ETV Bharat / state

Ahiritola Building Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2 - Ahiritola Building Collapse

স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই এমারজেন্সি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে ।

আহিরীটোলায় বাড়ি ভাঙার ঘটনায় মৃত এক শিশু-সহ 2
আহিরীটোলায় বাড়ি ভাঙার ঘটনায় মৃত এক শিশু-সহ 2
author img

By

Published : Sep 29, 2021, 12:24 PM IST

Updated : Sep 29, 2021, 1:38 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : আহিরীটোলায় বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় মৃত্যু হল দু'জনের । দু'জনের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই এমারজেন্সি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন । তাদের মধ্যে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷

টানা বৃষ্টির জেরে গতকাল ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, ভোর রাতের দিকে তাঁরা কোনও কিছু ভেঙে পড়ার শব্দ পান ৷ প্রথমদিকে তাঁরা আমল দেননি ৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায় এক শিশু সহ বেশ কয়েকজন ৷ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যেই দুজনের মৃত্যু হয়েছে ৷ বাকি চারজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৷ তাদের মধ্য়ে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷ তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে ৷

আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2

আরও পড়ুন, Ahiritola Building Collapse : টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ

ঘটনাস্থানে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন । তিনি বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন ৷ রীতিমতো তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী । প্রায় 8 ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : আহিরীটোলায় বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় মৃত্যু হল দু'জনের । দু'জনের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু । স্থানীয় জোড়াবাগান থানা সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই শিশু এবং তার দিদাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই এমারজেন্সি বিভাগে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন । তাদের মধ্যে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷

টানা বৃষ্টির জেরে গতকাল ভোররাতে 10 নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, ভোর রাতের দিকে তাঁরা কোনও কিছু ভেঙে পড়ার শব্দ পান ৷ প্রথমদিকে তাঁরা আমল দেননি ৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায় এক শিশু সহ বেশ কয়েকজন ৷ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যেই দুজনের মৃত্যু হয়েছে ৷ বাকি চারজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৷ তাদের মধ্য়ে একজন 9 মাসের অন্তঃসত্ত্বা ৷ তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে ৷

আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2

আরও পড়ুন, Ahiritola Building Collapse : টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ

ঘটনাস্থানে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন । তিনি বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন ৷ রীতিমতো তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী । প্রায় 8 ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে ৷

Last Updated : Sep 29, 2021, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.