ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে কর্মরত অবস্থায় মৃত্যু শিক্ষানবিশ ইঞ্জিনিয়রের

শিক্ষানবিশ ইঞ্জিনিয়রের মৃত্যু । গতরাতে রক্ষণাবেক্ষণের সময় ঘটনাটি ঘটে । স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

author img

By

Published : Jul 10, 2019, 10:50 AM IST

Updated : Jul 10, 2019, 2:24 PM IST

কলকাতা বিমানবন্দরে কর্মরত অবস্থায় মৃত্যু প্রশিক্ষণরত ইঞ্জিনিয়রের

দমদম, 10 জুলাই : কলকাতা বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল শিক্ষানবিশ ইঞ্জিনিয়রের । জানা গিয়েছে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত এই ইঞ্জিনিয়র । নাম রোহিত বীরেন্দ্র পাণ্ডে (26) ।

গতরাতে ঘটনাটি ঘটে । স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Trainee Engineer কলকাতা বিমানবন্দরে কর্মরত অবস্থায় মৃত্যু প্রশিক্ষণরত ইঞ্জিনিয়রের
রোহিত বীরেন্দ্র পাণ্ডে

স্পাইসজেটের একটি বিমানের ডান দিকের চাকার তলায় কাজ করছিলেন বীরেন্দ্র । তখন হঠাৎ বিমানের হাইড্রোলিক সাকশন সিস্টেম চালু হয়ে যায় । ফলে বাতাসের টানে বীরেন্দ্রর মাথা থেকে ঘাড় অবধি অংশ হাইড্রোলিক সিস্টেমের মধ্যে ঢুকে যায় । দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দেখুন ভিডিয়ো

এ বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিবিদ রোহিত পাণ্ডের মৃত্যুতে সংস্থা গভীরভাবে শোকাহত । রোহিত বিমানবন্দরের 32 নম্বর বে তে পার্ক করা Q 400 বিমানের ডানদিকের মূল ল্যান্ডিং গিয়ারের চাকার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন । সেই সময় গিয়ারের হাইড্রোলিক দরজা বন্ধ হয়ে যায় । রোহিত হাইড্রোলিক দরজার ভিতরে আটকে পড়েন । পরে দরজা ভেঙে রোহিতকে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি । এই ঘটনায় সমগ্র স্পাইসজেট পরিবার রোহিতের পাশে আছে বলেও জানিয়েছে সংস্থা ।

দমদম, 10 জুলাই : কলকাতা বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল শিক্ষানবিশ ইঞ্জিনিয়রের । জানা গিয়েছে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত এই ইঞ্জিনিয়র । নাম রোহিত বীরেন্দ্র পাণ্ডে (26) ।

গতরাতে ঘটনাটি ঘটে । স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Trainee Engineer কলকাতা বিমানবন্দরে কর্মরত অবস্থায় মৃত্যু প্রশিক্ষণরত ইঞ্জিনিয়রের
রোহিত বীরেন্দ্র পাণ্ডে

স্পাইসজেটের একটি বিমানের ডান দিকের চাকার তলায় কাজ করছিলেন বীরেন্দ্র । তখন হঠাৎ বিমানের হাইড্রোলিক সাকশন সিস্টেম চালু হয়ে যায় । ফলে বাতাসের টানে বীরেন্দ্রর মাথা থেকে ঘাড় অবধি অংশ হাইড্রোলিক সিস্টেমের মধ্যে ঢুকে যায় । দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দেখুন ভিডিয়ো

এ বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিবিদ রোহিত পাণ্ডের মৃত্যুতে সংস্থা গভীরভাবে শোকাহত । রোহিত বিমানবন্দরের 32 নম্বর বে তে পার্ক করা Q 400 বিমানের ডানদিকের মূল ল্যান্ডিং গিয়ারের চাকার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন । সেই সময় গিয়ারের হাইড্রোলিক দরজা বন্ধ হয়ে যায় । রোহিত হাইড্রোলিক দরজার ভিতরে আটকে পড়েন । পরে দরজা ভেঙে রোহিতকে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি । এই ঘটনায় সমগ্র স্পাইসজেট পরিবার রোহিতের পাশে আছে বলেও জানিয়েছে সংস্থা ।

Intro:


দমদম, ১০ জুলাই: কলকাতা বিমানবন্দরে মেইনটেনেন্স এর কাজ করার সময় দমবন্ধ হয়ে এক প্রশিক্ষণরত ইঞ্জিনিয়ার এর মৃত্যু হল। মৃতের নাম রোহিত বিরেন্দর পান্ডে। গতকাল রাতে একটি জেট প্লেনের হাইড্রোলিকের মেনটেনেন্স এর সময় ঘটনাটি ঘটে। নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Body:জানা গেছে গতকাল রাতে বিমানটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। বিমানটির হাইড্রোলিক সেকশনে ত্রুটি দেখা যায়। সেই কাজ চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি। ঘটনাস্থলেই দমবন্ধ হয়ে যায় রোহিতের। এর পরেই তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়।

Conclusion:বিমানবন্দর সূত্রের অবশ্য দাবি যে জেট প্লেনের পাখা তাকে টেনে নিয়েছিল এবং তাতেই তার দম বন্ধ হয়ে যায় তার। যদিও এই ধরনের কোন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের তরফ জানিয়ে দেওয়া হয় ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ডিজিসিএ কে রিপোর্ট আকারে দেওয়া হবে।
Last Updated : Jul 10, 2019, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.