ETV Bharat / state

Jadavpur University: 2009 থেকে কেন ইউজিসির নিয়ম মানা হয়নি যাদবপুরে, ফের জবাব তলব - ইউজিসি

University Grant Commission: আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে রিপোর্ট চাইল ইউজিসি । 2009 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে কেন ইউজিসির নিয়ম মানা হয়নি, সেই প্রশ্ন তোলা হয়েছে ৷ পাশাপাশি যাদবপুরে নিরাপত্তা সংক্রান্ত বেনিয়ম নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৷

Jadavpur University
Jadavpur University
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 6:37 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে রিপোর্ট তলব করল ইউজিসি । 15 দিনের মধ্যে ইউজিসি জবাব চাইল । 2009 সাল থেকে কেন ইউজিসির নিয়ম মানা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তা নিয়েই জবাব চেয়েছে বলে সূত্রের খবর । সব থেকে জোর দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে । কেন ইউজিসির নিয়ম মেনে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি, সেই নিয়েই প্রশ্ন তুলেছে ইউজিসি ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে । যদিও ওই ছাত্রকে র‍্যাগিং করা হয়েছে বলে অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি যে রিপোর্ট বিশ্ববিদ্যালয় পেশ করেছে, তাতেও উঠে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ । তবে এই ঘটনার পর প্রায় তিনবার ইউজিসির পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে । প্রতিটা রিপোর্টের জবাব দিলেও সেই উত্তরে সন্তুষ্ট হয়নি ইউজিসি । অবশেষে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ইউজিসির চার প্রতিনিধি ক্যাম্পাসে আসেন । দু’দিন বেশ কিছুজনের সঙ্গে কথা বলেন তাঁরা । হস্টেল পরিদর্শনেও যান তাঁরা ।

যদিও ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কোনোরকম কথা বলেননি ইউজিসির কর্তৃপক্ষরা । সম্পূর্ণ অন্য ঘরে বসে তাঁরা বৈঠক করেছেন । তদন্তের সাপেক্ষে বেশ কিছু জনকে ডেকে পাঠানো হয়েছিল । এছাড়া প্রথম বর্ষের বাংলা বিভাগের ক্লাস শুরু হওয়ার তিনদিনের মাথায় ওই ছাত্রের মৃত্যু হয় । সেই তিনদিন ক্লাসে কী হয়েছিল, তার সম্পূর্ণ নথি ইউজিসির হাতে তুলে দিয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপকরা । তারপর আর কিছু না বলেই চলে যায় ইউজিসি । তাঁদের চলে যাওয়ার বেশ কিছুদিন পর ফের রিপোর্ট পাঠাল ইউজিসি । অন্যদিকে 26 সেপ্টেম্বর (আগামিকাল) যাদবপুর বিশ্ববিদ্যালয় ইসি এবং অল স্টেক হোল্ডার বৈঠক রয়েছে । সেই বৈঠকে ইউজিসির পাঠানো এই রিপোর্ট উপাচার্য তুলে ধরবেন বলে জানা যাচ্ছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ । বিশ্ববিদ্যালয় ও হস্টেলের গেটগুলিতে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়েবেল । তবে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন সেনাকর্মীদের দিয়ে নিরাপত্তা । অভিযোগ, এই সিদ্ধান্ত কোনোমতেই মেনে নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । কেন এই সমস্যা, এই প্রশ্নই তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য । এই সবকিছু নিয়েই ইসি বৈঠকে কথা হতে পারে বলেই জানা যাচ্ছে । সেই বৈঠকে কি হয় সেটাই এবার দেখার ?

আরও পড়ুন: ব়্যাগিংয়ের শিকার যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, রাজ্যপালের কাছে অভিযোগ বুদ্ধদেব সাউয়ের

কলকাতা, 25 সেপ্টেম্বর: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে রিপোর্ট তলব করল ইউজিসি । 15 দিনের মধ্যে ইউজিসি জবাব চাইল । 2009 সাল থেকে কেন ইউজিসির নিয়ম মানা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তা নিয়েই জবাব চেয়েছে বলে সূত্রের খবর । সব থেকে জোর দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে । কেন ইউজিসির নিয়ম মেনে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়নি, সেই নিয়েই প্রশ্ন তুলেছে ইউজিসি ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে । যদিও ওই ছাত্রকে র‍্যাগিং করা হয়েছে বলে অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি যে রিপোর্ট বিশ্ববিদ্যালয় পেশ করেছে, তাতেও উঠে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ । তবে এই ঘটনার পর প্রায় তিনবার ইউজিসির পক্ষ থেকে রিপোর্ট পাঠানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে । প্রতিটা রিপোর্টের জবাব দিলেও সেই উত্তরে সন্তুষ্ট হয়নি ইউজিসি । অবশেষে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ইউজিসির চার প্রতিনিধি ক্যাম্পাসে আসেন । দু’দিন বেশ কিছুজনের সঙ্গে কথা বলেন তাঁরা । হস্টেল পরিদর্শনেও যান তাঁরা ।

যদিও ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কোনোরকম কথা বলেননি ইউজিসির কর্তৃপক্ষরা । সম্পূর্ণ অন্য ঘরে বসে তাঁরা বৈঠক করেছেন । তদন্তের সাপেক্ষে বেশ কিছু জনকে ডেকে পাঠানো হয়েছিল । এছাড়া প্রথম বর্ষের বাংলা বিভাগের ক্লাস শুরু হওয়ার তিনদিনের মাথায় ওই ছাত্রের মৃত্যু হয় । সেই তিনদিন ক্লাসে কী হয়েছিল, তার সম্পূর্ণ নথি ইউজিসির হাতে তুলে দিয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপকরা । তারপর আর কিছু না বলেই চলে যায় ইউজিসি । তাঁদের চলে যাওয়ার বেশ কিছুদিন পর ফের রিপোর্ট পাঠাল ইউজিসি । অন্যদিকে 26 সেপ্টেম্বর (আগামিকাল) যাদবপুর বিশ্ববিদ্যালয় ইসি এবং অল স্টেক হোল্ডার বৈঠক রয়েছে । সেই বৈঠকে ইউজিসির পাঠানো এই রিপোর্ট উপাচার্য তুলে ধরবেন বলে জানা যাচ্ছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ । বিশ্ববিদ্যালয় ও হস্টেলের গেটগুলিতে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়েবেল । তবে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন সেনাকর্মীদের দিয়ে নিরাপত্তা । অভিযোগ, এই সিদ্ধান্ত কোনোমতেই মেনে নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । কেন এই সমস্যা, এই প্রশ্নই তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য । এই সবকিছু নিয়েই ইসি বৈঠকে কথা হতে পারে বলেই জানা যাচ্ছে । সেই বৈঠকে কি হয় সেটাই এবার দেখার ?

আরও পড়ুন: ব়্যাগিংয়ের শিকার যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, রাজ্যপালের কাছে অভিযোগ বুদ্ধদেব সাউয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.