ETV Bharat / state

মিড ডে মিল দুর্নীতির সিবিআই তদন্তে জেনারেল কনসেন্ট প্রত্যাহার বাধা হবে না, দাবি সুভাষ সরকারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 7:54 PM IST

Mid Day Meal Scam: রাজ্য সরকার জেনারেল কনসেন্ট প্রত্য়াহার করে রাখায় সিবিআই কি পারবে মিড মে দুর্নীতি নিয়ে তদন্ত করতে ? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের মতে, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির তদন্তের ক্ষেত্রে রাজ্য়ের জেনারেল কনসেন্ট প্রত্যাহার বাধা হবে না ৷

Union Education MoS Subhas Sarkar
Union Education MoS Subhas Sarkar

মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বক্তব্য

কলকাতা, 25 নভেম্বর: মিড ডে মিল দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কেন্দ্রীয় নির্দেশেই তদন্তে নামতে পারবে সিবিআই ৷ রাজ্য সরকারের সিবিআই তদন্ত নিয়ে জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা তৈরি করবে না ৷ শনিবার এমনটাই দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার ৷

এ দিন তিনি বলেন, ‘‘এই বিষয়ে অনেকে বলছেন, রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে ৷ কিন্তু এক্ষেত্রে সেটা কোনও বাধা হবে না ৷ কারণ, এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ৷ সেই অর্থ নয়ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে ৷ সেখানে রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা হবে না ৷’’

উল্লেখ্য, মিড ডে মিলের টাকা (যা আসে পিএম পোষণ প্রকল্প থেকে) নয়ছয় করার অভিযোগ দীর্ঘদিন ধরে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিকবার দাবি করেছেন যে ওই টাকায় কখনও বগটুইয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার কখনও বস্ত্র বিতরণ করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান যে শিক্ষামন্ত্রক সব কিছু খতিয়ে দেখে এই নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে ৷

এই নিয়ে সুভাষ সরকার বলেন, ‘‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েকবার এসেছে ৷ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে...মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনও মিল নেই ৷ কাজেই শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই তদন্তে দেওয়ার জন্য ৷ সিবিআই তদন্তের জন্য শিক্ষামন্ত্রক চিঠি লিখেছে ৷’’

আমলা মহলের বক্তব্য, সিবিআই কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের অধীনে কাজ করে ৷ যা বর্তমানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ৷ ফলে এই নিয়ে সেই মন্ত্রক যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সেই কারণেই শিক্ষামন্ত্রক সুপারিশ করেছে ৷ যদিও কোনও রাজ্য়ে তদন্ত করতে হলে সেই রাজ্যের সরকারের অনুমতি নিতে হয় সিবিআই-কে ৷ এক্ষেত্রে রাজ্যগুলির তরফে এই ধরনের তদন্তকারী সংস্থাগুলিকে জেনারেল কনসেন্ট দেওয়া থাকে, যাতে বারবার অনুমতি নিতে না হয় ৷

তবে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে বিবাদের জেরে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক বছর আগে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেয় ৷ সেই দেখে আরও কয়েকটি বিজেপি বিরোধী রাজ্য সরকারও একই পথে হাঁটে ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকারের কাছ থেকে এই নিয়ে তদন্তের অনুমতি কি পাবে সিবিআই ?

সেই প্রসঙ্গেই সুভাষ সরকার দাবি করেছেন যে এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোকে জেনারেল কনসেন্ট সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে হবে না ৷ কারণ, এই দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় প্রকল্প ঘিরে তৈরি হয়েছে ৷ তাছাড়া তিনি বলেন, ‘‘এটা (সিবিআই তদন্ত) হওয়া দরকার ৷ তার কারণ শিশুর খাবার নয়ছয় হয়েছে ৷’’

আরও পড়ুন:

  1. মিড ডে মিল দুর্নীতিতে জেলে যাবেন মমতা, দাবি শুভেন্দুর
  2. রাজ্যে রেশন, মিড-ডে মিল দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি
  3. নজরে এবার মিড-ডে মিল ! পরিদর্শনে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা

মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বক্তব্য

কলকাতা, 25 নভেম্বর: মিড ডে মিল দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কেন্দ্রীয় নির্দেশেই তদন্তে নামতে পারবে সিবিআই ৷ রাজ্য সরকারের সিবিআই তদন্ত নিয়ে জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা তৈরি করবে না ৷ শনিবার এমনটাই দাবি করেছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার ৷

এ দিন তিনি বলেন, ‘‘এই বিষয়ে অনেকে বলছেন, রাজ্য সরকার নাকি জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে ৷ কিন্তু এক্ষেত্রে সেটা কোনও বাধা হবে না ৷ কারণ, এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ৷ সেই অর্থ নয়ছয় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে ৷ সেখানে রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট প্রত্যাহার কোনও বাধা হবে না ৷’’

উল্লেখ্য, মিড ডে মিলের টাকা (যা আসে পিএম পোষণ প্রকল্প থেকে) নয়ছয় করার অভিযোগ দীর্ঘদিন ধরে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিকবার দাবি করেছেন যে ওই টাকায় কখনও বগটুইয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার কখনও বস্ত্র বিতরণ করা হয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান যে শিক্ষামন্ত্রক সব কিছু খতিয়ে দেখে এই নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে ৷

এই নিয়ে সুভাষ সরকার বলেন, ‘‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েকবার এসেছে ৷ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে...মানে একজনের সঙ্গে আরেকজনের কথার কোনও মিল নেই ৷ কাজেই শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই তদন্তে দেওয়ার জন্য ৷ সিবিআই তদন্তের জন্য শিক্ষামন্ত্রক চিঠি লিখেছে ৷’’

আমলা মহলের বক্তব্য, সিবিআই কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের অধীনে কাজ করে ৷ যা বর্তমানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ৷ ফলে এই নিয়ে সেই মন্ত্রক যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সেই কারণেই শিক্ষামন্ত্রক সুপারিশ করেছে ৷ যদিও কোনও রাজ্য়ে তদন্ত করতে হলে সেই রাজ্যের সরকারের অনুমতি নিতে হয় সিবিআই-কে ৷ এক্ষেত্রে রাজ্যগুলির তরফে এই ধরনের তদন্তকারী সংস্থাগুলিকে জেনারেল কনসেন্ট দেওয়া থাকে, যাতে বারবার অনুমতি নিতে না হয় ৷

তবে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে বিবাদের জেরে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক বছর আগে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেয় ৷ সেই দেখে আরও কয়েকটি বিজেপি বিরোধী রাজ্য সরকারও একই পথে হাঁটে ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকারের কাছ থেকে এই নিয়ে তদন্তের অনুমতি কি পাবে সিবিআই ?

সেই প্রসঙ্গেই সুভাষ সরকার দাবি করেছেন যে এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোকে জেনারেল কনসেন্ট সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে হবে না ৷ কারণ, এই দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় প্রকল্প ঘিরে তৈরি হয়েছে ৷ তাছাড়া তিনি বলেন, ‘‘এটা (সিবিআই তদন্ত) হওয়া দরকার ৷ তার কারণ শিশুর খাবার নয়ছয় হয়েছে ৷’’

আরও পড়ুন:

  1. মিড ডে মিল দুর্নীতিতে জেলে যাবেন মমতা, দাবি শুভেন্দুর
  2. রাজ্যে রেশন, মিড-ডে মিল দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি
  3. নজরে এবার মিড-ডে মিল ! পরিদর্শনে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.