গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখ 50 হাজার 772। আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 53 হাজার 754 । আজ 3 হাজার 286 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ।
2. কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের 13 জন, শুরুর আগেই IPL-এ ধাক্কা
যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷
এখনও চলছে গুলির লড়াই ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ সেই বাড়িটিকে ঘিরে ফেলা হয়েছে ৷
4. কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের
কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷
5. মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন 90 কর্মীর
কোরোনা পরিস্থিত ও লকডাউনের জেরে মুখ্যমন্ত্রী শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনাতে টাকা দিতে হবে না বলে ঘোষণা করেন ৷ তারপর থেকেই কাজ নেই প্রায় 90 জন কর্মীর ৷
6. সেপ্টেম্বরে পরীক্ষা নয়, পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত : মমতা
রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে এখন পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা হবে না ৷ পুজোর আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়
7. আশুতোষের পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের !
আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ ৷ মেধাতালিকায় উঠে এল সানি লিওনের নাম ৷
8. কোরোনা ও আমফানের জোড়া ধাক্কায় বেসামাল রাজ্য বাস্কেটবল
কোর্ট ও তাঁবুর চারপাশের খালি জমিতে এখন আগাছায় ভরে গিয়েছে । আমফানের কারণে তাঁবুর উপর গাছ ভেঙে পড়েছিল । বৃষ্টির জল আটকাতে কোনও রকমে একটা ব্যবস্থা করা হয়েছে ।
9. "ঔদ্ধত্যের কারণে কেন্দ্র পিছপা হচ্ছে না", NEET-JEE নিয়ে আক্রমণ অভিষেকের
মঞ্চ থেকে তিনি সকলকে মাস্ক পরার, সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন । বলেন, "অতি উৎসাহিত হয়ে কেউ নিয়ম ভেঙে ফেলবেন না । বেঁচে থাকলে রাজনীতি হবে ।"
10. এবার থেকে বিমানে মিলবে খাবার, মাস্ক না পরলে নো-ফ্লাই লিস্টেড
এবার থেকে আকাশপথেও মিলবে খাবার ৷ এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷