ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা - top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Oct 17, 2020, 8:59 PM IST

  1. ভ্যাকসিন তৈরি হলে তা বণ্টনের জন্য কতটা তৈরি দেশ ? পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী

ভ্যাকসিনের ডোজ়গুলি কীভাবে হিমঘরগুলিতে মজুত করা হবে সেই সংক্রান্ত পরিকল্পনার কথা বলা হয়েছে । পাশাপাশি, ভ্যাকসিন ক্লিনিকগুলির পর্যবেক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা এবং সিরিঞ্জগুলির মতো আনুষাঙ্গিক সরঞ্জাম প্রস্তুত ও মজুত করার পরিকল্পনার দিকেও নজর দিতে বলা হয়েছে ।

2. স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র

মানবদেহে স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের জন্য ডাঃ রেড্ডির ল্যাবরেটরিকে অনুমতি দিল DGCI । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিগুলি ।

3. রোগ মুক্তির প্রার্থনায় "মানত" থিম বড়শুল জাগরণী সংঘের

রোগ মুক্তির প্রার্থনায় এবার মানত করছে পূর্ব বর্ধমান জেলার বড়শুল জাগরণী সংঘ । 33 তম বর্ষে তাদের থিম মানত । পুজোর আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এবছর এই থিমকে বেছে নিয়েছে । বিশ্বশান্তির জন্য এখানে চলবে প্রার্থনা ।

4. রয়্যালসের ব্যাটেলে ডেভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান

ব্যাটলস অফ দা রয়্যালসে বিধ্বংসী ব্যাটিং এবি ডেভিলিয়ার্সের ৷ আর এই প্রোটিয়াজের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷ নির্ধারিত 20 ওভারে 177 রান বোর্ডে তোলে রাজস্থান ৷ জবাবে 2 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট বাহিনী ৷

5. হাওড়ায় গোল্ড লোন সংস্থায় ফিল্মি কায়দায় ডাকাতি, খোয়া গেল 26 কিলো সোনা

দিনদুপুরে হাওড়া রামরাজা তলা স্টেশন রোডে বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহিক ডাকাতি । একেবারে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলল লুটপাঠ । প্রাণের ভয়ে অসহায়ভাবেই নিজেদের সম্পত্তি চোখের সামনে চলে যেতে দেখলেন গ্রাহকরা ।

6. ‘‘মাকে বাঁচাতে পারলাম না, বিধ্বংসী আগুন সব শেষ করে দিল"

রাত তখন প্রায় সাড়ে দশটা । কলকাতার 121 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের এক বহুতলে তখন সবে অফিস থেকে বাড়ি ফিরেছেন হাবিব মোল্লা । আর পাঁচটা দিনের মতোই ঘরে আম্মি, বিবি ও এক বছরের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন । রাতের খাবারের আয়োজন চলছে । হঠাৎ ঘরের ভিতর আলোগুলি জ্বলতে-নিভতে শুরু করে । আর প্রায় একইসঙ্গে বাইরে কিছু একটা আওয়াজ । বিকট কোলাহল । কী হল এত রাতে ? কিছুটা উৎসুক হয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন হাবিব । ঘর থেকে বেরোতেই যা দেখলেন, সেই বীভৎসতা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ।

7. বিশ্ব ক্ষুধা সূচকে তলানিতে ভারত, অপুষ্টির শিকার 14 শতাংশ

বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে ভারত । গতবারের থেকে তালিকায় কিছুটা উপরে উঠে এলেও । এই স্থানও আশাব্যঞ্জক নয় । কারণ ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও ভারত পিছিয়ে রয়েছে । ভারতের এই অবস্থান রীতিমতো 'উদ্বেগজনক' বলে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে ।

8. সংক্রমণ রুখতে ঘট পুজোর সিদ্ধান্ত মেদিনীপুরের নন্দী পরিবারের

এতদিন জাঁকজমক ভাবেই মা উমার আরাধনা হত পশ্চিম মেদিনীপুরের চিরিমারসাই নন্দী বাড়িতে । দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসতেন এই পুজো দেখতে । তবে এবার সেসব অতীত । কোরোনার জেরে এবছর আর মূর্তি পুজো নয়, ঘট পুজো করেই দেবী দুর্গার আরাধনা করবে নন্দী পরিবার ।

9.2020 বিহার নির্বাচন : নীতীশ কুমারের সামনে একাধিক চ্যালেঞ্জ

অতি-গুরুত্বপূূর্ণ 2020 বিহার বিধানসভা ভোটের দামামা বাজতে যেখানে আর মাত্র দিন কয়েক বাকি, সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চতুর্থ বারের জন্য রাজ্য প্রশাসনকে নেতৃত্ব দেওয়ার উদ্যোগে একাধিক এবং বিপজ্জনক চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলেই মনে করা হচ্ছে ।

10. কোরোনা আবহে সন্তোষ মিত্র স্কয়্যারের আহ্বান, “হেঁটে নয় , নেটে দেখুন" দুর্গাপুজো

থিমের পুজোয় প্রতিবারই চমক থাকে সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোয় । হোয়াইট হাউস, সোনার দুর্গা বা সোনার শাড়ি - একের পর এক চমক বাড়িয়েছে দর্শনার্থীদের ভিড় । তবে এবারে তাদের ভাবনা একটু অন্যরকম ।

  1. ভ্যাকসিন তৈরি হলে তা বণ্টনের জন্য কতটা তৈরি দেশ ? পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী

ভ্যাকসিনের ডোজ়গুলি কীভাবে হিমঘরগুলিতে মজুত করা হবে সেই সংক্রান্ত পরিকল্পনার কথা বলা হয়েছে । পাশাপাশি, ভ্যাকসিন ক্লিনিকগুলির পর্যবেক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা এবং সিরিঞ্জগুলির মতো আনুষাঙ্গিক সরঞ্জাম প্রস্তুত ও মজুত করার পরিকল্পনার দিকেও নজর দিতে বলা হয়েছে ।

2. স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র

মানবদেহে স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের জন্য ডাঃ রেড্ডির ল্যাবরেটরিকে অনুমতি দিল DGCI । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিগুলি ।

3. রোগ মুক্তির প্রার্থনায় "মানত" থিম বড়শুল জাগরণী সংঘের

রোগ মুক্তির প্রার্থনায় এবার মানত করছে পূর্ব বর্ধমান জেলার বড়শুল জাগরণী সংঘ । 33 তম বর্ষে তাদের থিম মানত । পুজোর আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এবছর এই থিমকে বেছে নিয়েছে । বিশ্বশান্তির জন্য এখানে চলবে প্রার্থনা ।

4. রয়্যালসের ব্যাটেলে ডেভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান

ব্যাটলস অফ দা রয়্যালসে বিধ্বংসী ব্যাটিং এবি ডেভিলিয়ার্সের ৷ আর এই প্রোটিয়াজের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷ নির্ধারিত 20 ওভারে 177 রান বোর্ডে তোলে রাজস্থান ৷ জবাবে 2 বল বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট বাহিনী ৷

5. হাওড়ায় গোল্ড লোন সংস্থায় ফিল্মি কায়দায় ডাকাতি, খোয়া গেল 26 কিলো সোনা

দিনদুপুরে হাওড়া রামরাজা তলা স্টেশন রোডে বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহিক ডাকাতি । একেবারে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলল লুটপাঠ । প্রাণের ভয়ে অসহায়ভাবেই নিজেদের সম্পত্তি চোখের সামনে চলে যেতে দেখলেন গ্রাহকরা ।

6. ‘‘মাকে বাঁচাতে পারলাম না, বিধ্বংসী আগুন সব শেষ করে দিল"

রাত তখন প্রায় সাড়ে দশটা । কলকাতার 121 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের এক বহুতলে তখন সবে অফিস থেকে বাড়ি ফিরেছেন হাবিব মোল্লা । আর পাঁচটা দিনের মতোই ঘরে আম্মি, বিবি ও এক বছরের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন । রাতের খাবারের আয়োজন চলছে । হঠাৎ ঘরের ভিতর আলোগুলি জ্বলতে-নিভতে শুরু করে । আর প্রায় একইসঙ্গে বাইরে কিছু একটা আওয়াজ । বিকট কোলাহল । কী হল এত রাতে ? কিছুটা উৎসুক হয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন হাবিব । ঘর থেকে বেরোতেই যা দেখলেন, সেই বীভৎসতা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ।

7. বিশ্ব ক্ষুধা সূচকে তলানিতে ভারত, অপুষ্টির শিকার 14 শতাংশ

বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে ভারত । গতবারের থেকে তালিকায় কিছুটা উপরে উঠে এলেও । এই স্থানও আশাব্যঞ্জক নয় । কারণ ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও ভারত পিছিয়ে রয়েছে । ভারতের এই অবস্থান রীতিমতো 'উদ্বেগজনক' বলে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে ।

8. সংক্রমণ রুখতে ঘট পুজোর সিদ্ধান্ত মেদিনীপুরের নন্দী পরিবারের

এতদিন জাঁকজমক ভাবেই মা উমার আরাধনা হত পশ্চিম মেদিনীপুরের চিরিমারসাই নন্দী বাড়িতে । দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসতেন এই পুজো দেখতে । তবে এবার সেসব অতীত । কোরোনার জেরে এবছর আর মূর্তি পুজো নয়, ঘট পুজো করেই দেবী দুর্গার আরাধনা করবে নন্দী পরিবার ।

9.2020 বিহার নির্বাচন : নীতীশ কুমারের সামনে একাধিক চ্যালেঞ্জ

অতি-গুরুত্বপূূর্ণ 2020 বিহার বিধানসভা ভোটের দামামা বাজতে যেখানে আর মাত্র দিন কয়েক বাকি, সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চতুর্থ বারের জন্য রাজ্য প্রশাসনকে নেতৃত্ব দেওয়ার উদ্যোগে একাধিক এবং বিপজ্জনক চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলেই মনে করা হচ্ছে ।

10. কোরোনা আবহে সন্তোষ মিত্র স্কয়্যারের আহ্বান, “হেঁটে নয় , নেটে দেখুন" দুর্গাপুজো

থিমের পুজোয় প্রতিবারই চমক থাকে সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোয় । হোয়াইট হাউস, সোনার দুর্গা বা সোনার শাড়ি - একের পর এক চমক বাড়িয়েছে দর্শনার্থীদের ভিড় । তবে এবারে তাদের ভাবনা একটু অন্যরকম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.