ETV Bharat / state

Kunal Ghosh: 2023-এর 2 জানুয়ারি বেলা 12টা, কুণালের টুইটে বড় ঘটনার পূর্বাভাস ! - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শনিবার সকালে একটি টুইট করেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ সেখানে তিনি আগামী 2 জানুয়ারি বেলা 12টায় বড় কিছু ঘটনার ইঙ্গিত দিয়েছেন ৷ কী হবে সেদিন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে ৷

Trinamool Congress Leader Kunal Ghosh claims 2nd January of 2023 to be an Important Date
Kunal Ghosh: 2023-এর 2 জানুয়ারি বেলা 12টা, কুণালের টুইটে বড় ঘটনার পূর্বাভাস !
author img

By

Published : Dec 10, 2022, 2:09 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: ভারতীয় জনতা পার্টির (BJP) ডিসেম্বর ডেডলাইন ঘিরে গত কয়েকদিন সরগরম বঙ্গ রাজনীতি ৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপির মধ্যে কটাক্ষ, পালটা কটাক্ষ হয়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে নতুন ডেডলাইন নিয়ে হাজির হলেন রাজ্য়ের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

শনিবার সকাল 9টা 9 মিনিটে তিনি একটি টুইট করেছেন ৷ সেই টুইটে তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক আগামী 2 জানুয়ারি-কে খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লিখেছেন ৷ সঙ্গে ‘বেলা 12টা’র সময়ও উল্লেখ করেছেন ৷

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যে কেন ওই দিন গুরুত্বপূর্ণ ? ওইদিন কি তবে রাজ্য রাজনীতিতে বড় কিছু হতে চলেছে ? বিশেষ করে সময় উল্লেখ করে দেওয়ায় এই নিয়ে জল্পনা আরও বেড়েছে ৷ তাহলে কি ঠিক ওই সময়ই কিছু ঘটতে চলেছে ?

কুণাল ঘোষের টুইট দেখে অবশ্য তা নিয়ে কোনও আন্দাজই করা সম্ভব নয় ৷ বরং এই টুইটের লক্ষ্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে ৷ কারণ, কুণাল ঘোষ লিখেছেন, ’’একজন শিক্ষানবীশ জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর এখন আমি একটা তারিখ ও সময় দিচ্ছি ।’’

Trinamool Congress Leader Kunal Ghosh claims 2nd January of 2023 to be an Important Date
কুণাল ঘোষের টুইট

প্রসঙ্গত, ডিসেম্বর ডেডলাইন নিয়ে সবচেয়ে বেশি সরব শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিকবার বলেছেন যে ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে বড় ঘটনা ঘটবে ৷ বঙ্গ রাজনীতির সবচেয়ে নেতা জেলে যাবে বলেও দাবি করেছেন ৷ আবার তিনটি তারিখও দিয়েছেন সম্প্রতি ৷ যা নিয়ে কুণাল ঘোষ নাম না করে শুভেন্দুকে ‘শিক্ষানবীশ জ্যোতিষী’ বলে কটাক্ষ করেছিলেন ৷ তাই রাজনৈতিক মহলের মতে, এদিনের টুইটের লক্ষ্যও নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷

তাছাড়া এদিন কুণাল ঘোষের করা টুইটে ডিসেম্বর ডেডলাইনের প্রসঙ্গও রয়েছে ৷ তিনি লিখেছেন, ‘‘...এটি (নতুন তারিখ ও সময়) আমি একজন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনও তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায় ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, ডিসেম্বরের 10 দিন পেরিয়ে গেল৷ এখনও বিজেপির ডিসেম্বর সংক্রান্ত ভবিষ্যদ্বাণী মেলেনি ৷ এবার আবার তৃণমূলের মুখপাত্র জানুয়ারির প্রসঙ্গ টানলেন ৷ তখন আবার কী হবে ? বঙ্গ রাজনীতিতে যুক্ত হল নয়া প্রশ্ন ৷ শেষ পর্যন্ত কী হয়, সেই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতেই হবে বঙ্গবাসীকে ৷

আরও পড়ুন: 'বড় কোনও চক্রান্ত হচ্ছে', বিজেপির 'ডিসেম্বর-দাবি' প্রসঙ্গে কুণাল

কলকাতা, 10 ডিসেম্বর: ভারতীয় জনতা পার্টির (BJP) ডিসেম্বর ডেডলাইন ঘিরে গত কয়েকদিন সরগরম বঙ্গ রাজনীতি ৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপির মধ্যে কটাক্ষ, পালটা কটাক্ষ হয়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে নতুন ডেডলাইন নিয়ে হাজির হলেন রাজ্য়ের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

শনিবার সকাল 9টা 9 মিনিটে তিনি একটি টুইট করেছেন ৷ সেই টুইটে তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদক আগামী 2 জানুয়ারি-কে খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লিখেছেন ৷ সঙ্গে ‘বেলা 12টা’র সময়ও উল্লেখ করেছেন ৷

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যে কেন ওই দিন গুরুত্বপূর্ণ ? ওইদিন কি তবে রাজ্য রাজনীতিতে বড় কিছু হতে চলেছে ? বিশেষ করে সময় উল্লেখ করে দেওয়ায় এই নিয়ে জল্পনা আরও বেড়েছে ৷ তাহলে কি ঠিক ওই সময়ই কিছু ঘটতে চলেছে ?

কুণাল ঘোষের টুইট দেখে অবশ্য তা নিয়ে কোনও আন্দাজই করা সম্ভব নয় ৷ বরং এই টুইটের লক্ষ্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে ৷ কারণ, কুণাল ঘোষ লিখেছেন, ’’একজন শিক্ষানবীশ জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর এখন আমি একটা তারিখ ও সময় দিচ্ছি ।’’

Trinamool Congress Leader Kunal Ghosh claims 2nd January of 2023 to be an Important Date
কুণাল ঘোষের টুইট

প্রসঙ্গত, ডিসেম্বর ডেডলাইন নিয়ে সবচেয়ে বেশি সরব শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিকবার বলেছেন যে ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে বড় ঘটনা ঘটবে ৷ বঙ্গ রাজনীতির সবচেয়ে নেতা জেলে যাবে বলেও দাবি করেছেন ৷ আবার তিনটি তারিখও দিয়েছেন সম্প্রতি ৷ যা নিয়ে কুণাল ঘোষ নাম না করে শুভেন্দুকে ‘শিক্ষানবীশ জ্যোতিষী’ বলে কটাক্ষ করেছিলেন ৷ তাই রাজনৈতিক মহলের মতে, এদিনের টুইটের লক্ষ্যও নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷

তাছাড়া এদিন কুণাল ঘোষের করা টুইটে ডিসেম্বর ডেডলাইনের প্রসঙ্গও রয়েছে ৷ তিনি লিখেছেন, ‘‘...এটি (নতুন তারিখ ও সময়) আমি একজন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনও তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায় ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, ডিসেম্বরের 10 দিন পেরিয়ে গেল৷ এখনও বিজেপির ডিসেম্বর সংক্রান্ত ভবিষ্যদ্বাণী মেলেনি ৷ এবার আবার তৃণমূলের মুখপাত্র জানুয়ারির প্রসঙ্গ টানলেন ৷ তখন আবার কী হবে ? বঙ্গ রাজনীতিতে যুক্ত হল নয়া প্রশ্ন ৷ শেষ পর্যন্ত কী হয়, সেই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতেই হবে বঙ্গবাসীকে ৷

আরও পড়ুন: 'বড় কোনও চক্রান্ত হচ্ছে', বিজেপির 'ডিসেম্বর-দাবি' প্রসঙ্গে কুণাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.