ETV Bharat / state

রাতের শহরে জোড়া দুর্ঘটনা, মৃত এক - accident happened in Kolkata at night

গতকাল রাত নয়টা নাগাদ রুবি মোড়ের কাছে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোতে ধাক্কা মারেন সত্যেন নস্কর । এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷

কলকাতা
কলকাতা
author img

By

Published : Dec 18, 2020, 9:25 AM IST

Updated : Dec 18, 2020, 9:46 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : রাতের শহরে আবারও দুর্ঘটনা । মৃত্যু সাইকেল আরোহীর । ই এম বাইপাসের রুবি মোড়ের কাছে ঘটেছে দুর্ঘটনাটি । জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম সত্যেন নস্কর (35) । ইন্দুপার্ক এলাকার বাসিন্দা । গতকাল রাত নয়টা নাগাদ রুবি মোড়ের কাছে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোতে ধাক্কা মারেন ওই ব্যক্তি ।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ পরিবারের অভিযোগ, এসএসকেএম হাসপাতালে তিন ঘণ্টা কোনও চিকিৎসা হয়নি তাঁর । তারপরই মৃত্যু হয় ৷

আরও পড়ুন : ওই কনস্টেবল না থাকলে হয়ত আর বাড়ি ফিরতাম না

অপরদিকে ভোরে কলকাতার অন্যতম লাইফ লাইন ই এম বাইপাসের উপর ঘটে অপর দুর্ঘটনা । পাঁচটা নাগাদ সায়েন্সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি টালি বোঝাই পণ্যবাহী গাড়ি । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ । তবে পলাতক চালক ।

কলকাতা, 18 ডিসেম্বর : রাতের শহরে আবারও দুর্ঘটনা । মৃত্যু সাইকেল আরোহীর । ই এম বাইপাসের রুবি মোড়ের কাছে ঘটেছে দুর্ঘটনাটি । জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম সত্যেন নস্কর (35) । ইন্দুপার্ক এলাকার বাসিন্দা । গতকাল রাত নয়টা নাগাদ রুবি মোড়ের কাছে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোতে ধাক্কা মারেন ওই ব্যক্তি ।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ পরিবারের অভিযোগ, এসএসকেএম হাসপাতালে তিন ঘণ্টা কোনও চিকিৎসা হয়নি তাঁর । তারপরই মৃত্যু হয় ৷

আরও পড়ুন : ওই কনস্টেবল না থাকলে হয়ত আর বাড়ি ফিরতাম না

অপরদিকে ভোরে কলকাতার অন্যতম লাইফ লাইন ই এম বাইপাসের উপর ঘটে অপর দুর্ঘটনা । পাঁচটা নাগাদ সায়েন্সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি টালি বোঝাই পণ্যবাহী গাড়ি । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ । তবে পলাতক চালক ।

Last Updated : Dec 18, 2020, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.