ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - top news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP@9am
TOP@9am
author img

By

Published : Jul 9, 2020, 9:08 AM IST

1. লকডাউনের জেরে বাতিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

আজ থেকে কলকাতসহ দুই 24 পরগনা ও হাওড়ায় কনটেনমেন্ট জ়োনে লকডাউন চালু হচ্ছে ৷ আগামী সাতদিন লকডাউন চলবে ৷ ফলে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল হয়ে যায় ৷


2. কোরোনামুক্ত লালবাজারের তিন অফিসার

কলকাতা, 9 জুলাই : দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?


3. একদিনে সর্বোচ্চ, রাজ্যে 24 ঘণ্টায় আক্রান্ত 986

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 23 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা 827 ।


4.কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন চলবে সাতদিন, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ পার্শ্ববর্তী দুই জেলা হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হল আজ ৷ পছন্দ না হওয়ায় বাতিল করা হল দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ মালদা ও শিলিগুড়ির উপর বিশেষভাবে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে ৷


5.বিস্ফোরক খুঁজে নিজেই নিষ্ক্রিয় করতে 'দক্ষ'

নিজের মধ্যে থাকা এক্স-রে যন্ত্রের সাহায্যে বোমা খুঁজে বের করে এই রোবট ৷ তারপর সেটিকে গ্রিপার-আর্ম দিয়ে তুলে নিয়ে যায় সে ৷ পরে জল দিয়ে নিজেই সেই বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম 'দক্ষ' ৷


6.আর্জি খারিজ, কেন্দ্রীয় হারেই DA দিতে হবে রাজ্যকে

কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT । পরে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার । আজ সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ।


7. রায় পুনর্বিবেচনার আর্জি না করার চাপ দেওয়া হয়েছে কুলভূষণকে : বিদেশমন্ত্রক

"কুলভূষণ যাতে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার আর্জি না করেন, সে জন্য নিশ্চয়ই তাঁর উপর চাপ তৈরি করা হয়েছে ৷ " এমনই মনে করছে বিদেশমন্ত্রক ৷


8.জীবিত অবস্থায় পুজো পেয়েছেন জ্যোতি বসু

মুর্শিদাবাদের এক পরিবার পুজো করত তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর । আজ তাঁর 107 তম জন্মদিনে স্মৃতিচারণ করছেন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী ।


9.সুশান্তের আত্মহত্যার পর নীতুর জন্মদিনের পার্টিতে প্রথম দেখা গেল করণকে

শোনা গেছিল যে, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর করণ জোহর পুরোপুরি ভেঙে পড়েছেন । কেঁদে চলেছেন অবিরাম । কিন্তু, নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে বেশ হাসিখুশিই লাগল তাঁকে ।


10. ক্রিকেটে কোরোনা প্রভাব, বাতিল আর স্থগিত একাধিক সিরিজ়

কোরোনা ভাইরাস প্যানডেমিকের পর ফের মাঠে ফিরেছে ক্রিকেট ৷ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ শুরু হয়েছে সাউদাম্পটনে ৷ কিন্তু এই তিম মাসে ক্রিকেটের অনেককিছু ক্ষতি হয়ে গেছে ৷ বাতিল অথবা স্থগিত হয়ে গিয়েছে বহু ক্রিকেট সিরিজ় ৷ একনজরে সেই সব ক্রিকেট ইভেন্টগুলি, যেগুলি কোরোনা প্যানডেমিকের কারণে বাতিল বা স্থগিত হয়ে গেছে ৷

1. লকডাউনের জেরে বাতিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

আজ থেকে কলকাতসহ দুই 24 পরগনা ও হাওড়ায় কনটেনমেন্ট জ়োনে লকডাউন চালু হচ্ছে ৷ আগামী সাতদিন লকডাউন চলবে ৷ ফলে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল হয়ে যায় ৷


2. কোরোনামুক্ত লালবাজারের তিন অফিসার

কলকাতা, 9 জুলাই : দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?


3. একদিনে সর্বোচ্চ, রাজ্যে 24 ঘণ্টায় আক্রান্ত 986

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 23 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা 827 ।


4.কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন চলবে সাতদিন, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ পার্শ্ববর্তী দুই জেলা হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হল আজ ৷ পছন্দ না হওয়ায় বাতিল করা হল দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ মালদা ও শিলিগুড়ির উপর বিশেষভাবে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে ৷


5.বিস্ফোরক খুঁজে নিজেই নিষ্ক্রিয় করতে 'দক্ষ'

নিজের মধ্যে থাকা এক্স-রে যন্ত্রের সাহায্যে বোমা খুঁজে বের করে এই রোবট ৷ তারপর সেটিকে গ্রিপার-আর্ম দিয়ে তুলে নিয়ে যায় সে ৷ পরে জল দিয়ে নিজেই সেই বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম 'দক্ষ' ৷


6.আর্জি খারিজ, কেন্দ্রীয় হারেই DA দিতে হবে রাজ্যকে

কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT । পরে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার । আজ সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ।


7. রায় পুনর্বিবেচনার আর্জি না করার চাপ দেওয়া হয়েছে কুলভূষণকে : বিদেশমন্ত্রক

"কুলভূষণ যাতে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার আর্জি না করেন, সে জন্য নিশ্চয়ই তাঁর উপর চাপ তৈরি করা হয়েছে ৷ " এমনই মনে করছে বিদেশমন্ত্রক ৷


8.জীবিত অবস্থায় পুজো পেয়েছেন জ্যোতি বসু

মুর্শিদাবাদের এক পরিবার পুজো করত তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর । আজ তাঁর 107 তম জন্মদিনে স্মৃতিচারণ করছেন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী ।


9.সুশান্তের আত্মহত্যার পর নীতুর জন্মদিনের পার্টিতে প্রথম দেখা গেল করণকে

শোনা গেছিল যে, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর করণ জোহর পুরোপুরি ভেঙে পড়েছেন । কেঁদে চলেছেন অবিরাম । কিন্তু, নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে বেশ হাসিখুশিই লাগল তাঁকে ।


10. ক্রিকেটে কোরোনা প্রভাব, বাতিল আর স্থগিত একাধিক সিরিজ়

কোরোনা ভাইরাস প্যানডেমিকের পর ফের মাঠে ফিরেছে ক্রিকেট ৷ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ শুরু হয়েছে সাউদাম্পটনে ৷ কিন্তু এই তিম মাসে ক্রিকেটের অনেককিছু ক্ষতি হয়ে গেছে ৷ বাতিল অথবা স্থগিত হয়ে গিয়েছে বহু ক্রিকেট সিরিজ় ৷ একনজরে সেই সব ক্রিকেট ইভেন্টগুলি, যেগুলি কোরোনা প্যানডেমিকের কারণে বাতিল বা স্থগিত হয়ে গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.