কলকাতা, ১২ নভেম্বর : শুক্রবার দুপুর হঠাৎই আগুন লাগে তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি বস্তিতে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার সাধারণ মানুষের মধ্যে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন ৷ সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঘণ্টা দু'য়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
এলাকাটি অত্য়ন্ত ঘিঞ্জি হওয়ায় দ্রুত সংলগ্ন ঝুপড়িগুলিতে আগুন গ্রাস করে নেয়। শুক্রবার বেলা 1টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে ওই ঝুপড়ির একাংশ পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে ৷ দমকল সূত্রে খবর, বেলা 1টার কিছু পরেই তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছয় ৷ কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা দিতে পারেননি দমকল আধিকারিকেরা ৷ তবে মনে করা হচ্ছে রান্না থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷
আরও পড়ুন : বাস ও সবজি বোঝাই ভ্যানের সংঘর্ষে চণ্ডীপুরে মৃত 3, আহত 17
জানা গিয়েছে, তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের ওই ঝুপড়ি থেকে আগুন আশপাশের প্রায় 10টি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ভূমিকাও প্রশংসনীয় ৷ ঘটনাস্থলে এসে বিপর্যয় মোকাবিলা বাহিনী বস্তি খালি করার উদ্যোগ নেয় ৷ কিন্তু প্রাণ বাঁচলেও ঝুপড়ির একাংশ রক্ষা সম্ভব হয়নি ৷ অগ্নিকাণ্ডের সর্বস্বান্ত তপসিয়ার ঝুপড়ির কয়েকটি পরিবার ৷