কলকাতা, 26 জুলাই: নারী নির্যাতনের প্রতিবাদে ধরনায় বসল বিজেপির মহিলা মোর্চা । শ্যামবাজার মোড়ে দু'দিনব্যাপী চলবে এই কর্মসূচি ৷ এছাড়াও নির্বাচনের আগে এবং ভোট পরবর্তী সময়েও লাগাতার রাজ্যে সন্ত্রাস চলছে ৷ সেই নিয়েও সরব হয়েছে মহিলা মোর্চা । 'আমিও বাংলার মেয়ে আমিও বাঁচতে চাই'-এই স্লোগানকে সামনে রেখেই বিজেপির ধরনা চলছে ।
রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলছে বিরোধীরা বারে বারে । তাই এবার এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামলেন তাঁরা । বুধবার এবং বৃহস্পতিবার এই ধরনা কর্মসূচি করবে রাজ্য বিজেপির মহিলা মোর্চা । বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে হচ্ছে এই ধরনা । এ দিন ধরনা মঞ্চে দেখা গেল সোনালী গুহকেও । এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতার মহিলা মোর্চা নেত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তমগ্নো ঘোষ-সহ মহিলা মোর্চার মহিলা কর্মীরা । আগামিকাল এই মঞ্চে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ।
ধরনা মঞ্চে আজ সভানেত্রী ফাল্গুনী পাত্র সওয়াল করেন, তৃণমূলের মণিপুরের নারী নির্যাতনের বিরোধিতা করছে, এদিকে রাজ্যের মহিলাদের উপর যে নির্যাতন, হামলা চলছে তা নিয়ে কেন চুপ শাসকদল ? তিনি বলেন, "মণিপুরের ঘটনার প্রেক্ষাপট অন্য ৷ আর সেই ঘটনায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুলেছেন । তিনি তাঁর বক্তব্যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছেন ৷ কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মণিপুর ইসুতে রাস্তায় নামছেন তখন বাংলায় প্রতিদিন মহিলারা ধর্ষিত হচ্ছে ৷ তা নিয়ে তিনি একটি কথাও কেন বলছেন না ? দোষীদের কেন শাস্তি দিচ্ছেন না?"
আরও পড়ুন: পঞ্চায়েতে সন্ত্রাস-হিংসা-ভোট লুঠ, শ্যামবাজারে ধরনায় বিজেপি মহিলা মোর্চা
এছাড়াও বিজেপি সভানেত্রী অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের সময় মহিলাদের উপর হামলা চালানো হয়েছে । তাদের ভোট দিতে দেওয়া হয়নি । প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয়েছে । তারা দাবি জানিয়েছে, রাজ্যের মহিলাদের উপর অত্যাচার যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে । এর পাশাপাশি রাজ্যে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর-সহ মহিলাদের উপর অত্যাচার ঘটনায় পদক্ষেপ গ্রহণ করতে হবে ।