কলকাতা, 3 মার্চ: সোনা পাচারের নতুন নতুন ফন্দিতে তাজ্জব দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা (huge quantity of gold biscuits in border area) । বাইকের সিট কভারের মধ্যে লুকিয়ো সোনা পাচার করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনির হাতে ধরা পড়েন দুই অভিযুক্ত । প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট-সহ বৃহস্পতিবার দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিএসএফ ৷ সেই সঙ্গে বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ দুই অভিযুক্তের কাছ থেকে 2.566 কেজি সোনা উদ্ধার করা হয়েছে ৷ জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকার ঘটনা।
বিএসএফ সূত্রের খবর, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার (বিএসএফ) এর অধীনের জওয়ানরা সীমান্ত এলাকা থেকে 22টি সোনার বিস্কুট-সহ দুই চোরাকারবারীকে আটক করেছে বৃহষ্পতিবার । বাজেয়াপ্ত সোনার ওজন 2.566 কেজি । যার আনুমানিক মূল্য 1 কোটি 44 লক্ষ , 1 হাজার 571 টাকা ৷ বাংলাদেশ থেকে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা। অভিযুক্ত দুই চোরাকারবারী ও বাজেয়াপ্ত সোনা পেট্রোপল শুল্ক দফতদরে হস্তান্তর করা হয়েছে ৷
গোয়েন্দা সূত্রের খবর , জয়ন্তীপুর গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা । তখন জওয়ানদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে দু‘জনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন । তৎপরতার সঙ্গে জওয়ানরা অভিযুক্তদের আটক করেন ৷ তাঁদের সঙ্গে থাকা মোটারসাইকেলটিতে তল্লাশি শুরু করেন ৷ সেখান থেকেই কালো কাপড়ে মোড়ানো 3টি প্যাকেট ইম্প্রোভাইজড ক্যাভিটির ভেতর থেকে 22টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । ধৃত পাচারকারীদের নাম হলেন জহির হুসেন মোল্লা এবং গিয়াসউদ্দিন মণ্ডল । অভিযুক্তরা উত্তর 24 পরগনার বাসিন্দা ৷
আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার বিপুল সোনা, গ্রেফতার 4
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা বাংলাদেশের যশোর জেলা করিম মণ্ডলের কাছ থেকে এসব সোনার বিস্কুট নিয়েছিল । এরপর বিএসএফের ডিউটি পয়েন্ট অতিক্রম করে উত্তর 24 পরগনার রাজু বিশ্বাসের কাছে হস্তান্তর করার কথা ছিল । এই কাজের জন্য তাদের 20,000 টাকা পাওয়ার কথা ছিল । কিন্তু বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায় । এই প্রসঙ্গেই 158 বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেন, "চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করছে । কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কততার কারণে চোরাকারবারিরা ক্রমাগত ধরা পড়ছে এবং তাদের পরিকল্পনা প্রতিনিয়ত নস্যাৎ করা হচ্ছে ।"