ETV Bharat / state

Kolkata Municipal Corporation: লং কোভিডের বিষয়ে কলকাতা পৌরনিগমে চিকিৎসকদের প্রশিক্ষণ, উপকৃত হবেন নাগরিকরা - কলকাতা পৌরনিগম

কোভিড পরবর্তী নানা শারীরিক সমস্যায় ভুগছেন অনেকে ৷ এই নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণদের উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 26, 2023, 4:41 PM IST

কলকাতা, 26 জুলাই: করোনা সংক্রমণ আপাতত চলে গেলেও মানব জীবনে এখনও তার নেতিবাচক প্রভাব রয়ে গিয়েছে ৷ করোনা আক্রান্ত অনেকের পরবর্তী সময়ে ডায়াবেটিস, মাথার চুল পড়ার মতো সমস্যা হয়েছে । অনেকের আবার হৃদরোগও দেখা দিয়েছে । করোনা পরবর্তী সময় থেকে এমন নানা সমস্যা নিয়ে পৌরনিগমের হেলথ সেন্টারে আসছেন অনেকে ৷ চিকিৎসকদেরও নজর এড়ায়নি বিষয়টি ৷ এই সমস্ত রোগী যাঁরা এক সময় করোনা আক্রান্ত হয়েছিলেন, পরে অন্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, তাঁদের চিকিৎসকরা কোভিড পরবর্তী সমস্যার শিকার বলেই ধরে নিচ্ছেন ৷ আর এই লং কোভিড কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে পৌর চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।

এই প্রশিক্ষণে সাহায্য করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । ফলে নাগরিকদের পাশাপাশি চিকিৎসকরাও উপকৃত হবেন ৷ চিকিৎসকদের কথায়, করোনাকালে অনেকেই মানসিক চাপ, দুশ্চিন্তার মধ্যে ছিলেন । সেই কারণেই শুরু হয়েছে চুল পড়ার সমস্যা । করোনা হলে শরীর দুর্বল করে দেয় । প্রয়োজন হয় টানা বিশ্রামের । ফলে অনেকের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা করোনা পরবর্তী সময় ডায়েবেটিস রোগে পরিণত হয়েছে । যে সমস্ত রোগীদের করোনা বাড়াবাড়ি পর্যায় চলে গিয়েছিল বা প্রাণ সংশয় তৈরি হয়েছিল চিকিৎসকরা তাঁদের অনেককেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে নানা স্টেরয়েড ওষুধ প্রয়োগ করেছিলেন । যার পরিণামে করোনা সারলেও অনেকের শরীরেই বাসা বেঁধেছে ডায়াবেটিস ৷

আরও পড়ুন: কলকাতার হকারদের বার্ষিক ও পুনর্নবীকরণ ফি কমিয়ে শংসাপত্র বিলিতে ছাড়পত্র নবান্নর

এই লং কোভিড সংক্রান্ত প্রশিক্ষণে চিকিৎসকদের বলা হচ্ছে স্কিন, ডায়বেটিস, হার্টের সমস্যা নিয়ে রোগীরা এলে আগে করোনা হয়েছিল কি না সেই তথ্য সংগ্রহ করতে হবে । ভাইরাস লোড কত ছিল অর্থাৎ করোনা কতটা বাড়াবাড়ি অবস্থায় পৌঁছেছিল রোগীর শরীরে তাও জানার চেষ্টা করতে হবে । 2024 পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের, এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য উপদেষ্টা টিকে মুখোপাধ্যায় । এই প্রশিক্ষণের সূচনায় উপস্থিত ছিলেন ছিলেন কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুব্রত রায় চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার চিকিৎসক সঞ্জীব ভাল্লা ।

আরও পড়ুন: রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের

জানা গিয়েছে, এই প্রশিক্ষণ শিবিরে প্রথম দফায় 55 জন পৌর চিকিৎসক প্রশিক্ষণ নেবেন । এই দলের নেতৃত্বে থাকবেন চিকিৎসক শুদ্ধচিত্ত চক্রবর্তী । গোটা প্রশিক্ষণ অনলাইন মারফত হবে । ফোনের মাধ্যমেই অংশ নিতে পারবেন চিকিৎসকরা । কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দফতরে বসেও প্রশিক্ষণ নেওয়া যাবে ৷ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিশিষ্ট চিকিৎসকরা এই প্রশিক্ষণ দেবেন । লং কোভিড কেসের রোগীর চিকিৎসা হয়েছে, এমন কেস নিয়ে হবে আলোচনা ।

কলকাতা, 26 জুলাই: করোনা সংক্রমণ আপাতত চলে গেলেও মানব জীবনে এখনও তার নেতিবাচক প্রভাব রয়ে গিয়েছে ৷ করোনা আক্রান্ত অনেকের পরবর্তী সময়ে ডায়াবেটিস, মাথার চুল পড়ার মতো সমস্যা হয়েছে । অনেকের আবার হৃদরোগও দেখা দিয়েছে । করোনা পরবর্তী সময় থেকে এমন নানা সমস্যা নিয়ে পৌরনিগমের হেলথ সেন্টারে আসছেন অনেকে ৷ চিকিৎসকদেরও নজর এড়ায়নি বিষয়টি ৷ এই সমস্ত রোগী যাঁরা এক সময় করোনা আক্রান্ত হয়েছিলেন, পরে অন্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, তাঁদের চিকিৎসকরা কোভিড পরবর্তী সমস্যার শিকার বলেই ধরে নিচ্ছেন ৷ আর এই লং কোভিড কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে পৌর চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।

এই প্রশিক্ষণে সাহায্য করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । ফলে নাগরিকদের পাশাপাশি চিকিৎসকরাও উপকৃত হবেন ৷ চিকিৎসকদের কথায়, করোনাকালে অনেকেই মানসিক চাপ, দুশ্চিন্তার মধ্যে ছিলেন । সেই কারণেই শুরু হয়েছে চুল পড়ার সমস্যা । করোনা হলে শরীর দুর্বল করে দেয় । প্রয়োজন হয় টানা বিশ্রামের । ফলে অনেকের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা করোনা পরবর্তী সময় ডায়েবেটিস রোগে পরিণত হয়েছে । যে সমস্ত রোগীদের করোনা বাড়াবাড়ি পর্যায় চলে গিয়েছিল বা প্রাণ সংশয় তৈরি হয়েছিল চিকিৎসকরা তাঁদের অনেককেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে নানা স্টেরয়েড ওষুধ প্রয়োগ করেছিলেন । যার পরিণামে করোনা সারলেও অনেকের শরীরেই বাসা বেঁধেছে ডায়াবেটিস ৷

আরও পড়ুন: কলকাতার হকারদের বার্ষিক ও পুনর্নবীকরণ ফি কমিয়ে শংসাপত্র বিলিতে ছাড়পত্র নবান্নর

এই লং কোভিড সংক্রান্ত প্রশিক্ষণে চিকিৎসকদের বলা হচ্ছে স্কিন, ডায়বেটিস, হার্টের সমস্যা নিয়ে রোগীরা এলে আগে করোনা হয়েছিল কি না সেই তথ্য সংগ্রহ করতে হবে । ভাইরাস লোড কত ছিল অর্থাৎ করোনা কতটা বাড়াবাড়ি অবস্থায় পৌঁছেছিল রোগীর শরীরে তাও জানার চেষ্টা করতে হবে । 2024 পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের, এই কথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য উপদেষ্টা টিকে মুখোপাধ্যায় । এই প্রশিক্ষণের সূচনায় উপস্থিত ছিলেন ছিলেন কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুব্রত রায় চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার চিকিৎসক সঞ্জীব ভাল্লা ।

আরও পড়ুন: রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের

জানা গিয়েছে, এই প্রশিক্ষণ শিবিরে প্রথম দফায় 55 জন পৌর চিকিৎসক প্রশিক্ষণ নেবেন । এই দলের নেতৃত্বে থাকবেন চিকিৎসক শুদ্ধচিত্ত চক্রবর্তী । গোটা প্রশিক্ষণ অনলাইন মারফত হবে । ফোনের মাধ্যমেই অংশ নিতে পারবেন চিকিৎসকরা । কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দফতরে বসেও প্রশিক্ষণ নেওয়া যাবে ৷ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিশিষ্ট চিকিৎসকরা এই প্রশিক্ষণ দেবেন । লং কোভিড কেসের রোগীর চিকিৎসা হয়েছে, এমন কেস নিয়ে হবে আলোচনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.