ETV Bharat / state

Amit Shah on President's Rule : বঙ্গ বিজেপির দাবি খারিজ, বাংলায় রাষ্ট্রপতি শাসনে 'না' শাহের

author img

By

Published : May 6, 2022, 11:03 PM IST

রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি-কে অমিত শাহ (Amit Shah on Bengal Trip) পরামর্শ দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়ার ৷

amit shah denies presidents rule in bengal
বাংলায় রাষ্ট্রপতি শাসনে না শাহের

কলকাতা, ৬ মে: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বিজেপি ৷ রাজ্যে যেভাবে একের পর এক খুন, মহিলা নির্যাতন, ধর্ষণের অভিযোগ উঠছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য পুলিশ-প্রশাসনের ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে বলে তোপ দেগেছেন বঙ্গ বিজেপির বিধায়ক-সাংসদরা ৷ দলের সাংসদ থেকে বিধায়ক অনেকেই বহুবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে দিল্লিতে দরবারও করেছেন ৷

কিন্তু রাজ্যে এখনই 356 ধারা লাগু অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah rules out possibilaty of imposing Presidents Rule in Bengal) ৷ এমনকি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতিতে কেন্দ্রের হস্তক্ষেপ বা 355 ধারা জারির যে দাবি উঠছে এদিন তাও খারিজ করেছেন শাহ ৷ দু'দিনের রাজ্য সফরের শেষ দিনে শুক্রবার রাজারহাটের এক অভিজাত হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ ৷ সেখানেও এই দাবি ওঠে বলে সূত্রের খবর । কিন্তু অমিত শাহ দলীয় নেতৃত্বের এই দাবি নস্যাৎ করে দেন । এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একটা নির্বাচিত সরকারকে এভাবে সরিয়ে দেওয়া যায় না'৷ রাজ্য বিজেপি নেতৃত্বকে উল্টে তাঁর পরামর্শ, রাজ্যে সন্ত্রাসের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়তে হবে ।

আরও পড়ুন : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেশের সম্মান: অমিত শাহ

অমিত শাহের বঙ্গ সফর চলাকালীন শুক্রবারই কলকাতাক কাশীপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি যুব মোর্চা কর্মী অর্জুন চৌরাসিয়ার ৷ মৃতের বাড়িতে এদিন যান শাহ ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান তিনি ৷ বিষয়টি নিয়ে তাঁর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে রাজ্যের কাছে ৷ এদিনের ঘটনাক্রমে রাজ্যে গেরুয়া শিবিরের একাংশের মনে আশা তৈরি হয়েছিল যে, বাংলার 356 ধারা জারি নিয়ে হয়তো কোনও সদর্থক বার্তা শোনা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ৷ কিন্তু তাতে জল ঢেলে দিলেন তিনি ৷ উল্টে, তৃণমূলকে রাজনৈতিক ভাবে প্রতিহত করার পরামর্শ তিনি দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে ৷

সূত্রের খবর, দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে এদিন তিনি নিজের, এমন কী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন । তিনি বলেন, 'সিপিএম ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কেও লড়াই করতে হয়েছে । তিনি যখন লড়াই করে উঠে এসেছিলেন, সিপিএমের হাতে কম মার খেতে হয়নি ।” সঙ্গে নিজের উদাহরণও দিয়ে বলেন, 'আমিও অনেক লড়াই করেছি । শূন্য থেকে শুরু করেছিলাম । আমার বিরুদ্ধে অনেক খুনের মামলা করা হয়েছে । আমাকেও মার খেতে হয়েছে ।' এরপরই অবশ্য তিনি যোগ করেন, 'পরে সিপিএম যা করেছে মমতা এখন সেটাই করছেন । তাই বিরোধী দলে থাকলে লড়াইটা লড়তে হবে । মনোবল হারালে চলবে না ।' একইসঙ্গে তিনি বলেছেন, "শুধু সন্ত্রাসের কথা বললে হবে না । বিহারে, কেরলেও‌ বিজেপি কর্মীদের সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে ।‌ সুতরাং নিজের পায়ে দাঁড়িয়েই বিজেপিকে লড়াই লড়তে হবে ।" 2026 বিধানসভা ভোটে বাংলা জয়ের লক্ষে দলকে এখনই ময়দানে নামার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি ৷ পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 'দুর্গাপুজো নারীশক্তির পুজো । ইউনেস্কোর দুর্গাপুজোকে স্বীকৃতি সারা ভারতের কাছে গর্বের বিষয় । আমাদের দেশের সংস্কৃতি চিরন্তন । তা কেউ বিনষ্ট করতে পারবে না । সারা বিশ্ব আমাদের সংস্কৃতির কদর করে ।’

কলকাতা, ৬ মে: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বিজেপি ৷ রাজ্যে যেভাবে একের পর এক খুন, মহিলা নির্যাতন, ধর্ষণের অভিযোগ উঠছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য পুলিশ-প্রশাসনের ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে বলে তোপ দেগেছেন বঙ্গ বিজেপির বিধায়ক-সাংসদরা ৷ দলের সাংসদ থেকে বিধায়ক অনেকেই বহুবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে দিল্লিতে দরবারও করেছেন ৷

কিন্তু রাজ্যে এখনই 356 ধারা লাগু অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah rules out possibilaty of imposing Presidents Rule in Bengal) ৷ এমনকি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতিতে কেন্দ্রের হস্তক্ষেপ বা 355 ধারা জারির যে দাবি উঠছে এদিন তাও খারিজ করেছেন শাহ ৷ দু'দিনের রাজ্য সফরের শেষ দিনে শুক্রবার রাজারহাটের এক অভিজাত হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ ৷ সেখানেও এই দাবি ওঠে বলে সূত্রের খবর । কিন্তু অমিত শাহ দলীয় নেতৃত্বের এই দাবি নস্যাৎ করে দেন । এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একটা নির্বাচিত সরকারকে এভাবে সরিয়ে দেওয়া যায় না'৷ রাজ্য বিজেপি নেতৃত্বকে উল্টে তাঁর পরামর্শ, রাজ্যে সন্ত্রাসের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়তে হবে ।

আরও পড়ুন : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেশের সম্মান: অমিত শাহ

অমিত শাহের বঙ্গ সফর চলাকালীন শুক্রবারই কলকাতাক কাশীপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি যুব মোর্চা কর্মী অর্জুন চৌরাসিয়ার ৷ মৃতের বাড়িতে এদিন যান শাহ ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানান তিনি ৷ বিষয়টি নিয়ে তাঁর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে রাজ্যের কাছে ৷ এদিনের ঘটনাক্রমে রাজ্যে গেরুয়া শিবিরের একাংশের মনে আশা তৈরি হয়েছিল যে, বাংলার 356 ধারা জারি নিয়ে হয়তো কোনও সদর্থক বার্তা শোনা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ৷ কিন্তু তাতে জল ঢেলে দিলেন তিনি ৷ উল্টে, তৃণমূলকে রাজনৈতিক ভাবে প্রতিহত করার পরামর্শ তিনি দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে ৷

সূত্রের খবর, দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে এদিন তিনি নিজের, এমন কী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন । তিনি বলেন, 'সিপিএম ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কেও লড়াই করতে হয়েছে । তিনি যখন লড়াই করে উঠে এসেছিলেন, সিপিএমের হাতে কম মার খেতে হয়নি ।” সঙ্গে নিজের উদাহরণও দিয়ে বলেন, 'আমিও অনেক লড়াই করেছি । শূন্য থেকে শুরু করেছিলাম । আমার বিরুদ্ধে অনেক খুনের মামলা করা হয়েছে । আমাকেও মার খেতে হয়েছে ।' এরপরই অবশ্য তিনি যোগ করেন, 'পরে সিপিএম যা করেছে মমতা এখন সেটাই করছেন । তাই বিরোধী দলে থাকলে লড়াইটা লড়তে হবে । মনোবল হারালে চলবে না ।' একইসঙ্গে তিনি বলেছেন, "শুধু সন্ত্রাসের কথা বললে হবে না । বিহারে, কেরলেও‌ বিজেপি কর্মীদের সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে ।‌ সুতরাং নিজের পায়ে দাঁড়িয়েই বিজেপিকে লড়াই লড়তে হবে ।" 2026 বিধানসভা ভোটে বাংলা জয়ের লক্ষে দলকে এখনই ময়দানে নামার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি ৷ পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 'দুর্গাপুজো নারীশক্তির পুজো । ইউনেস্কোর দুর্গাপুজোকে স্বীকৃতি সারা ভারতের কাছে গর্বের বিষয় । আমাদের দেশের সংস্কৃতি চিরন্তন । তা কেউ বিনষ্ট করতে পারবে না । সারা বিশ্ব আমাদের সংস্কৃতির কদর করে ।’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.