ETV Bharat / state

JU Student Death: ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি

Jadavpur University Student Death Case: গত 9 অগস্ট গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে ৷ পুলিশ তদন্ত করছে ৷ 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের কাছে রিপোর্ট চায় ইউজিসি ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো প্রথম ও দ্বিতীয় রিপোর্টে ইউজিসি অসন্তুষ্ট ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Aug 21, 2023, 1:23 PM IST

Updated : Aug 21, 2023, 2:34 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউের বক্তব্য

কলকাতা, 21 অগস্ট: ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো দ্বিতীয় দফার রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন) রিপোর্ট তলব করেছিল । প্রথমবার যে রিপোর্ট পাঠানো হয়, তাতে অসন্তোষ থাকায় ফের দ্বিতীয়বারের জন্য রিপোর্ট তলব করা হয়েছিল । তবে তাতেও ইউজিসি সন্তুষ্ট নয় বলেই জানা যাচ্ছে । ফলে এবার তারা কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার !

প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয়বারের জন্য ফের রিপোর্ট তলব করা হবে ইউজিসি-র তরফে, নাকি তাদের কোনও প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে আসবে ? এই বিষয়ে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "আজ আবার অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠক । সেখানেই এই বিষয় আলোচনা হবে ।" সেই বৈঠকের পরেই এই নিয়ে তিনি মুখ খুলবেন বলে জানিয়েছেন । বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আজ সোমবার দুপুর 2টো নাগাদ অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠক বসবে ৷

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে জয়দীপকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

গত 9 অগস্ট গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে প্রথমবর্ষের এক ছাত্র রহস্যজনকভাবে মারা যায় ৷ তার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে ব়্যাগিংয়ের জেরেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ এখনও পর্যন্ত 12 জন গ্রেফতার হয়েছে ৷ তাদের মধ্যে কেউ প্রাক্তনী ৷ আবার কেউ ছাত্র৷ ব়্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে ৷

এই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করেছিল ইউজিসি । সেই রিপোর্টে খুশি না হওয়ায় ফের 12 দফা প্রশ্ন পাঠিয়ে রিপোর্ট তলব করে ইউজিসি । শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্বিতীয়বারের রিপোর্ট পাঠানো হয় । তাতে 35টি ডকুমেন্ট পাঠানো হয়েছিল । সেখানে জানানো হয়, মৃত ছাত্র হস্টেলের আবাসিক না থাকায় সে ব্যাপারে কোনও তথ্য নেই বিশ্ববিদ্যালয়ের কাছে । তবে জানানো হয়েছে, বাংলা বিভাগে ভর্তির সময় পরিচয় পর্বে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করা হয়েছিল । পাশাপশি, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যদি কোনও অবস্থায় ছাত্রকে ব়্যাগিংয়ের মুখে পড়তে হয়, তবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ সে জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছিল ওই ছাত্রকে ।

আরও পড়ুন: 'দুর্ভাগ্যই শুধু নয়, উদ্বেগজনকও', যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কঠোর হওয়ার বার্তা ধর্মেন্দ্র প্রধানের

যেহেতু ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল, 24 ঘণ্টার মধ্যে তাঁদের রিপোর্ট পাঠাতে হবে । তাই তাঁরা শুক্রবার ফের পঞ্চমবার বৈঠক করে রিপোর্ট পাঠায় ইউজিসিকে । ওই বৈঠকের জন্য তলব করা হয়েছিল মেস কমিটির সদস্যদের । ঘটনার সময় যাঁরা ছিলেন, তাঁদের অনেককেই ওইদিন ডাকা হয় বৈঠকে । ডাকা হয়েছিল প্রথম বর্ষের কয়েকজন পড়ুয়াকেও । বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সূত্রে খবর, ঘটনার সময় ঘরে 15 জনেরও বেশি আবাসিক ছিলেন, যার মধ্যে 10 জন প্রাক্তনী ।

সেই সব তথ্য পাঠিয়ে দেওয়া হয় ইউজিসিকে ৷ কিন্তু সেই রিপোর্ট নিয়েও সন্তুষ্ট নয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ৷ ইউজিসি আগে জানিয়েছিল যে রিপোর্টে সন্তুষ্ট না হলে তারা কড়া পদক্ষেপ করবে ৷ ফলে এবার তারা কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে অবাধ রাজত্ব চলত যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউের বক্তব্য

কলকাতা, 21 অগস্ট: ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো দ্বিতীয় দফার রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন) রিপোর্ট তলব করেছিল । প্রথমবার যে রিপোর্ট পাঠানো হয়, তাতে অসন্তোষ থাকায় ফের দ্বিতীয়বারের জন্য রিপোর্ট তলব করা হয়েছিল । তবে তাতেও ইউজিসি সন্তুষ্ট নয় বলেই জানা যাচ্ছে । ফলে এবার তারা কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার !

প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয়বারের জন্য ফের রিপোর্ট তলব করা হবে ইউজিসি-র তরফে, নাকি তাদের কোনও প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে আসবে ? এই বিষয়ে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "আজ আবার অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠক । সেখানেই এই বিষয় আলোচনা হবে ।" সেই বৈঠকের পরেই এই নিয়ে তিনি মুখ খুলবেন বলে জানিয়েছেন । বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আজ সোমবার দুপুর 2টো নাগাদ অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠক বসবে ৷

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে জয়দীপকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

গত 9 অগস্ট গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে প্রথমবর্ষের এক ছাত্র রহস্যজনকভাবে মারা যায় ৷ তার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে ব়্যাগিংয়ের জেরেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ এখনও পর্যন্ত 12 জন গ্রেফতার হয়েছে ৷ তাদের মধ্যে কেউ প্রাক্তনী ৷ আবার কেউ ছাত্র৷ ব়্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে ৷

এই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করেছিল ইউজিসি । সেই রিপোর্টে খুশি না হওয়ায় ফের 12 দফা প্রশ্ন পাঠিয়ে রিপোর্ট তলব করে ইউজিসি । শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্বিতীয়বারের রিপোর্ট পাঠানো হয় । তাতে 35টি ডকুমেন্ট পাঠানো হয়েছিল । সেখানে জানানো হয়, মৃত ছাত্র হস্টেলের আবাসিক না থাকায় সে ব্যাপারে কোনও তথ্য নেই বিশ্ববিদ্যালয়ের কাছে । তবে জানানো হয়েছে, বাংলা বিভাগে ভর্তির সময় পরিচয় পর্বে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করা হয়েছিল । পাশাপশি, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যদি কোনও অবস্থায় ছাত্রকে ব়্যাগিংয়ের মুখে পড়তে হয়, তবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ সে জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছিল ওই ছাত্রকে ।

আরও পড়ুন: 'দুর্ভাগ্যই শুধু নয়, উদ্বেগজনকও', যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কঠোর হওয়ার বার্তা ধর্মেন্দ্র প্রধানের

যেহেতু ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল, 24 ঘণ্টার মধ্যে তাঁদের রিপোর্ট পাঠাতে হবে । তাই তাঁরা শুক্রবার ফের পঞ্চমবার বৈঠক করে রিপোর্ট পাঠায় ইউজিসিকে । ওই বৈঠকের জন্য তলব করা হয়েছিল মেস কমিটির সদস্যদের । ঘটনার সময় যাঁরা ছিলেন, তাঁদের অনেককেই ওইদিন ডাকা হয় বৈঠকে । ডাকা হয়েছিল প্রথম বর্ষের কয়েকজন পড়ুয়াকেও । বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সূত্রে খবর, ঘটনার সময় ঘরে 15 জনেরও বেশি আবাসিক ছিলেন, যার মধ্যে 10 জন প্রাক্তনী ।

সেই সব তথ্য পাঠিয়ে দেওয়া হয় ইউজিসিকে ৷ কিন্তু সেই রিপোর্ট নিয়েও সন্তুষ্ট নয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ৷ ইউজিসি আগে জানিয়েছিল যে রিপোর্টে সন্তুষ্ট না হলে তারা কড়া পদক্ষেপ করবে ৷ ফলে এবার তারা কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে অবাধ রাজত্ব চলত যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের

Last Updated : Aug 21, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.