ETV Bharat / state

Tram Service Disrupted: মেট্রোর কাজের জন্য ফের বন্ধ হতে চলেছে কলেজস্ট্রিট- শ্যামবাজার রুটের ট্রাম

author img

By

Published : Aug 8, 2023, 7:35 PM IST

Updated : Aug 9, 2023, 3:06 PM IST

মেট্রোর কাজের জন্য আবারও বন্ধ হতে চলেছে 5 নম্বর ট্রাম রুট ৷ এসপ্ল্যানেড থেকে কলেজস্ট্রিট, ওয়েলিংটন, লেনিন সরণি হয়ে শ্যামবাজার পর্যন্ত যায় এই রুটের ট্রাম ৷ নির্মল চন্দ্র স্ট্রিটে মেট্রোর কাজে কারণেই বন্ধ থাকবে এই রুটের ট্রাম চলাচল ৷

ETV Bharat
5 নম্বর রুটে ট্রাম চালাচল বন্ধ

কলকাতা, 8 অগস্ট: দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল 5 নম্বর ট্রাম রুট ৷ আবারও তা বন্ধ হতে চলছে ৷ নির্মল চন্দ্র স্ট্রিটের ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রোর কাজের জন্য আবারও একটানা 8 মাস বন্ধ থাকবে 5 নম্বর ট্রাম রুট ৷

জানা গিয়েছে, বৌ বাজারের যে অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল সেই কাজ অনেকটা শেষ হয়ে এসেছে । আগামী 10 আগস্ট থেকে পাওয়ার ব্লক নেওয়া হবে আগামী 8 মাসের জন্য ৷ তাই এই কাজ চলাকালীন নির্মল চন্দ্র স্ট্রিটের লেনিন সরণি থেকে ওয়েলিংটন ক্রসিং পর্যন্ত ট্রাম-সহ অন্যান্য গাড়ি চলাচল বন্ধ থাকবে । যদিও কাজ হবে মাটির নীচে ৷ বৌবাজার অঞ্চলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)।

ট্রাম বন্ধ থাকায় সিঁদূরে মেঘ দেখছেন ট্রাম যাত্রী ও ট্রাম প্রেমীরা ৷ এই প্রসঙ্গেই ট্রাম গবেষক ও ট্রাম প্রেমী ডক্টর দেবাশীস ভট্টাচার্য জানান, মেট্রোরেলের কাজের জন্য আগেরবার 5 নম্বর রুটে বন্ধ হয়ে গিয়েছিল ট্রাম । মেট্রোর কাজ শেষ হয়ে যাওয়ার পর ভারী যান চলাচলের জন্য অনুমতি দেওয়া হলেও ট্রাম চলাচল বন্ধ ছিল । ট্রামের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানের সময় বহু কাঠ-খড় পুড়িয়ে এই রুটে ট্রাম চালানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ আবার যদি বন্ধ হয়ে যায় তবে আর চালানোর উদ্যোগ নেওয়া হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: ট্রাম বাঁচাতে কমিটি গঠনের নির্দেশ, সম্পত্তি বিক্রিতে 'না' আদালতের

পাশাপাশি আরও এক ট্রামপ্রেমী সাগ্নিক গুপ্তর গলাতেও আশঙ্কার সুর শোনা গেল ৷ তিনি জানান, মেট্রোর কাজ শেষ হয়ে গেলেও পাঁচ নম্বর রুটে আবার কবে থেকে ট্রাম পরিষেবা চালু করা হবে নাকি সেটাই দেখার ৷ তাঁর কথায়, "যদি 5 নম্বর রুটের পাশাপাশি 11 নম্বর ট্রাম রুটের পরিষেবা সচল থাকত তবে এই দিকের যাত্রীদের কিছুটা হলেও সুবিধা হত । কারণ এই রুটের ট্রাম শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট হয়ে হাওড়া ব্রিজ পৌঁছয় ।"

আরও পড়ুন: ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

5 নম্বর রুটের ট্রাম যেহেতু এসপ্ল্যানেড থেকে ছেড়ে কলেজস্ট্রিট, ওয়েলিংটন, লেনিন সরণি হয়ে শ্যামবাজার পর্যন্ত যায় তাই কলেজ এবং স্কুল পড়ুয়া ছাড়াও যারা চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে যান এবং ব্যবসার কাজে শ্যামবাজার যান তাঁদের খুবই সুবিধা হয় । তাই এই রুটে ট্রামে যাত্রী ভিড়ও হয় অনেক বেশি ।

কলকাতা, 8 অগস্ট: দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল 5 নম্বর ট্রাম রুট ৷ আবারও তা বন্ধ হতে চলছে ৷ নির্মল চন্দ্র স্ট্রিটের ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রোর কাজের জন্য আবারও একটানা 8 মাস বন্ধ থাকবে 5 নম্বর ট্রাম রুট ৷

জানা গিয়েছে, বৌ বাজারের যে অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল সেই কাজ অনেকটা শেষ হয়ে এসেছে । আগামী 10 আগস্ট থেকে পাওয়ার ব্লক নেওয়া হবে আগামী 8 মাসের জন্য ৷ তাই এই কাজ চলাকালীন নির্মল চন্দ্র স্ট্রিটের লেনিন সরণি থেকে ওয়েলিংটন ক্রসিং পর্যন্ত ট্রাম-সহ অন্যান্য গাড়ি চলাচল বন্ধ থাকবে । যদিও কাজ হবে মাটির নীচে ৷ বৌবাজার অঞ্চলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)।

ট্রাম বন্ধ থাকায় সিঁদূরে মেঘ দেখছেন ট্রাম যাত্রী ও ট্রাম প্রেমীরা ৷ এই প্রসঙ্গেই ট্রাম গবেষক ও ট্রাম প্রেমী ডক্টর দেবাশীস ভট্টাচার্য জানান, মেট্রোরেলের কাজের জন্য আগেরবার 5 নম্বর রুটে বন্ধ হয়ে গিয়েছিল ট্রাম । মেট্রোর কাজ শেষ হয়ে যাওয়ার পর ভারী যান চলাচলের জন্য অনুমতি দেওয়া হলেও ট্রাম চলাচল বন্ধ ছিল । ট্রামের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানের সময় বহু কাঠ-খড় পুড়িয়ে এই রুটে ট্রাম চালানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ আবার যদি বন্ধ হয়ে যায় তবে আর চালানোর উদ্যোগ নেওয়া হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন: ট্রাম বাঁচাতে কমিটি গঠনের নির্দেশ, সম্পত্তি বিক্রিতে 'না' আদালতের

পাশাপাশি আরও এক ট্রামপ্রেমী সাগ্নিক গুপ্তর গলাতেও আশঙ্কার সুর শোনা গেল ৷ তিনি জানান, মেট্রোর কাজ শেষ হয়ে গেলেও পাঁচ নম্বর রুটে আবার কবে থেকে ট্রাম পরিষেবা চালু করা হবে নাকি সেটাই দেখার ৷ তাঁর কথায়, "যদি 5 নম্বর রুটের পাশাপাশি 11 নম্বর ট্রাম রুটের পরিষেবা সচল থাকত তবে এই দিকের যাত্রীদের কিছুটা হলেও সুবিধা হত । কারণ এই রুটের ট্রাম শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট হয়ে হাওড়া ব্রিজ পৌঁছয় ।"

আরও পড়ুন: ঘোড়ায় টানা থেকে এসি কামরা, তিলোত্তমায় ট্রামের সার্ধশতবর্ষ

5 নম্বর রুটের ট্রাম যেহেতু এসপ্ল্যানেড থেকে ছেড়ে কলেজস্ট্রিট, ওয়েলিংটন, লেনিন সরণি হয়ে শ্যামবাজার পর্যন্ত যায় তাই কলেজ এবং স্কুল পড়ুয়া ছাড়াও যারা চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে যান এবং ব্যবসার কাজে শ্যামবাজার যান তাঁদের খুবই সুবিধা হয় । তাই এই রুটে ট্রামে যাত্রী ভিড়ও হয় অনেক বেশি ।

Last Updated : Aug 9, 2023, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.