ETV Bharat / state

তালতলা ও আহিরীটোলায় উদ্ধার 2টি দেহ - কলকাতায় জোড়া দেহ উদ্ধার

আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ গঙ্গার ঘাটের পাশেই এক যুবতির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । দুপুরে তালতলা থানা এলাকার 92 নম্বর এস এন ব্যানার্জি রোডের সামনে আরও একটি পচাগলা দেহ উদ্ধার হয় ।

Two dead bodies recovered in Kolkata
কলকাতায় জোড়া দেহ উদ্ধার
author img

By

Published : Jun 16, 2020, 6:31 PM IST

কলকাতা, 16জুন : কলকাতার দু'জায়গায় উদ্ধার হল দু'টি দেহ । তালতলায় এক বৃদ্ধের দেহ ও আহিরীটোলা ঘাটে এক যুবতির দেহ উদ্ধার হয়েছে । দু'টি ক্ষেত্রেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ আহিরীটোলা গঙ্গার ঘাটের পাশে এক যুবতিকে ভাসতে দেখেন কয়েকজন । খবর দেওয়া হয় পুলিশে । কিছুক্ষণের মধ্যে স্থানীয় থানার পুলিশ এবং DMG ঘটনাস্থানে পৌঁছয় । সেখানে যায় রিভার ট্রাফিক পুলিশও । ওই যুবতির পরনে শাড়ি ছিল । হাতে কাচের চুড়ি দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবতি অবাঙালি । প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি । তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

এদিকে দুপুরে তালতলা থানা এলাকার 92 নম্বর এস এন ব্যানার্জি রোডের সামনে একটি পচাগলা দেহ উদ্ধার হয় । ওই দেহটি এক ফুটপাথবাসীর ।

কলকাতা, 16জুন : কলকাতার দু'জায়গায় উদ্ধার হল দু'টি দেহ । তালতলায় এক বৃদ্ধের দেহ ও আহিরীটোলা ঘাটে এক যুবতির দেহ উদ্ধার হয়েছে । দু'টি ক্ষেত্রেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।

আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ আহিরীটোলা গঙ্গার ঘাটের পাশে এক যুবতিকে ভাসতে দেখেন কয়েকজন । খবর দেওয়া হয় পুলিশে । কিছুক্ষণের মধ্যে স্থানীয় থানার পুলিশ এবং DMG ঘটনাস্থানে পৌঁছয় । সেখানে যায় রিভার ট্রাফিক পুলিশও । ওই যুবতির পরনে শাড়ি ছিল । হাতে কাচের চুড়ি দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবতি অবাঙালি । প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি । তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

এদিকে দুপুরে তালতলা থানা এলাকার 92 নম্বর এস এন ব্যানার্জি রোডের সামনে একটি পচাগলা দেহ উদ্ধার হয় । ওই দেহটি এক ফুটপাথবাসীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.