ETV Bharat / state

Fire at Baishnabghata: বৈষ্ণবঘাটা গুদামের সামনেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন - Baishnabghata

শনিবার কলকাতার বৈষ্ণবঘাটায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগে (Fire at Baishnabghata) ৷ গ্যাস গুদামের সামনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ গ্যাস গুদামের মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজকুমার মণ্ডল ।

Fire at Baishnabghata
গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন
author img

By

Published : Dec 24, 2022, 2:29 PM IST

Updated : Dec 24, 2022, 3:27 PM IST

বৈষ্ণবঘাটা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন

কলকাতা, 24 ডিসেম্বর: গ্যাস গুদামের সামনেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন (Fire at Baishnabghata) ৷ শনিবার বেলা 12টা নাগাদ পাটুলি থানার বৈষ্ণবঘাটা এলাকার ঘটনা । খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায় । যদিও দু’টি ইঞ্জিনের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোনও হতাহতের খবর নেই ।

তবে, আগুন লাগার কারণে ইএম বাইপাস (EM Bypass) থেকে পাটুলি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয় । এই ঘটনায় গ্যাস গুদাম (Gas Warehouse) কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজকুমার মণ্ডল । গ্যাস গুদামের মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ইটিভি ভারতকে ।

বৈষ্ণবঘাটার ওই গ্যাস গুদামের সামনেই রাস্তার উপরে গাড়িতে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো হয় । প্রতিদিনের মতোই আজও সিলিন্ডার ওঠানো নামানো চলছিল । সেই সময় হঠাৎ ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায় । তড়িঘড়ি 172টি সিলিন্ডার ট্রাক থেকে নামিয়ে নেওয়া হয় । কোনও সিলিন্ডারে আগুন লাগেনি বলে জানা গিয়েছে ।

কিন্তু, ঘটনার পর থেকে ট্রাক চালক ও খালাসিদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি স্থানীয় কাউন্সিলরের । তিনি বলেন, "কোনও নিয়মের তোয়াক্কা না করে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো চলে । বহুবার অভিযোগ করেও লাভ হয়নি । কোনও প্রভাবশালীর মদতে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো করানো হয় । আজকেও তাই চলছিল ।’’

স্বরাজ মণ্ডল আরও বলেন, ‘‘আজকের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানাবো । আগামীতে যাতে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো না হয়, তার যাবতীয় ব্যবস্থা করা হবে । কিন্তু, ঘটনার পর গ্যাস গুদামের মালিককে ফোনে পাচ্ছি না ।"

এদিকে এই আগুনের ঘটনার গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয়দের বক্তব্য, গ্যাসের গাড়িতেই সামনের অংশে ছোটো সিলিন্ডার জ্বালিয়ে রান্না চলছিল । তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন: দিল্লির বিকাশপুরীতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 18টি ইঞ্জিন

বৈষ্ণবঘাটা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন

কলকাতা, 24 ডিসেম্বর: গ্যাস গুদামের সামনেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন (Fire at Baishnabghata) ৷ শনিবার বেলা 12টা নাগাদ পাটুলি থানার বৈষ্ণবঘাটা এলাকার ঘটনা । খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায় । যদিও দু’টি ইঞ্জিনের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোনও হতাহতের খবর নেই ।

তবে, আগুন লাগার কারণে ইএম বাইপাস (EM Bypass) থেকে পাটুলি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয় । এই ঘটনায় গ্যাস গুদাম (Gas Warehouse) কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজকুমার মণ্ডল । গ্যাস গুদামের মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ইটিভি ভারতকে ।

বৈষ্ণবঘাটার ওই গ্যাস গুদামের সামনেই রাস্তার উপরে গাড়িতে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো হয় । প্রতিদিনের মতোই আজও সিলিন্ডার ওঠানো নামানো চলছিল । সেই সময় হঠাৎ ট্রাকের সামনের অংশে আগুন লেগে যায় । তড়িঘড়ি 172টি সিলিন্ডার ট্রাক থেকে নামিয়ে নেওয়া হয় । কোনও সিলিন্ডারে আগুন লাগেনি বলে জানা গিয়েছে ।

কিন্তু, ঘটনার পর থেকে ট্রাক চালক ও খালাসিদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি স্থানীয় কাউন্সিলরের । তিনি বলেন, "কোনও নিয়মের তোয়াক্কা না করে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো চলে । বহুবার অভিযোগ করেও লাভ হয়নি । কোনও প্রভাবশালীর মদতে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো করানো হয় । আজকেও তাই চলছিল ।’’

স্বরাজ মণ্ডল আরও বলেন, ‘‘আজকের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানাবো । আগামীতে যাতে রাস্তার উপরে ট্রাক রেখে গ্যাস সিলিন্ডার ওঠানো নামানো না হয়, তার যাবতীয় ব্যবস্থা করা হবে । কিন্তু, ঘটনার পর গ্যাস গুদামের মালিককে ফোনে পাচ্ছি না ।"

এদিকে এই আগুনের ঘটনার গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয়দের বক্তব্য, গ্যাসের গাড়িতেই সামনের অংশে ছোটো সিলিন্ডার জ্বালিয়ে রান্না চলছিল । তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন: দিল্লির বিকাশপুরীতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে 18টি ইঞ্জিন

Last Updated : Dec 24, 2022, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.