কলকাতা, 18 অক্টোবর: বাড়ির মালিক ও তাঁর গাড়ি চালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শহর কলকাতায় । ঘটনাস্থল গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া মোড় । দেহ দুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম সুবীর চাকী । তাঁর দেহ উদ্ধার হয়েছে বাড়ির নিচের ঘর থেকে । অন্যদিকে উপরের ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের দেহ । রবিবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। জানা গিয়েছে, মৃত সুবীর চাকী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিউটাউনে থাকতেন । পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে তাঁর গড়িয়াহাটের কাকুলিয়া রোডের এই বাড়িটি বিক্রি করার চেষ্টায় ছিলেন । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিবার তিনি ও তাঁর গাড়ির চালক গড়িয়াহাটের এই বাড়িটিতে আসেন । বাড়ি বিক্রি সংক্রান্ত কিছু কথা বলার জন্য একাধিক ব্যক্তিও সেদিন গড়িয়াহাটের এই বাড়িতে এসেছিল বলে জানা যায় ।
আরও পড়ুন: বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ সুজনের
এরপর রাত হয়ে গেলেও তাঁদের খোঁজ না মেলায় খবর যায় গড়িয়াহাট থানায় । পুলিশ এসে ঘরের দরজা খুলতেই গলা কাটা অবস্থায় সুবীর চাকী দেহ নিচের ঘরে পড়ে থাকতে দেখে ৷ তাঁর গাড়ির চালকের গলা কাটা দেহ পড়ে ছিল উপরের ঘরে । রাতেই পুলিশ কুকুর দিয়ে গোটা বাড়িটিতে তল্লাশি চালানো হয় । মৃতের এক আত্মীয় গড়িয়াহাট এলাকায় থাকেন ৷ তদন্তে নেমে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি ঘটনাস্থল থেকে একাধিক নমুনাও সংগ্রহ করা হয়েছে । ঘরের ভিতর থেকে বাড়ির কোনও দলিল বা কাগজপত্র উদ্ধার করা হয়নি । তাহলে কি ঘটনার নেপথ্যে রয়েছে প্রমোটার চক্র । তদন্তে সবদিক খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা ।