ETV Bharat / state

ক্যাম্প টু থেকে উদ্ধার রুদ্রপ্রসাদ, রমেশ ; চলছে চিকিৎসা

উদ্ধার করা হল অসুস্থ দুই বাঙালি পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়কে । কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্যর দেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা

author img

By

Published : May 17, 2019, 1:39 PM IST

res

নেপাল, 17 মে : আজ সকালে কাঞ্চনজঙ্ঘার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হল অসুস্থ দুই বাঙালি পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়কে ৷ দু'জনকে উদ্ধার করে কাটমাণ্ডুতে নিয়ে আসা হয়েছে ৷ সেখানকার একটি হাসপাতালে তাঁদের ভরতি করা হয়েছে ৷ দুজনেই ফ্রস্টবাইটে আক্রান্ত ৷

তাঁদের চিকিৎসা চলছে বলে এজেন্সি সূত্রে জানা গেছে ৷ এই দু'জনেই সফলভাবে ১৫ তারিখ সকালে কাঞ্চনজঙ্ঘা সামিট করেন ৷ ফেরার পথে তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷ ক্যাম্প ফোরে ফিরে এসেছিলেন দু'জনেই ৷ ১৬ তারিখ তাঁদের ক্যাম্প ফোর থেকে ক্যাম্প টুতে নামিয়ে আনা হয় ৷ গতকাল উদ্ধারের চেষ্টা হলেও আবহাওয়া খারাপ থাকায় তা সম্ভব হয়নি ৷

পাশাপাশি কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্যর দেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা । এই দুই পর্বতারোহীর মধ্যে কুন্তল কাঁড়ার সামিটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন ৷ অন্যদিকে সামিট শেষে ক্যাম্প ফোরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব বৈদ্য ৷ দুজনেরই মৃত্যু হয়েছে ৷ তাঁদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

নেপাল, 17 মে : আজ সকালে কাঞ্চনজঙ্ঘার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হল অসুস্থ দুই বাঙালি পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়কে ৷ দু'জনকে উদ্ধার করে কাটমাণ্ডুতে নিয়ে আসা হয়েছে ৷ সেখানকার একটি হাসপাতালে তাঁদের ভরতি করা হয়েছে ৷ দুজনেই ফ্রস্টবাইটে আক্রান্ত ৷

তাঁদের চিকিৎসা চলছে বলে এজেন্সি সূত্রে জানা গেছে ৷ এই দু'জনেই সফলভাবে ১৫ তারিখ সকালে কাঞ্চনজঙ্ঘা সামিট করেন ৷ ফেরার পথে তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷ ক্যাম্প ফোরে ফিরে এসেছিলেন দু'জনেই ৷ ১৬ তারিখ তাঁদের ক্যাম্প ফোর থেকে ক্যাম্প টুতে নামিয়ে আনা হয় ৷ গতকাল উদ্ধারের চেষ্টা হলেও আবহাওয়া খারাপ থাকায় তা সম্ভব হয়নি ৷

পাশাপাশি কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্যর দেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা । এই দুই পর্বতারোহীর মধ্যে কুন্তল কাঁড়ার সামিটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন ৷ অন্যদিকে সামিট শেষে ক্যাম্প ফোরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব বৈদ্য ৷ দুজনেরই মৃত্যু হয়েছে ৷ তাঁদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.