ETV Bharat / state

আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2 - কলকাতা

এমনিতেই সকাল থেকে বৃষ্টি চলছে । তার মাঝে বিলবোর্ড লাগাতে গিয়ে আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎপৃষ্ট হন তিন জন ৷ ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয় । আরও একজন গুরুতর জখম ।

আলিপুর চিড়িয়াখানা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
author img

By

Published : Aug 20, 2020, 2:47 PM IST

Updated : Aug 20, 2020, 6:36 PM IST

কলকাতা, 20 অগাস্ট : লকডাউনের কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা । আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের । দুই ব্যক্তিই একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গেছে । ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক কর্মীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ।

আজ সকাল সাড়ে ন'টা নাগাদ লকডাউনের মাঝেই একটি বিজ্ঞাপন সংস্থা তাদের বিলবোর্ড লাগানোর কাজ করছিল । চিড়িয়াখানায় যেখানে হাতি থাকে তার ঠিক উলটো দিকে সেই বোর্ড লাগানোর কাজ করছিলেন কয়েকজন । এমনিতেই সকাল থেকে বৃষ্টি চলছে । তার মাঝে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা ৷ ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয় । আরও একজন গুরুতর জখম হন ।

চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2

বিষয়টি জানার পর আলিপুর চিড়িয়াখানার কর্মী সংগঠনের নেতা তথা BJP নেতা রাকেশ সিং ঘটনাস্থানে পৌঁছান ৷ ঘটনায় এখনও পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ রাকেশ সিং এই প্রসঙ্গে বলেন, “এই ঘটনার দায় সরকারকে নিতে হবে ।’’

আলিপুর চিড়িয়াখানা
ঘটনাস্থানে পুলিশ

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ আমি ঘটনার কথা শুনেছি ৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ কিন্তু, লকডাউনের মাঝে এই কাজ কীভাবে হচ্ছিল ? আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তারা পুরো ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে ৷ দেখা হবে চিড়িয়াখানার তরফে কারুর গাফিলতি ছিল কি না ৷ তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷’’

কলকাতা, 20 অগাস্ট : লকডাউনের কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা । আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের । দুই ব্যক্তিই একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গেছে । ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক কর্মীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ।

আজ সকাল সাড়ে ন'টা নাগাদ লকডাউনের মাঝেই একটি বিজ্ঞাপন সংস্থা তাদের বিলবোর্ড লাগানোর কাজ করছিল । চিড়িয়াখানায় যেখানে হাতি থাকে তার ঠিক উলটো দিকে সেই বোর্ড লাগানোর কাজ করছিলেন কয়েকজন । এমনিতেই সকাল থেকে বৃষ্টি চলছে । তার মাঝে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা ৷ ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয় । আরও একজন গুরুতর জখম হন ।

চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2

বিষয়টি জানার পর আলিপুর চিড়িয়াখানার কর্মী সংগঠনের নেতা তথা BJP নেতা রাকেশ সিং ঘটনাস্থানে পৌঁছান ৷ ঘটনায় এখনও পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ রাকেশ সিং এই প্রসঙ্গে বলেন, “এই ঘটনার দায় সরকারকে নিতে হবে ।’’

আলিপুর চিড়িয়াখানা
ঘটনাস্থানে পুলিশ

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘ আমি ঘটনার কথা শুনেছি ৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ কিন্তু, লকডাউনের মাঝে এই কাজ কীভাবে হচ্ছিল ? আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তারা পুরো ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে ৷ দেখা হবে চিড়িয়াখানার তরফে কারুর গাফিলতি ছিল কি না ৷ তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Last Updated : Aug 20, 2020, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.