ETV Bharat / state

বড়মার দুই ফুসফুসে সংক্রমণ, চিন্তায় চিকিৎসকরা

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থা এখনও গুরুতর। তাঁর দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছে।

author img

By

Published : Mar 4, 2019, 2:48 PM IST

অসুস্থ বীণাপাণি দেবী

কলকাতা, ৪ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থা এখনও গুরুতর। তাঁর দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি তাঁর বয়স ১০০ হওয়ায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

২৮ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণীর JNM (জওহরলাল নেহরু মেমোরিয়াল) হাসপাতালে ভরতি করা হয়েছিল। ১২ জনের মেডিকেল টিম গঠন করে চলছিল চিকিৎসা। ১ মার্চ তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য সরকারের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।

শুক্র ও শনিবার বড়মার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও গতকাল থেকে অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে SSKM-এ স্থানান্তর করা হয়। SSKM হাসপাতালের ITU (ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিট)-তে তাঁর চিকিৎসা চলছে। বড়মার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বড়মার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করবেন।

বড়মার শারীরিক অবস্থা সম্পর্কে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, "ফুসফুসে সংক্রমণ। ১০০ বছর বয়স। শারীরিক অবস্থা বেশ ক্রিটিকাল হওয়ার জন্য আমরা তাঁকে ITU-তে রেখেছি। ক্রিটিক্যাল অবস্থায় যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্লাড সুগার সামান্য বেশি। চিকিৎসা চলছে। বয়স, ব্লাড সুগার এবং এর সঙ্গে দুই ফুসফুসে সংক্রমণ। ফলে আমরা চিন্তিত। ফুসফুসে ক্রনিক সমস্যা বড়মার ছিল। কিন্তু সংক্রমণের বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।"

undefined

কলকাতা, ৪ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থা এখনও গুরুতর। তাঁর দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি তাঁর বয়স ১০০ হওয়ায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

২৮ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণীর JNM (জওহরলাল নেহরু মেমোরিয়াল) হাসপাতালে ভরতি করা হয়েছিল। ১২ জনের মেডিকেল টিম গঠন করে চলছিল চিকিৎসা। ১ মার্চ তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য সরকারের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।

শুক্র ও শনিবার বড়মার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও গতকাল থেকে অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে SSKM-এ স্থানান্তর করা হয়। SSKM হাসপাতালের ITU (ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিট)-তে তাঁর চিকিৎসা চলছে। বড়মার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বড়মার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করবেন।

বড়মার শারীরিক অবস্থা সম্পর্কে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, "ফুসফুসে সংক্রমণ। ১০০ বছর বয়স। শারীরিক অবস্থা বেশ ক্রিটিকাল হওয়ার জন্য আমরা তাঁকে ITU-তে রেখেছি। ক্রিটিক্যাল অবস্থায় যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্লাড সুগার সামান্য বেশি। চিকিৎসা চলছে। বয়স, ব্লাড সুগার এবং এর সঙ্গে দুই ফুসফুসে সংক্রমণ। ফলে আমরা চিন্তিত। ফুসফুসে ক্রনিক সমস্যা বড়মার ছিল। কিন্তু সংক্রমণের বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।"

undefined
Intro:কলকাতা, ৪ মার্চ: মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক‌ অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁর দুই ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। বড়মায়ের বয়স ১০২ বছর। এই বয়সের বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসকদের। স্বাভাবিক কারণেই বড়মার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। চিন্তায় রয়েছেন কর্তৃপক্ষ। গতকাল, রবিবার থেকে বীণাপাণি দেবীর চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ITU-তে। আজ, সোমবার বড়মায়ের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর সংক্রান্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন।
Body:মতুয়া মহাসঙ্ঘের বড়মায়ের শারীরিক অবস্থার বিষয়ে এই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ফুসফুসে সংক্রমণ। ১০২ বছর বয়স। শারীরিক অবস্থা বেশ ক্রিটিক্যাল হওয়ার জন্য আমরা তাঁকে ITU-তে রেখেছি।" একই সঙ্গে তিনি বলেন, "ক্রিটিক্যাল অবস্থায় যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্লাড সুগার সামান্য বেশি। চিকিৎসা চলছে।" তিনি বলেন, "বয়স, ব্লাড সুগার এবং এর সঙ্গে দুই ফুসফুসে সংক্রমণ। ফুসফুসে ক্রনিক সমস্যা ওনার ছিল কিন্তু সংক্রমণের বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।"

_________Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.