ETV Bharat / state

কলকাতার 14 নম্বর ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ, মিলল মশার লার্ভা - Municipal Officers Visit

অতি ডেঙ্গি প্রবণ 14 নম্বর ওয়ার্ডে আজ ফের অভিযান চালায় কলকাতা পৌরনিগম । আজকের অভিযানে ফের পাওয়া গেল ডেঙ্গি ভাইরাস বাহক এডিস মশার লার্ভা ৷ স্বাস্থ্য আধিকারিকরা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আবেদন করেন ।

কলকাতা
author img

By

Published : Aug 30, 2019, 6:24 PM IST

Updated : Aug 30, 2019, 9:18 PM IST

কলকাতা, 30 অগাস্ট : বেশ কয়েক বছর ধরে কলকাতায় ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে ৷ গতবছর ডেঙ্গিতে 30 জনের মৃত্যু হয় ৷ আক্রান্ত হন হাজারেরও বেশি ৷ নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগম ৷ তৈরি করা হয় ডেঙ্গি ম্যাপ । অত্যন্ত ডেঙ্গি প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা হয় । পৌরনিগমের তালিকায় কলকাতার বহু ওয়ার্ডের নাম উঠে এসেছে । পৌরনিগমের তালিকা অনুযায়ী 1, 2, 3, 6, 14, 68, 83, 92, 93, 94, 95, 107 ,108, 109, 131, 132 ওয়ার্ড অত্যন্ত ডেঙ্গি প্রবণ ৷

অতি ডেঙ্গি প্রবণ 14 নম্বর ওয়ার্ডে আজ ফের অভিযান চালায় কলকাতা পৌরনিগম । আজকের অভিযানে ফের পাওয়া গেল ডেঙ্গি ভাইরাস বাহক এডিস মশার লার্ভা ৷ পৌরনিগমের পতঙ্গ বিশেষজ্ঞ দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, গত বছর যে ভয়াবহ অবস্থা হয়েছিল সেই অবস্থা এবছর হয়নি ‌। এবছর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ ডেঙ্গি কখনই নির্মূল করা সম্ভব না ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) কুয়েত নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব ।

ভিডিয়োয় দেখুন

আজকের অভিযানে 14 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা থেকে মিলেছে এডিস মশার লার্ভা । বহু জায়গাতেই এডিস মশার বংশ বিস্তার করার আদর্শ পরিবেশ রয়েছে । আজ স্বাস্থ্য আধিকারিকরা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আবেদন করেন ।

কলকাতা, 30 অগাস্ট : বেশ কয়েক বছর ধরে কলকাতায় ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে ৷ গতবছর ডেঙ্গিতে 30 জনের মৃত্যু হয় ৷ আক্রান্ত হন হাজারেরও বেশি ৷ নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগম ৷ তৈরি করা হয় ডেঙ্গি ম্যাপ । অত্যন্ত ডেঙ্গি প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা হয় । পৌরনিগমের তালিকায় কলকাতার বহু ওয়ার্ডের নাম উঠে এসেছে । পৌরনিগমের তালিকা অনুযায়ী 1, 2, 3, 6, 14, 68, 83, 92, 93, 94, 95, 107 ,108, 109, 131, 132 ওয়ার্ড অত্যন্ত ডেঙ্গি প্রবণ ৷

অতি ডেঙ্গি প্রবণ 14 নম্বর ওয়ার্ডে আজ ফের অভিযান চালায় কলকাতা পৌরনিগম । আজকের অভিযানে ফের পাওয়া গেল ডেঙ্গি ভাইরাস বাহক এডিস মশার লার্ভা ৷ পৌরনিগমের পতঙ্গ বিশেষজ্ঞ দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, গত বছর যে ভয়াবহ অবস্থা হয়েছিল সেই অবস্থা এবছর হয়নি ‌। এবছর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ ডেঙ্গি কখনই নির্মূল করা সম্ভব না ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) কুয়েত নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গি নির্মূল করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব ।

ভিডিয়োয় দেখুন

আজকের অভিযানে 14 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা থেকে মিলেছে এডিস মশার লার্ভা । বহু জায়গাতেই এডিস মশার বংশ বিস্তার করার আদর্শ পরিবেশ রয়েছে । আজ স্বাস্থ্য আধিকারিকরা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আবেদন করেন ।

Intro:জেনে নিন কলকাতার ডেঙ্গি প্রবণ এলাকা কোনগুলি। বেশ বছরে ডেঙ্গি প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পায়। 30 বেশি মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত হয়ে। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগম। তৈরি করা হয় ডেঙ্গু ম্যাপ। যেসব এলাকার অত্যন্ত ডেঙ্গু প্রবণ এলাকা সেগুলো কে চিহ্নিত করা হয়। পৌর নিগমের তালিকায় কলকাতার বহু ওয়ার্ডের নাম উঠে এসেছে। জেনে নিন কলকাতা পৌর নিগমের ডেঙ্গি প্রবন কোন ওয়ার্ড গুলি। পুর নিগমের তালিকা অনুসরণ অনুযায়ী 1,2,3,6,14 ,107 ,108 ,109 ,131 ,132 ,93 ,94, 95, 92, 83, 68।


Body:অতি ডেঙ্গু প্রবন 14 নম্বর ওয়ার্ডে আজ ফের অভিযান করল কলকাতা পুরনিগম। আজকের অভিযানে ফের মিলল একাধিক ডেঙ্গু আক্রান্তের সন্ধান। পুর নিগমের পতঙ্গ বিশেষজ্ঞ দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন গত বছর যে ভয়াবহ অবস্থা হয়েছিল সেই অবস্থা এবছর হয়নি‌। এবছর অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তিনি জানিয়েছেন কখনোই ডেঙ্গি কে নির্মূল করা যাবে না। কুয়েত নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয় তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতেই সচেষ্ট কলকাতা পুরনিগম।

আজকের অভিযানে 14 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা থেকে মিলল ডেঙ্গি মশার লার্ভা। বহু জায়গাতেই এডিস মশার বংশ বিস্তার করার আদর্শ পরিবেশ রয়েছে। আজ পুরো স্বাস্থ্য আধিকারিক রা পরিদর্শন করেন এবং এলাকার মানুষকে আরও সচেতন হওয়ার জন‍্য আবেদন করেন। সঙ্গে নিজেদের এলাকায় সব শাখায় রাখার জন্য আবেদন করা হয়।


Conclusion:কলকাতা পৌরনিগমের দাবি ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে গত বছরের তুলনায়। গতবারে তুলনায় এবছর অনেক বেশি সচেতন হয়েছে সাধারণ মানুষ।
Last Updated : Aug 30, 2019, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.