ETV Bharat / state

Ispat Express: কাপলিং খুলে আলাদা হয়ে গেল ইঞ্জিন-সহ 2টি বগি, বড়সড় বিপত্তি এড়াল ইস্পাত এক্সপ্রেস - বগি মেরামতি

ইস্পাত এক্সপ্রেসের বগি আলাদা হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে (Passenger in tension as two bogies of Ispat Express detached from the train) । পরে অবশ্য মেরামতি করে ট্রেন রওনা দেয় ৷

Ispat Express
ইস্পাত এক্সপ্রেস
author img

By

Published : Jan 8, 2023, 11:12 AM IST

Updated : Jan 8, 2023, 1:17 PM IST

ইস্পাত এক্সপ্রেসের বিচ্ছিন্ন হয়ে যাওয়া দু'টি বগি মেরামতি হয় সাঁতরাগাছি জাংশনে

কলকাতা, 8 জানুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইস্পাত এক্সপ্রেস ৷ 22861 আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সাঁতরাগাছি স্টেশনের আগে বাকসাড়া রেলগেট পেরিয়ে ঢোকার সময় আচমকা ট্রেনের তৃতীয় ও চতুর্থ কামরা খুলে যায় ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল 8.34 মিনিটে রওনা দেয় ৷ সকাল 9.05 মিনিটে ইঞ্জিন-সহ দু'টি বগি ট্রেনটি থেকে বেরিয়ে আলাদা হয়ে যায় ৷ এতে যে কোনও ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ৷ এরপর ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা (Bogies including engine of Ispat Express detached from the train near Santragachi) ৷

সকাল 9.25 মিনিট নাগাদ বগি মেরামতির কাজ সেরে আনুমানিক 10টা নাগাদ ট্রেনটি ফের তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে বলেই জানা গিয়েছে ৷ ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা ৷ রেলের বগি খুলে যাওয়ার এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা ৷ একইভাবে যাত্রী সুরক্ষা নিয়ে রেলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: তারকেশ্বর-হাওড়া লাইনে ফাটল, দীর্ঘক্ষণ পর স্বাভাবিকের পথে পরিষেবা

ওই ট্রেনে সফররত এক যাত্রী শিবেন্দু মুখোপাধ্যায় ৷ তিনি ঝাড়গ্রাম যাচ্ছিলেন ৷ তিনি রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন, "আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি ৷ পরে জানতে পারলাম ইঞ্জিন বগি নিয়ে আগে বেরিয়ে গিয়েছে ৷ আর বাকি বগিগুলো পিছনে পড়ে রইল ৷ ট্রেনের চালক আর গার্ডের মধ্যে কোনও যোগাযোগ থাকবে না ? একটা গাড়ি চলে গেল, আধ ঘণ্টা কেটে গিয়েছে ৷ আমরা বসে আধ ঘণ্টা ধরে বসে আছি ৷" তিনি আরও অভিযোগ করেন, এই বগি আলাদা হয়ে যাওযার ঘটনাটি যদি কোনো প্রত্যন্ত স্থানে ঘটত, তাহলে বিপদে পড়ত মানুষ ৷ তিনি বলেন, "এটা রেলের দায়িত্বজ্ঞানহীনতা । প্রায় এক ঘন্টা ধরে তারা সাঁতরাগাছির এই স্থানে দাঁড়িয়ে আছেন ৷"

অপর এক যাত্রী সুজিত রায় জানান, সাঁতরাগাছি ঢোকার মুখে একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায় ৷ এরপরে জানা যায় দু'টি বগি নিয়ে ইঞ্জিন আগে চলে গিয়েছে ৷ এমনিতে নির্ধারিত সময়ের থেকে দু'ঘণ্টা দেরিতে ট্রেন ছেড়েছিল ৷ এরপরে 20 মিনিটের মধ্যেই এই বিপত্তি ঘটে বলে জানান সুজিত রায় ৷ তিনি আরও বলেন, "রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে ৷ তবে কতক্ষণে এই যান্ত্রিক ত্রুটি মেরামতি করে ট্রেন ফের ছাড়বে, সে বিষয়ে কিছু জানায়নি রেল ।"

আরও পড়ুন: হকারদের অবরোধ ! গাংপুরে দীর্ঘক্ষণ আটকে রাজধানী, একাধিক লোকাল ট্রেন

ইস্পাত এক্সপ্রেসের বিচ্ছিন্ন হয়ে যাওয়া দু'টি বগি মেরামতি হয় সাঁতরাগাছি জাংশনে

কলকাতা, 8 জানুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইস্পাত এক্সপ্রেস ৷ 22861 আপ ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সাঁতরাগাছি স্টেশনের আগে বাকসাড়া রেলগেট পেরিয়ে ঢোকার সময় আচমকা ট্রেনের তৃতীয় ও চতুর্থ কামরা খুলে যায় ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল 8.34 মিনিটে রওনা দেয় ৷ সকাল 9.05 মিনিটে ইঞ্জিন-সহ দু'টি বগি ট্রেনটি থেকে বেরিয়ে আলাদা হয়ে যায় ৷ এতে যে কোনও ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ৷ এরপর ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা (Bogies including engine of Ispat Express detached from the train near Santragachi) ৷

সকাল 9.25 মিনিট নাগাদ বগি মেরামতির কাজ সেরে আনুমানিক 10টা নাগাদ ট্রেনটি ফের তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে বলেই জানা গিয়েছে ৷ ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন রেল যাত্রীরা ৷ রেলের বগি খুলে যাওয়ার এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা ৷ একইভাবে যাত্রী সুরক্ষা নিয়ে রেলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: তারকেশ্বর-হাওড়া লাইনে ফাটল, দীর্ঘক্ষণ পর স্বাভাবিকের পথে পরিষেবা

ওই ট্রেনে সফররত এক যাত্রী শিবেন্দু মুখোপাধ্যায় ৷ তিনি ঝাড়গ্রাম যাচ্ছিলেন ৷ তিনি রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন, "আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি ৷ পরে জানতে পারলাম ইঞ্জিন বগি নিয়ে আগে বেরিয়ে গিয়েছে ৷ আর বাকি বগিগুলো পিছনে পড়ে রইল ৷ ট্রেনের চালক আর গার্ডের মধ্যে কোনও যোগাযোগ থাকবে না ? একটা গাড়ি চলে গেল, আধ ঘণ্টা কেটে গিয়েছে ৷ আমরা বসে আধ ঘণ্টা ধরে বসে আছি ৷" তিনি আরও অভিযোগ করেন, এই বগি আলাদা হয়ে যাওযার ঘটনাটি যদি কোনো প্রত্যন্ত স্থানে ঘটত, তাহলে বিপদে পড়ত মানুষ ৷ তিনি বলেন, "এটা রেলের দায়িত্বজ্ঞানহীনতা । প্রায় এক ঘন্টা ধরে তারা সাঁতরাগাছির এই স্থানে দাঁড়িয়ে আছেন ৷"

অপর এক যাত্রী সুজিত রায় জানান, সাঁতরাগাছি ঢোকার মুখে একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায় ৷ এরপরে জানা যায় দু'টি বগি নিয়ে ইঞ্জিন আগে চলে গিয়েছে ৷ এমনিতে নির্ধারিত সময়ের থেকে দু'ঘণ্টা দেরিতে ট্রেন ছেড়েছিল ৷ এরপরে 20 মিনিটের মধ্যেই এই বিপত্তি ঘটে বলে জানান সুজিত রায় ৷ তিনি আরও বলেন, "রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে ৷ তবে কতক্ষণে এই যান্ত্রিক ত্রুটি মেরামতি করে ট্রেন ফের ছাড়বে, সে বিষয়ে কিছু জানায়নি রেল ।"

আরও পড়ুন: হকারদের অবরোধ ! গাংপুরে দীর্ঘক্ষণ আটকে রাজধানী, একাধিক লোকাল ট্রেন

Last Updated : Jan 8, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.