024 সালের মধ্যে নল দিয়ে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া । 2019-এর 15 অগস্ট যখন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল, তখনও পর্যন্ত সারা দেশে নলের মাধ্যমে মাত্র 17 শতাংশ ঘরে জল পৌঁছে দেওয়া গিয়েছিল, এখন তা বেড়ে হয়েছে 47 শতাংশ । আজ আমরা 6টি রাজ্য বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মিজোরাম, ওড়িশা, ছত্তিশগড়ের জল জীবন মিশন প্রকল্পের সমীক্ষা করলাম । পশ্চিমবঙ্গে 2024 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে পারে ।'

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলাচ্ছে রাজ্য, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের

আরও পড়ুন : রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণকে কটাক্ষ সুকান্তর

রাজ্য এই প্রকল্প স্লথ গতিতে চলছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ প্রহ্লাদ সিং প্যাটেলের দাবি, "জল জীবন মিশন প্রকল্পের কাজে পশ্চিমবঙ্গ যথেষ্ট পিছিয়ে । ওড়িশা যেখানে 3 শতাংশ থেকে 47 শতাংশে পৌঁছেছে সেখানে পশ্চিমবঙ্গ এই প্রকল্পের কাজ করতে পেরেছে মাত্র ২০ শতাংশ ।’' কেন্দ্রের বরাদ্দ অর্থ, রাজ্য ঠিকমতো খরচ করতে পারছে না বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ।

Last Updated : Mar 10, 2022, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.