1. কোরোনামুক্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
AIIMS-র চিকিৎসকরা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কোরোনা পরীক্ষা করেন । তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । কোরোনা আক্রান্ত হওয়ার পর 29 সেপ্টেম্বর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন ।
2. ডোনাল্ড ট্রাম্প কোরোনামুক্ত, বললেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক
2 অক্টোবর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প । পরেরদিনই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ওয়াল্টার রিড সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । এরপর গতকালই তাঁর কোরোনামুক্ত হওয়ার খবর ঘোষণা করেন হোয়াইট হাইজ়ের চিকিৎসক সিন কোনলে ।
3. অভিযোগপত্র এখন ট্রেনে ওঠার ছাড়পত্র ! পাণ্ডুয়ায় জেরক্স করে চলছে ব্যবসা
ট্রেন চালুর দাবিতে শনিবার থেকেই হুগলির বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়েছে । শনিবার এর প্রতিবাদে পাণ্ডুয়া , খন্যান , হুগলি-সহ বেশ কয়েকটি স্টেশনে বিক্ষোভ অবরোধ করে যাত্রীরা । স্পেশাল ট্রেনের ইন্সপেকশন নোডাল অফিসার মহম্মদ আসলাম যাত্রীদের দাবি লিখিতভাবে জানাতে বলেন । সেইমতো যাত্রীরা লিখিতভাবে তাদের দাবি জানায় । অভিযোগ, সেই দাবি লেখা কাগজ জেরক্স করে ট্রেনে ওঠার ছাড়পত্র হিসাবে রীতিমতো ব্যবসা চলছে স্টেশনে ।
4. এমারজেন্সির বাইরে 6 দিন অপেক্ষার পর মৃত্যু শিশুর, অভিযোগ খারিজ SSKM-র
শিশুটির ব্রেন টিউমার ছিল । অস্ত্রোপচারের জন্য SSKM হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল । পরিজনদের অভিযোগ , তাঁরা সপ্তাহখানেক ধরে SSKM হাসপাতাল চত্বরে থাকলেও শিশুটিকে ভরতি নেওয়া হয়নি । ফলে কোনও চিকিৎসা পরিষেবা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে ।
5. কোরোনা আবহে মেডিকেলে দুর্গাপুজো, শুরু বিতর্ক
চলতি বছরের মে থেকে কলকাতা মেডিকেল কলেজকে COVID হাসপাতাল করা হয়েছে ৷ হাসপাতালে এই প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছে এখানকার জুনিয়র ডাক্তারদের একাংশ । এই পুজোয় মেডিকেলের অনেক চিকিৎসক, নার্স এবং কর্মী অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে ।
6. ভালো নেই সৌমিত্র, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ
আজ মস্তিষ্কে MRI হয়েছে সৌমিত্র চ্যাটার্জির । কোনও সমস্যা দেখা দেয়নি সেখানে । তবে তাঁর অবস্থা খুব ভালো নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
7. রাজ্যে কোরোনা আক্রান্ত 3 লাখ ছুঁইছুঁই
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 155 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 62 হাজার 103 জন সুস্থ হয়ে উঠেছে ।
8. রাজ্যে বেসরকারি ল্যাবরেটরিতে কমল কোরোনা পরীক্ষার খরচ
বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বিভিন্ন রকমের খরচ নেওয়ার অভিযোগ উঠেছিল । যার জেরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল রাজ্য সরকার ।
9. কৃষিমন্ত্রীর পর এবার পঞ্চায়েত সদস্যকে "অপদার্থ" বললেন অনুব্রত মণ্ডল
কৃষিমন্ত্রীর পর এবার এক পঞ্চায়েত সদস্যকে অপদার্থ এবং ফালতু লোক বলে ভর্ৎসনা করলেন অনুব্রত মণ্ডল । বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের কর্করিয়ার ঘটনা । আজ রামপুরহাট 2 নম্বর ব্লকের কর্করিয়া গ্রামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন চলাকালীন এই মন্তব্য করেন তিনি ।
10. শারজায় দাপট দেখাল RCB, কলকাতাকে হারাল 82 রানে
ব্যাট হাতে দুরন্ত এবি ডেভিলিয়ার্স ৷ বোলারদেরও দুরন্ত পারফরমেন্স ৷ শারজায় কলকাতা নাইট রাইডার্সকে রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷