কলকাতা, 8 জুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চাকরির নিয়োগপত্র হাতে পেলেন রাজ্যের দুই কুস্তিগীর রবি ও নন্দন ৷ বৃহস্পতিবার রাজ্যের নব মহাকরণের তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ 10 হাজার মাসিক বেতন ও চুক্তির ভিত্তিতে প্ল্যানিং অ্যাণ্ড স্ট্যাটিস্টিক্স দফতরে গ্রুপ- ডি পদে নিয়োগ করা হয়েছে এই দুই কুস্তিগীরকে ৷
কয়েকদিন আগেই দিল্লিতে আন্দোলনরত দেশের তারকা কুস্তিগীরদের সমর্থনে রাজপথে নেমেছিলেন রাজ্যের অ্যাথলিটরা ৷ কুস্তিগীরদরে সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়দিন মোমবাতি মিছিলের আগে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে নন্দন দেবনাথ, রবি জয়সওয়াল মুখ্যমন্ত্রীর সামনে প্রদর্শনী কুস্তিতে অংশ নিয়েছিলেন । সেদিন প্রতিবাদের স্বর জোরালো করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বাংলার কুস্তির হাল-হকিকত জেনেছিলেন নন্দন, রবিদের মুখ থেকে ।
বাংলায় কুস্তির পরিকাঠামোর অভাব, কুস্তিগীরদের খাওয়ার জোগানের সমস্যা নাড়িয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ সমস্যার গভীরে পৌঁছনোর চেষ্টা করেছিলেন তিনি । প্রতিশ্রুতি দিয়েছিলেন রবি এবং নন্দনকে মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকুরি দেওয়ার । সেদিন কথাগুলো নিছক প্রতিশ্রুতি লাগলেও, তা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণিত হল বৃহস্পতিবার ৷ চলতি মাসের 6 তারিখ রবি, নন্দন দু‘জনে প্ল্যানিং অ্যাণ্ড স্ট্যাটিস্টিক্স দফতরে চাকরি পেয়েছেন । নিয়োগপত্র হাতে পেয়ে আপ্লুত রবি এবং নন্দন । দু’জনেই বলেছেন মুখ্যমন্ত্রী তাদের মনের কথা বুঝতে পেরে পদক্ষেপ গ্রহণ করেছেন । নন্দন চাকরি পাওয়ার আনন্দের মধ্যে কুস্তির পরিকাঠামোর অভাবের কথাও শুনিয়েছেন।
আরও পড়ুন: কুস্তিগীরদের আমরণ অনশনে 'না', কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ইন্ডিয়া গেট
ক্রীড়ামন্ত্রীকে তাঁরা জানান, উত্তর কলকাতার গোয়াবাগানে পঞ্চান্ন ব্যায়াম সমিতি ছাড়া কৃত্রিম ম্যাটের ওপর কুস্তি হয় না। এই সকল আখাড়াগুলির পরিকাঠামো উন্নয়নে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ফুটবল, তিরন্দাজী, টেবিল টেনিস এবং লন টেনিস অ্যাকাডেমির পরে পুরুলিয়ায় মেয়েদের ফুটবল অ্যাকাডেমি, দমদমে শুরের মাঠে অমল দত্ত ক্রীড়াঙ্গনে রাইফেল শ্যুটিং অ্যাকাডেমি এবং ব্যাডমিন্টন অ্যাকাডেমি, সুভাষ সরোবরে সাঁতার অ্যাকাডেমি তৈরি করছে রাজ্য সরকার । শ্যুটিং অ্যাকাডেমির কোচ অলিম্পিয়ান জয়দীপ কর্মকার । বাকি তিনটি অ্যাকাডেমির কোচ খোঁজার কাজ চলছে ।