ETV Bharat / state

Kolkata Hawker Problem: পুজোর আগেই ধর্মতলায় 'হকার-রাজ' নিয়ন্ত্রণ, বড় সিদ্ধান্ত পৌরনিগমের - পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি

পুজোর আগেই গ্র্যান্ড হোটেলের সামনে থাকা হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি ৷ সম্প্রতি আদালত নির্দেশে জানিয়েছে, আইন মেনেই হকারদের বসতে হবে ৷ এরপরই এমন সিদ্ধান্ত।

ETV Bharat
হকার আইন মেনে হকারদের বসতে হবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 7:24 AM IST

Updated : Oct 5, 2023, 7:50 AM IST

কলকাতা, 5 অক্টোবর: শহরের সর্বত্র হকার আইন মেনেই ব্যবসা করার আবেদন করছে কলকাতা পৌরনিগম এবং টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) ৷ এদিকে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় কর্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে নিউমার্কেট ও গ্র্যান্ড হোটেলের নীচে চলছে বেলগাম হকাররাজ ৷ সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, দ্রুত গ্র্যান্ড হোটেলের নীচে থাকা হকারদের সমস্যার সমাধান করতে হবে ৷ সেই মতো এবার পুজোর আগে ওই অংশে 'হকার-রাজ' বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিল টিভিসি ৷ এখন থেকে গ্র্যান্ডের ফুটপাথের একদিকেই হকারদের বসতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বুধবার

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মুখে বা গ্র্যান্ড হোটেলের নীচের অংশ ও তার চার ধারে হকারদের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ ফুটপাথে ছিটেফোঁটা জায়গা নেই ৷ রাস্তাও তাদের দখলে ৷ ফুটপাত ধরে হাঁটাও কার্যত অসম্ভব ৷ বেলাগাম এই হকাররাজের বিরুদ্ধে সম্প্রতি উচ্চ আদালতের মামলা হয় ৷ আদালত গ্র্যান্ড হোটেলের তলায় বসা বেআইনি হকারদের নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে পৌরনিগমকে ৷ এদিন তা নিয়েই আলোচনা হয় টাউন ভ্যানডিং কমিটির বৈঠকে ৷

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুজোর আগেই গ্র্যান্ড হোটেলের তলায় থাকা বেআইনি হকারদের সরানো হবে ৷ সেখানে হকার আইন মেনে এক তৃতীয়াংশ জায়গা নিয়েই বসতে পারবেন হকাররা ৷ ফুটপাতের দু'দিক জুড়ে নয়, বসতে হবে যে কোনও একদিকে ৷ ফলে এখন যাঁরা বিরাট জায়গায় পসরা নিয়ে বসে আছেন, তাঁদের সেই জায়গা ছোট করে বাকিদের জায়গা করে দিতে হবে ৷ আর তা না-হলে অন্যত্র গিয়ে বসতে হবে ৷ এই বিষয়টি নিয়ে হকারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে দু'দিক জুড়ে হকারদের বসতে দেওয়া হবে না ৷ পুজোর আগেই আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে হবে ৷

এদিন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "গ্র্যান্ডের তলায় হকার আইন মেনে আদালতের নির্দেশ বাস্তবায়িত করা হবে ৷ পাশাপাশি বউবাজারে ক্ষতিগ্রস্ত হকারদের আর্থিক সাহায্যের জন্য কেএমআরসিএলকে জানানো হবে ৷ আদালত জানতে চেয়েছে, কলকাতার কোথায় কোথায় হকিং জোন এবং কোথায় নন-হকিং জোন আছে ৷ সাত দিনের মধ্যে আমরা আদালতে সেই রিপোর্ট জমা দেব ৷"

আরও পড়ুন: স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ, একসঙ্গে পথে নামল বাম ও তৃণমূল শ্রমিক সংগঠন

কলকাতা, 5 অক্টোবর: শহরের সর্বত্র হকার আইন মেনেই ব্যবসা করার আবেদন করছে কলকাতা পৌরনিগম এবং টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) ৷ এদিকে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় কর্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে নিউমার্কেট ও গ্র্যান্ড হোটেলের নীচে চলছে বেলগাম হকাররাজ ৷ সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, দ্রুত গ্র্যান্ড হোটেলের নীচে থাকা হকারদের সমস্যার সমাধান করতে হবে ৷ সেই মতো এবার পুজোর আগে ওই অংশে 'হকার-রাজ' বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিল টিভিসি ৷ এখন থেকে গ্র্যান্ডের ফুটপাথের একদিকেই হকারদের বসতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বুধবার

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মুখে বা গ্র্যান্ড হোটেলের নীচের অংশ ও তার চার ধারে হকারদের উপস্থিতি চোখে পড়ার মতো ৷ ফুটপাথে ছিটেফোঁটা জায়গা নেই ৷ রাস্তাও তাদের দখলে ৷ ফুটপাত ধরে হাঁটাও কার্যত অসম্ভব ৷ বেলাগাম এই হকাররাজের বিরুদ্ধে সম্প্রতি উচ্চ আদালতের মামলা হয় ৷ আদালত গ্র্যান্ড হোটেলের তলায় বসা বেআইনি হকারদের নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে পৌরনিগমকে ৷ এদিন তা নিয়েই আলোচনা হয় টাউন ভ্যানডিং কমিটির বৈঠকে ৷

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুজোর আগেই গ্র্যান্ড হোটেলের তলায় থাকা বেআইনি হকারদের সরানো হবে ৷ সেখানে হকার আইন মেনে এক তৃতীয়াংশ জায়গা নিয়েই বসতে পারবেন হকাররা ৷ ফুটপাতের দু'দিক জুড়ে নয়, বসতে হবে যে কোনও একদিকে ৷ ফলে এখন যাঁরা বিরাট জায়গায় পসরা নিয়ে বসে আছেন, তাঁদের সেই জায়গা ছোট করে বাকিদের জায়গা করে দিতে হবে ৷ আর তা না-হলে অন্যত্র গিয়ে বসতে হবে ৷ এই বিষয়টি নিয়ে হকারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে দু'দিক জুড়ে হকারদের বসতে দেওয়া হবে না ৷ পুজোর আগেই আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে হবে ৷

এদিন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "গ্র্যান্ডের তলায় হকার আইন মেনে আদালতের নির্দেশ বাস্তবায়িত করা হবে ৷ পাশাপাশি বউবাজারে ক্ষতিগ্রস্ত হকারদের আর্থিক সাহায্যের জন্য কেএমআরসিএলকে জানানো হবে ৷ আদালত জানতে চেয়েছে, কলকাতার কোথায় কোথায় হকিং জোন এবং কোথায় নন-হকিং জোন আছে ৷ সাত দিনের মধ্যে আমরা আদালতে সেই রিপোর্ট জমা দেব ৷"

আরও পড়ুন: স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ, একসঙ্গে পথে নামল বাম ও তৃণমূল শ্রমিক সংগঠন

Last Updated : Oct 5, 2023, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.