কলকাতা, 30 অগাস্ট : বেশ কয়েক বছর ধরে কলকাতায় ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে ৷ গতবছর ডেঙ্গিতে 30 জনের মৃত্যু হয় ৷ আক্রান্ত হন হাজারেরও বেশি ৷ নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগম ৷ তৈরি করা হয় ডেঙ্গি ম্যাপ । অত্যন্ত ডেঙ্গি প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা হয় । পৌরনিগমের তালিকায় কলকাতার বহু ওয়ার্ডের নাম উঠে এসেছে । পৌরনিগমের তালিকা অনুযায়ী 1, 2, 3, 6, 14, 68, 83, 92, 93, 94, 95, 107 ,108, 109, 131, 132 ওয়ার্ড অত্যন্ত ডেঙ্গি প্রবণ ৷
অতি ডেঙ্গি প্রবণ 14 নম্বর ওয়ার্ডে আজ ফের অভিযান চালায় কলকাতা পৌরনিগম । আজকের অভিযানে ফের পাওয়া গেল ডেঙ্গি ভাইরাস বাহক এডিস মশার লার্ভা ৷ পৌরনিগমের পতঙ্গ বিশেষজ্ঞ দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, গত বছর যে ভয়াবহ অবস্থা হয়েছিল সেই অবস্থা এবছর হয়নি । এবছর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ ডেঙ্গি কখনই নির্মূল করা সম্ভব না ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) কুয়েত নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব ।
আজকের অভিযানে 14 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা থেকে মিলেছে এডিস মশার লার্ভা । বহু জায়গাতেই এডিস মশার বংশ বিস্তার করার আদর্শ পরিবেশ রয়েছে । আজ স্বাস্থ্য আধিকারিকরা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আবেদন করেন ।